MS Dhoni: ধোনিকে ছেড়ে দেবে সিএসকে? আইপিএল নিলামের আগে চেন্নাই শিবিরের বড় আপডেট

আইপিএল ২০২৫-এর সময় ৪২ বছর বয়স হবে এমএস ধোনির। প্রাক্তন সিএসকে অধিনায়ককে কি রিটেন করা হবে? আইপিএলের মেগা নিলামের আগে এনিয়ে জল্পনা অন্ত নেই।
আইপিএল ২০২৫-এর সময় ৪২ বছর বয়স হবে এমএস ধোনির। প্রাক্তন সিএসকে অধিনায়ককে কি রিটেন করা হবে? আইপিএলের মেগা নিলামের আগে এনিয়ে জল্পনা অন্ত নেই।
বিসিসিআইয়ের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি আইপিএল ২০২৫-এর মেগা নিলামের নিয়ম। ফলে কতজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল তা এখনও নির্ধারিত হয়নি।
বিসিসিআইয়ের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি আইপিএল ২০২৫-এর মেগা নিলামের নিয়ম। ফলে কতজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল তা এখনও নির্ধারিত হয়নি।
আগে ৪ জনকে রিটেন করা যেত মেগা নিলামের আগে। এবার অবশ্য সেই সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। তবে সেটা ৪-ই থাকবে না ৫-৬ হবে তার উত্তর মিলবে খুব শীঘ্রই।
আগে ৪ জনকে রিটেন করা যেত মেগা নিলামের আগে। এবার অবশ্য সেই সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। তবে সেটা ৪-ই থাকবে না ৫-৬ হবে তার উত্তর মিলবে খুব শীঘ্রই।
তবে সিএসকে সূত্রে খবর, এমএস ধোনিকে নিয়ে কোনওরকম দরাদরিতে যেতে রাজি নয় তারা। এমনকী যদি দুজন ক্রিকেটাররকে ধরে রাখার নিয়ম করে বোর্ড, তারমধ্যেও একজনকে রাখবে সিএসকে।
তবে সিএসকে সূত্রে খবর, এমএস ধোনিকে নিয়ে কোনওরকম দরাদরিতে যেতে রাজি নয় তারা। এমনকী যদি দুজন ক্রিকেটাররকে ধরে রাখার নিয়ম করে বোর্ড, তারমধ্যেও একজনকে রাখবে সিএসকে।
শুধু বোর্ডের কাছে একটিই আবেদন জানিয়েছে সিএসকে। তা হল, ধোনিকে আনক্যাপড হিসেবে খেলতে দেওয়া। তাহলে খরচ কিছুটা কম হবে। তবে ধোনি চেন্নাইতেই থাকছেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
শুধু বোর্ডের কাছে একটিই আবেদন জানিয়েছে সিএসকে। তা হল, ধোনিকে আনক্যাপড হিসেবে খেলতে দেওয়া। তাহলে খরচ কিছুটা কম হবে। তবে ধোনি চেন্নাইতেই থাকছেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই।