খেলা KKR Retained Players 2025: কেকেআর ছেঁটে ফেলল ভারী মাথাদের, কারা রইলেন, চূড়ান্ত নামে পড়ে গেল সিলমোহর Gallery October 30, 2024 Bangla Digital Desk যেমন জল্পনা ছিল সেটাই সত্যি হল৷ ভারী মাথাদের ধরে না রেখে কেকেআর বেছে নিল নিজেদের প্রিয় আস্থাভাজনদের৷ ৩১ অক্টোবরের ডেডলাইনের আগেই সামনে চলে এল কেকেআরের রিটেনশন লিস্ট৷ বিসিসিআইয়ের শেষ তারিখের আগেই চূড়ান্ত নাম ফাইনাল হয়ে গেল৷ আইপিএল অকশন ২০২৫ -র নিয়ম অনুসারে প্রতিটা দল সবচেয়ে বেশি ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারে৷ যার মধ্যে ৫ জন ক্যাপড এবং ২ জন আনক্যাপড ক্রিকেটার থাকতে পারে৷ আনক্যাপড মেম্বারদের দামও ফিক্সড রয়েছে৷ যা হল ৪ কোটি টাকা৷ ক্যাপড প্লেয়ারদের ধরে রাখতে গেলে ১৮ কোটি টাকা সর্বোচ্চ দেওয়া যেত৷ মোট খরচ কিন্তু কোনওভাবেই ৭৫ কোটি টাকার বেশি হতে পারবে না৷ এদিকে দল কেনার পুরো বাজেট ১২০ কোটি টাকা৷ ESPN Cricinfo -র খবর অনুসারে আইপিএল ২০২৫ -র জন্য কেকেআরের ফাইনাল রিটেনশন লিস্টে রয়েছেন পাঁচজন প্লেয়ার তার মধ্যে তিন জন ক্যাপড এবং দুজন আনক্যাপড৷ সুনীল নারিন (Sunil Narine)- কেকেআরের সবচেয়ে ভরসা যোগ্য অস্ত্র সুনীল নারিনকে ধরে রাখছে৷ শাহরুখ খানেরও খুব পছন্দের কেকেআরের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ সুনীল নারিন বল হাতে গত মরশুমে ১৭ উইকেট নিয়েছিলেন আর রান করেছিলেন ৪৮৮৷ রিঙ্কু সিং (Rinku Singh) চালিয়ে খেলায় সিদ্ধহস্ত, লোয়ার অর্ডারে নেমে বিপক্ষের বোলিংয়ের সুতো খুলে দেওয়ার ক্ষমতা রাখেন এই ভারতীয় তারকা৷ তাঁকে ধরে রাখছে কেকেআর৷ বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) কেকেআরের জার্সিতে গত মরশুমের সবচেয়ে পারফরমিং বোলার বরুণ৷ তাঁর ঝোলায় ছিল ২১ উইকেট৷ হর্ষিত রানা (Harshit Rana) ১ নভেম্বর যদি ভারত বনাম নিউজল্যান্ড টেস্টে প্রথম এগারোয় জায়গায় পান তাহলেই হয়ে যেতেন ক্যাপড প্লেয়ার৷ তার আগেই তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪ কোটিতে সিল করে নিল কেকেআর৷ হর্ষিত গত মরশুমে কেকেআর জার্সিতে পেয়েছিল ১৯ উইকেট৷ রমনদীপ সিং (Ramandeep Singh) ইনিও টিমের আনক্যাপড প্লেয়ার৷ প্রতিভাবান প্লেয়ার হিসেবে কেকেআর তাঁকে দলের দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখছে৷ শুধু তাই নয় দলকে চ্যাম্পিয়ন করানো নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ধরে রাখবে না কেকেআর৷ সূত্রের যা খবর তাতে মুম্বই ব্যাটারের সঙ্গে নাইট ম্যানেজমেন্টের বৈঠক জট কাটাতে পারেনি, ফলে সামনের মরশুমে সম্ভবত নতুন অধিনায়ক নিয়েই দল সাজাবে কেকেআর৷ এছাড়াও কেকেআর রাখবে না মিচেল স্টার্ককেও , গত আইপিএল নিলামে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল নাইটরা৷ আসলে টিম ম্যানেজমেন্ট মাথা ভারি অর্থাৎ যে ক্রিকেটারদের টাকা সবচেয়ে বেশি তাদের কাউকেই রাখতে আগ্রহী নয়৷ শ্রেয়স আইয়ার কেকেআর থেকে পেতেন ১২.৫ কোটি টাকা, আন্দ্রে রাসেল পেতেন ১২ কোটি টাকা, ভেঙ্কটেশ আইয়ার পেতেন ৮ কোটি টাকা তাই চতুর্থ সবচেয়ে বেশি টাকা পাওয়া ক্রিকেটারকেও তারা রিটেন করবে না৷