ইজরায়েলকে চরম হুঁশিয়ারী ইরানের

Iran-Israel Conflict: সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান, চরম হুঁশিয়ারী ইজরায়েলকে, মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিধি কি আরও বাড়ছে?

তেহরান:  মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জটিল হয়ে উঠল৷ নেতানিয়াহুর বাড়ি লক্ষ করে ইরান ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে৷ ইজরায়েল থেকে এমনই মারাত্মক অভিযোগ জানানো হয়েছিল৷ এর পরই ইজরায়েলের পক্ষ থেকে ইরানকে  চরম হুঁশিয়ারী দেওয়া হয়েছিল৷

আশঙ্কাই সত্যি হল৷ ২৬ অক্টোবর, রাতে ইজরায়েল রাজধানী তেহরান, খুজেস্তান, ইলামের সেনা ঘাটি লক্ষ্য করে মারাত্মক হামলা চালায়৷ যদিও এই হামলার লক্ষ্যবস্তু কোনও পারমাণবিক কেন্দ্র বা তেল শোধনাগার ছিল না৷

হামলার কথা স্বীকার করে নিয়েছে, ইরান৷ এও জানিয়েছে এই হামলায় তাঁদের দু’জন সৈন্য মারা গিয়েছে৷ ইরানের পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছে৷

ইরানের জানিয়েছে প্রত্যেক দেশেরই তার সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার রয়েছে৷ বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে দেশ ও নাগরিককে রক্ষা করার জন্য যে কোনও পদক্ষেপ নিতে ইরান প্রস্তুত৷

সেই দেশের গণমাধ্যমে মৃত সৈনিকদের ছবি ও পরিচয়ও প্রকাশ করা হয়েছে৷

৭ অক্টোবর ২০২৩, ইজরায়েলে হামলার হয়৷ তারপর থেকেই এই উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ ইজরায়েলের এই পদক্ষেপ যুদ্ধের পরিধিকে আরও বৃদ্ধি করল কি? তা তো সময়ই বলবে