প্রযুক্তি IRCTC VIKALP Scheme: ট্রেনের কনফার্ম টিকিট পাচ্ছেন না? শুধু এই কাজটা করুন, নিশ্চিত টিকিট পাবেন Gallery October 31, 2024 Bangla Digital Desk কাজের সূত্রে বাইরে থাকতে হয়। কিন্তু দীপাবলি বা ছট পূজায় বাড়ি না ফিরলে চলে! কিন্তু ট্রেনের কনফার্ম টিকিট না পেলে? তখন মাথায় হাত। এই পরিস্থিতি থেকে বাঁচাতে ‘বিকল্প স্কিম’ চালু করেছে ভারতীয় রেলওয়ে। যাঁরা ওয়েটিং টিকিট হাতে অপেক্ষা করছেন তাঁদের জন্য। এই স্কিমে একই রুটের অন্য কোনও ট্রেনে সিট খালি থাকলে তাতে টিকিট দেওয়া হয় যাত্রীকে। এর জন্য বাড়তি টাকাও দিতে হয় না। IRCTC বিকল্প স্কিম: ট্রেনের টিকিট বুকিং করার সময়ই বিকল্প স্কিম বেছে নিতে হবে যাত্রীকে। এবার তিনি যে ট্রেনে আসতে চান, তাতে যদি সিট না মেলে, তাহলে একই রুটে ১২ ঘণ্টার মধ্যে ছাড়ছে এমন ট্রেনে কোনও সিট খালি থাকলে তাতে স্বয়ংক্রিয়ভাবেই টিকিট পেয়ে যাবেন যাত্রী। আর টিকিট কনফার্ম হয়ে গেলে আর আগের ট্রেনে যেতে পারবেন না যাত্রী। আর যদি যাত্রী টিকিট বাতিল করেন তাহলে নিয়ম অনুযায়ী চার্জ কাটা হবে। বিকল্প স্কিমের মূল বৈশিষ্ট: এই স্কিমের মূলত চারটি প্রধান বৈশিষ্ট রয়েছে। একে একে সেগুলো দেখে নেওয়া যাক। কোন কোন ট্রেনে বিকল্প স্কিম পাওয়া যাবে – বিকল্প স্কিম শুধুমাত্র মেইল এবং এক্সপ্রেস ট্রেনের জন্যই প্রযোজ্য। অতিরিক্ত চার্জ নেই – বিকল্প স্কিমের আওতায় টিকিট কাটার জন্য যাত্রীকে অতিরিক্ত কোনও ফি দিতে হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ – অন্য ট্রেনে সিট ফাঁকা থাকলে বিকল্প স্কিমের আওতায় ওয়েটিংয়ে থাকা যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে সেই টিকিট দেওয়া হয়। আগের ট্রেনে ফেরার উপায় নেই – একবার অন্য ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেলে যাত্রীরা আর মূল বুকিংয়ে ফিরতে পারবেন না। বিকল্প স্কিমের আওতায় অনলাইনে কনফার্ম ট্রেন টিকিট বুকিংয়ের পদ্ধতি: প্রথমে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করতে হবে। এবার ভ্রমণের বিবরণ দিয়ে পেমেন্ট করতে হবে। এরপর বিকল্প অপশন বাছতে হবে যাত্রীকে। পছন্দের ট্রেন না পেলে আর কোন কোন ট্রেনে যাত্রী যেতে পারেন, জানাতে হবে সেটাও। এরপর PNR স্ট্যাটাস থেকে যাত্রী দেখে নিতে পারবেন কোন ট্রেনে তিনি কনফার্ম টিকিট পেলেন। উৎবসের মরশুমে যাঁরা বাড়ি ফেরার কনফার্ম টিকিট পাচ্ছেন না, তাঁদের জন্য বিকল্প স্কিম আশীর্বাদের মতো। নিশ্চিত সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।