Tag Archives: IRCTC

Train Ticket: শুধু ট্রেনে যাত্রা নয়, টিকিট থাকলে পাওয়া যাবে এই পাঁচটি দুর্দান্ত সুবিধা

শুধু ট্রেনে যাত্রা করার জন্য নয়, ট্রেনে সফর করার সময় বৈধ টিকিট হাতে থাকলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় যা অনেকেই জানেন না৷ শুধু ট্রেনে যাত্রা করার জন্য নয়, ট্রেনে সফর করার সময় বৈধ টিকিট হাতে থাকলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় যা অনেকেই জানেন না৷

ট্রেনে সফর করার সময় বৈধ টিকিট থাকলে প্রয়োজন হলে আইআরসিটিসি-র ডর্মিটিরিতে থাকতে পারবেন৷ মাত্র ১৫০ টাকাতেই আইআরসিটিসির ডর্মিটরিতে বেড পাওয়া যায়৷
ট্রেনে সফর করার সময় বৈধ টিকিট থাকলে প্রয়োজন হলে আইআরসিটিসি-র ডর্মিটিরিতে থাকতে পারবেন৷ মাত্র ১৫০ টাকাতেই আইআরসিটিসির ডর্মিটরিতে বেড পাওয়া যায়৷
প্রতিটি রেল স্টেশনেই ক্লক রুম এবং লকার রুম থাকে৷ যেখানে যাত্রীরা এক মাস পর্যন্ত নিজেদের জিনিস রাখতে পারেন৷ এর জন্য অবশ্য নির্দিষ্ট ভাড়া দিতে হয়৷ তবে ট্রেনের টিকিটও দেখাতে হবে৷
প্রতিটি রেল স্টেশনেই ক্লক রুম এবং লকার রুম থাকে৷ যেখানে যাত্রীরা এক মাস পর্যন্ত নিজেদের জিনিস রাখতে পারেন৷ এর জন্য অবশ্য নির্দিষ্ট ভাড়া দিতে হয়৷ তবে ট্রেনের টিকিটও দেখাতে হবে৷
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির বাতানুকুল কামরার যাত্রীরা বিনামূল্যে বালিশ, চাদর, কম্বল পাবেন৷ কোনও কারণে ট্রেনে ওঠার পর এগুলি না পেলে ট্রেন অ্যাটেনডেন্টকে টিকিট দেখালেই এই জিনিসগুলি পাওয়া যাবে৷
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির বাতানুকুল কামরার যাত্রীরা বিনামূল্যে বালিশ, চাদর, কম্বল পাবেন৷ কোনও কারণে ট্রেনে ওঠার পর এগুলি না পেলে ট্রেন অ্যাটেনডেন্টকে টিকিট দেখালেই এই জিনিসগুলি পাওয়া যাবে৷
রাজধানী, দুরন্ত অথবা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন যদি দু ঘণ্টা বা তার বেশি লেট করে তাহলে যাত্রীরা বিনামূল্যে খাবার পান৷ এক্ষেত্রেও কাজে লাগে টিকিট৷
রাজধানী, দুরন্ত অথবা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন যদি দু ঘণ্টা বা তার বেশি লেট করে তাহলে যাত্রীরা বিনামূল্যে খাবার পান৷ এক্ষেত্রেও কাজে লাগে টিকিট৷
ট্রেনে ওঠা অথবা ট্রেন থেকে নামার পর ট্রেনের টিকিট দেখিয়ে চাইলে স্টেশনের এসি অথবা নন এসি ওয়েটিং রুমে বিশ্রাম নিতে পারেন যাত্রীরা৷
ট্রেনে ওঠা অথবা ট্রেন থেকে নামার পর ট্রেনের টিকিট দেখিয়ে চাইলে স্টেশনের এসি অথবা নন এসি ওয়েটিং রুমে বিশ্রাম নিতে পারেন যাত্রীরা৷

IRCTC Rail Tickets: আইআরসিটিসি-তে টিকিট কাটতে গিয়ে এই ভুল করবেন না, ১০ লক্ষ টাকা হারাতে পারেন এর ফলে

ভারতীয় রেলকে দেশের মেরুদণ্ড বলা হয়। ভারতের জনসংখ্যার অধিকাংশই রেলপথে যাতায়াত করে। তথ্য অনুযায়ী, দেশে মোট ২২,৫৯৩টি ট্রেন রয়েছে। এর মধ্যে ৯১৪১টি পণ্যবাহী ট্রেন এবং ১৩,৪৫২টি যাত্রীবাহী ট্রেন। ভারতে, প্রতিদিন প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ রেলপথে যাতায়াত করে, যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় সমান (২.৬ কোটি)।
ভারতীয় রেলকে দেশের মেরুদণ্ড বলা হয়। ভারতের জনসংখ্যার অধিকাংশই রেলপথে যাতায়াত করে। তথ্য অনুযায়ী, দেশে মোট ২২,৫৯৩টি ট্রেন রয়েছে। এর মধ্যে ৯১৪১টি পণ্যবাহী ট্রেন এবং ১৩,৪৫২টি যাত্রীবাহী ট্রেন। ভারতে, প্রতিদিন প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ রেলপথে যাতায়াত করে, যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় সমান (২.৬ কোটি)।
বর্তমানে, বেশিরভাগ মানুষ অনলাইনে ট্রেন ভ্রমণের টিকিট বুক করেন। কিন্তু, আপনি কী জানেন যে টিকিট বুক করার সময় অতিরিক্ত ০.৪৯ পয়সা খরচ করে আপনি অনেক সুবিধা পেতে পারেন। হ্যাঁ, যাত্রীদের একটি বীমা বিকল্প দেওয়া হয় যখন তারা IRCTC প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করে। এই বীমা গ্রহণকারী যাত্রীরা ১০ লাখ টাকা পর্যন্ত ক্লেম পান।
বর্তমানে, বেশিরভাগ মানুষ অনলাইনে ট্রেন ভ্রমণের টিকিট বুক করেন। কিন্তু, আপনি কী জানেন যে টিকিট বুক করার সময় অতিরিক্ত ০.৪৯ পয়সা খরচ করে আপনি অনেক সুবিধা পেতে পারেন। হ্যাঁ, যাত্রীদের একটি বীমা বিকল্প দেওয়া হয় যখন তারা IRCTC প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করে। এই বীমা গ্রহণকারী যাত্রীরা ১০ লাখ টাকা পর্যন্ত ক্লেম পান।
IRCTC দ্বারা প্রদত্ত এই সুবিধাটি ব্যবহার করতে আপনাকে ০.৪৯ পয়সা খরচ করতে হবে। এই বীমা গ্রহণকারী ব্যক্তি যাত্রার সময় কোনো দুর্ঘটনা ঘটলে ১০ লাখ টাকা পর্যন্ত দাবি পান। ট্রেন দুর্ঘটনায় কেউ মারা গেলে বা তার শরীর ক্ষতিগ্রস্ত হলে তাকে ১০ লাখ টাকা দেওয়া
IRCTC দ্বারা প্রদত্ত এই সুবিধাটি ব্যবহার করতে আপনাকে ০.৪৯ পয়সা খরচ করতে হবে। এই বীমা গ্রহণকারী ব্যক্তি যাত্রার সময় কোনো দুর্ঘটনা ঘটলে ১০ লাখ টাকা পর্যন্ত দাবি পান। ট্রেন দুর্ঘটনায় কেউ মারা গেলে বা তার শরীর ক্ষতিগ্রস্ত হলে তাকে ১০ লাখ টাকা দেওয়া
এর সঙ্গে শরীরের কোনও অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বীমা পাওয়া যায়। ভ্রমণের সময় ট্রেন থেকে পড়ে গেলে হাসপাতালের চিকিৎসার খরচ বাবদ ২ লাখ টাকা পর্যন্ত পাবেন।
এর সঙ্গে শরীরের কোনও অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বীমা পাওয়া যায়। ভ্রমণের সময় ট্রেন থেকে পড়ে গেলে হাসপাতালের চিকিৎসার খরচ বাবদ ২ লাখ টাকা পর্যন্ত পাবেন।
ঝাঁসি রেলওয়ে বিভাগের জনসংযোগ কর্মকর্তা, মনোজ কুমার সিং বলেছেন যে আপনি যদি আইআরসিটিসি থেকে অনলাইনে টিকিট বুক করেন তবে আপনি ঐচ্ছিক বীমা নিতে পারেন। যাত্রীদের সুবিধার্থে এটি চালু করা হয়েছে। নীতিমালার বিভিন্ন মানদণ্ড রয়েছে। হাসপাতালের খরচের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। আরও বেশি সংখ্যক লোকের এই বীমার সুবিধা নেওয়া উচিত।
ঝাঁসি রেলওয়ে বিভাগের জনসংযোগ কর্মকর্তা, মনোজ কুমার সিং বলেছেন যে আপনি যদি আইআরসিটিসি থেকে অনলাইনে টিকিট বুক করেন তবে আপনি ঐচ্ছিক বীমা নিতে পারেন। যাত্রীদের সুবিধার্থে এটি চালু করা হয়েছে। নীতিমালার বিভিন্ন মানদণ্ড রয়েছে। হাসপাতালের খরচের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। আরও বেশি সংখ্যক লোকের এই বীমার সুবিধা নেওয়া উচিত।

Summer Special Train: আরও দু’টি সামার স্পেশ্যাল! গরমে যাত্রীদের চাহিদা মেটাতে বিশেষ ট্রেন, গুয়াহাটি থেকে কোথায় কোথায়

গুয়াহাটি: গরমে ভিড়ের সময় যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণ করতে গুয়াহাটি থেকে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি ও ওড়িশার সম্বলপুরের মধ্যে এবং আরেকটি গুয়াহাটি ও জম্মু ও কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরার মধ্যে চলাচল করবে। দু’টি ট্রেনই উভয় দিক থেকে দশটি করে ট্রিপের জন্য চলাচল করবে। উভয় ট্রেনে যাত্রীদের সুবিধার্থে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ থাকবে।

সেই অনুযায়ী, ট্রেন নং. ০৮৩৫১ (সম্বলপুর-গুয়াহাটি) স্পেশ্যাল ২২ এপ্রিল থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার ১৮:৫০ ঘণ্টায় সম্বলপুর থেকে রওনা দিয়ে বুধবার ০১:২০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৮৩৫২ (গুয়াহাটি-সম্বলপুর) স্পেশ্যাল ২৪ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার ০৮:০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:১৫ ঘণ্টায় সম্বলপুর পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি কামাখ্যা, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, ভট্টনগর, খড়গপুর, বালাসোর, কাপিলাস রোড, আঙ্গুল, কেরেজাঙ্গা ইত্যাদি হয়ে চলাচল করবে।

পাশাপাশি, ট্রেন নং. ০৪৬৮০ (শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরা-গুয়াহাটি) স্পেশাল ২৬ এপ্রিল থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ২১:৩০ ঘণ্টায় শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা থেকে রওনা দিয়ে রবিবার ১৯:১০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪৬৭৯ (গুয়াহাটি-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা) স্পেশ্যাল ২৯ এপ্রিল থেকে ০১ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার ২৩:২০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে বুধবার ২০:৪৫ ঘণ্টায় শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরা পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি কামাখ্যা, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার, বারাউনী, হাজিপুর, গোরখপুর, গোন্ডা, বেরেইলি, সাহরানপুর, আম্বালা ক্যান্ট., লুধিয়ানা, পাঠানকোট ক্যান্ট., জম্মু তাওয়াই ইত্যাদি হয়ে চলাচল করবে।

আরও পড়ুন: প্রবল গরমে কিডনি থাকবে সতেজ! কেবল ‘এই’ ৫ ফলেই শরীরে ম্যাজিক ঘটবে, কাছে ঘেঁষবে না বড়সড় অসুখ, এক নজরে তালিকা

আরেকটি স্পেশ্যাল ট্রেন নং. ০৬২২১/০৬২২২ (মাইসুরু-মুজাফফরপুর-মাইসুরু) মাইসুরু থেকে প্রতি সোমবার (১৫ এপ্রিল, ২০২৪ থেকে) এবং মুজাফফরপুর থেকে প্রতি বৃহস্পতিবার (১৮ এপ্রিল, ২০২৪ থেকে) ০৮টি করে ট্রিপের জন্য মাইসুরু এবং মুজাফফরপুরের মধ্যে পরিচালনা করা হচ্ছে৷ উভয় পথের যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি জোলারপেট্টাই, বিজয়ওয়াড়া জং, পলাসা, মালদা টাউন, কুমেদপুর, কাটিহার, বারাউনি জং. ইত্যাদি হয়ে চলাচল করবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

IRCTC Tour Package: আগে বেড়ানো, পরে টাকা! পুরী, বারাণসী-অযোধ্যা ঘুরুন ‘বিনা পয়সায়’! IRCTC নিয়ে এল নতুন প‍্যাকেজ

ভারতীয় রেলওয়ে ধর্মীয় স্থানগুলি দেখার জন্য সাশ্রয়ী মূল্যের প্যাকেজ চালু করেছে। এর আওতায় প্রতিদিন প্রায় ১৭৫০ টাকায় ১০ দিনের জন্য দেশের ধর্মীয় স্থান দর্শন করা যাবে। এই ভাড়ার মধ্যে ট্রেন ভ্রমণ, খাবার, প্রাতঃরাশ এবং থাকার ব্যবস্থাও রয়েছে।
ভারতীয় রেলওয়ে ধর্মীয় স্থানগুলি দেখার জন্য সাশ্রয়ী মূল্যের প্যাকেজ চালু করেছে। এর আওতায় প্রতিদিন প্রায় ১৭৫০ টাকায় ১০ দিনের জন্য দেশের ধর্মীয় স্থান দর্শন করা যাবে। এই ভাড়ার মধ্যে ট্রেন ভ্রমণ, খাবার, প্রাতঃরাশ এবং থাকার ব্যবস্থাও রয়েছে।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন আগ্রা ক্যান্ট থেকে (IRCTC) চালানো শুরু করবে। যা ২৫ এপ্রিল চলা শুরু করবে এবং ৪ মে ফিরে আসবে।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন আগ্রা ক্যান্ট থেকে (IRCTC) চালানো শুরু করবে। যা ২৫ এপ্রিল চলা শুরু করবে এবং ৪ মে ফিরে আসবে।
ট্রেনে মোট ৭৬৭টি বার্থ আছেIRCTC-এর মতে, ট্রেনে মোট ৭৬৭টি বার্থ আছে। এর মধ্যে AC-2 টায়ারে ৪৯টি বার্থ, AC-3 টায়ারে ৭০টি বার্থ এবং স্লিপারে ৬৪৮টি বার্থ রয়েছে।
ট্রেনে মোট ৭৬৭টি বার্থ আছে
IRCTC-এর মতে, ট্রেনে মোট ৭৬৭টি বার্থ আছে। এর মধ্যে AC-2 টায়ারে ৪৯টি বার্থ, AC-3 টায়ারে ৭০টি বার্থ এবং স্লিপারে ৬৪৮টি বার্থ রয়েছে।
কোন কোন শহরে যাবে?ট্রেনটা যাবে কলকাতা গঙ্গা সাগর, বৈদ্যনাথ, গয়া, পুরী, কোনার্ক, বারাণসী ও অযোধ্যায়।
কোন কোন শহরে যাবে?
ট্রেনটা যাবে কলকাতা গঙ্গা সাগর, বৈদ্যনাথ, গয়া, পুরী, কোনার্ক, বারাণসী ও অযোধ্যায়।
কোন কোন ধর্মীয় স্থান অন্তর্ভুক্ত করা হবে?বিষ্ণুপদ মন্দির ও স্থানীয় মন্দির গয়া, বৈদ্যনাথ মন্দির, জাসদিহ, জগন্নাথ মন্দির ও কোনার্ক মন্দির, পুরী স্থানীয় মন্দির, গঙ্গা সাগর, কালী মন্দির, কলকাতা, কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী, রামজন্মভূমি, হনুমান গড়ি এবং বিভিন্ন মন্দির, এ্যায়ো মন্দির পরিদর্শন করা যায়।
কোন কোন ধর্মীয় স্থান অন্তর্ভুক্ত করা হবে?
বিষ্ণুপদ মন্দির ও স্থানীয় মন্দির গয়া, বৈদ্যনাথ মন্দির, জাসদিহ, জগন্নাথ মন্দির ও কোনার্ক মন্দির, পুরী স্থানীয় মন্দির, গঙ্গা সাগর, কালী মন্দির, কলকাতা, কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী, রামজন্মভূমি, হনুমান গড়ি এবং বিভিন্ন মন্দির, এ্যায়ো মন্দির পরিদর্শন করা যায়।
কোথা থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন?আগ্রা ক্যান্ট, গোয়ালিয়র, বীরাঙ্গনা লক্ষ্মীবাই, ওরাই, কানপুর, লখনউ, অযোধ্যা ক্যান্ট এবং কাশী/বানারস।
কোথা থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন?
আগ্রা ক্যান্ট, গোয়ালিয়র, বীরাঙ্গনা লক্ষ্মীবাই, ওরাই, কানপুর, লখনউ, অযোধ্যা ক্যান্ট এবং কাশী/বোনারস।
কত ভাড়া?ইকোনমি ক্লাসে (স্লিপার ক্লাস) একসাথে থাকা এক/দুই/তিনজন ব্যক্তির জন্য প্যাকেজ জনপ্রতি ১৭৫০০ টাকা এবং শিশুর (৫-১১ বছর) প্যাকেজ হল ১৬৪০০ টাকা।

স্ট্যান্ডার্ড ক্লাসে (৩এসি ক্লাস) এক/দুই/তিন জন একসঙ্গে থাকার প্যাকেজ জনপ্রতি ২৮৩০০ টাকা এবং প্রতি শিশু (৫-১১ বছর) ২৭০০০ টাকা।
কত ভাড়া?
ইকোনমি ক্লাসে (স্লিপার ক্লাস) একসাথে থাকা এক/দুই/তিনজন ব্যক্তির জন্য প্যাকেজ জনপ্রতি ১৭৫০০ টাকা এবং শিশুর (৫-১১ বছর) প্যাকেজ হল ১৬৪০০ টাকা।
স্ট্যান্ডার্ড ক্লাসে (৩এসি ক্লাস) এক/দুই/তিন জন একসঙ্গে থাকার প্যাকেজ জনপ্রতি ২৮৩০০ টাকা এবং প্রতি শিশু (৫-১১ বছর) ২৭০০০ টাকা।
কমফোর্ট ক্লাসে (২এসি ক্লাস) এক/দুই/তিন জন একসঙ্গে থাকার প্যাকেজ জনপ্রতি ৩৭২০০ টাকা এবং বাচ্চাদের (৫-১১ বছর) জন্য প্যাকেজ ৩৫৬০০ টাকা।এতে এলটিসি এবং ইএমআই সুবিধাও পাওয়া যায়। IRCTC পোর্টালে উপলব্ধ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক থেকে EMI সুবিধা নেওয়া যেতে পারে।
কমফোর্ট ক্লাসে (২এসি ক্লাস) এক/দুই/তিন জন একসঙ্গে থাকার প্যাকেজ জনপ্রতি ৩৭২০০ টাকা এবং বাচ্চাদের (৫-১১ বছর) জন্য প্যাকেজ ৩৫৬০০ টাকা।
এতে এলটিসি এবং ইএমআই সুবিধাও পাওয়া যায়। IRCTC পোর্টালে উপলব্ধ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক থেকে EMI সুবিধা নেওয়া যেতে পারে।
বুকিং কীভাবে করা হবে?যাত্রা বুকিং করার জন্য, IRCTC অফিস এবং IRCTC এর সঙ্গে যোগাযোগ করুন যা পর্যটন ভবন, গোমতী নগর, লখনউতে অবস্থিত। ওয়েবসাইটথেকে অনলাইন বুকিংও করা যাবে।
বুকিং কীভাবে করা হবে?
যাত্রা বুকিং করার জন্য, IRCTC অফিস এবং IRCTC এর সঙ্গে যোগাযোগ করুন যা পর্যটন ভবন, গোমতী নগর, লখনউতে অবস্থিত। ওয়েবসাইটথেকে অনলাইন বুকিংও করা যাবে।

IRCTC Foreign Tour: IRCTC-র বিদেশ ট্যুর প্যাকেজ! ইউরোপের স্বপ্নের শহর ভ্রমণ বাজাটের মধ্যেই, রইল টাকার অঙ্ক

প্রতি বছর দেশ থেকে প্রচুর পর্যটক ইউরোপে বেড়াতে যান। ভারতীয়দের অন্যতম প্রিয় গন্তব্য ফ্রান্স, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ আরও অনেক ইউরোপে দেশগুলো। আপনিও যদি ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তাহলে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) আপনার জন্য একটি চমৎকার ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে।
প্রতি বছর দেশ থেকে প্রচুর পর্যটক ইউরোপে বেড়াতে যান। ভারতীয়দের অন্যতম প্রিয় গন্তব্য ফ্রান্স, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ আরও অনেক ইউরোপে দেশগুলো। আপনিও যদি ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তাহলে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) আপনার জন্য একটি চমৎকার ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে।
IRCTC-এর এই প্যাকেজটি ১২ নাইট-১৩ ডেজের৷ এই প্যাকেজে আপনাকে খাবার এবং পানীয় নিয়ে চিন্তা করতে হবে না। যাত্রা শুরু হবে ২৯ মে, ২০২৪ থেকে৷ ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং। IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই ট্যুর প্যাকেজে আপনি জার্মানি, সুইজারল্যান্ড সহ ইউরোপের ৫টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন। এবং সেটা হবে খুবই পকেট ফ্রেন্ডলি৷
IRCTC-এর এই প্যাকেজটি ১২ নাইট-১৩ ডেজের৷ এই প্যাকেজে আপনাকে খাবার এবং পানীয় নিয়ে চিন্তা করতে হবে না। যাত্রা শুরু হবে ২৯ মে, ২০২৪ থেকে৷ ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং। IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই ট্যুর প্যাকেজে আপনি জার্মানি, সুইজারল্যান্ড সহ ইউরোপের ৫টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন। এবং সেটা হবে খুবই পকেট ফ্রেন্ডলি৷
প্যাকেজের নাম- ইউরোপিয়ান এক্সপ্রেস এক্স লখনউ (NLO19)গন্তব্য - প্যারিস (ফ্রান্স), ব্রাসেলস (বেলজিয়াম), জুরিখ (সুইজারল্যান্ড), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), আমস্টারডাম (নেদারল্যান্ডস) 
সফরের সময়- ১৩ দিন/১২ রাত
সফর শুরু- মে ২৯, ২০২৪
ফ্লাইট-ইকোনমি
ব্রেকফাস্ট, দুপুর এবং রাতের খাবার
প্যাকেজের নাম- ইউরোপিয়ান এক্সপ্রেস এক্স লখনউ (NLO19)
গন্তব্য – প্যারিস (ফ্রান্স), ব্রাসেলস (বেলজিয়াম), জুরিখ (সুইজারল্যান্ড), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), আমস্টারডাম (নেদারল্যান্ডস)
সফরের সময়- ১৩ দিন/১২ রাত
সফর শুরু- মে ২৯, ২০২৪
ফ্লাইট-ইকোনমি
ব্রেকফাস্ট, দুপুর এবং রাতের খাবার
প্যাকেজটি শুরু হবে ৩ লক্ষ ০৫,৪০০ টাকা থেকে। আপনি যদি এই প্যাকেজের অধীনে এক ব্যক্তির জন্য বুকিং করেন, তাহলে আপনাকে ৩ লক্ষ,৬৭ হাজার,৪০০ টাকা খরচ করতে হবে। ২ জনের জন্য বুকিং করতে লাগবে  জনপ্রতি ৩লক্ষ ৬ হাজার ১০০ টাকা। ৩ জনের জন্য বুকিং করলে, আপনাকে জনপ্রতি ৩লক্ষ ৫ হাজার ৪০০ টাকা খরচ করতে হবে।
প্যাকেজটি শুরু হবে ৩ লক্ষ ০৫,৪০০ টাকা থেকে। আপনি যদি এই প্যাকেজের অধীনে এক ব্যক্তির জন্য বুকিং করেন, তাহলে আপনাকে ৩ লক্ষ,৬৭ হাজার,৪০০ টাকা খরচ করতে হবে। ২ জনের জন্য বুকিং করতে লাগবে জনপ্রতি ৩লক্ষ ৬ হাজার ১০০ টাকা। ৩ জনের জন্য বুকিং করলে, আপনাকে জনপ্রতি ৩লক্ষ ৫ হাজার ৪০০ টাকা খরচ করতে হবে।
IRCTC-এর এই প্যাকেজটি বুক করার জন্য আপনাকে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। বা প্যাকেজ সম্পর্কিত তথ্যের জন্য, আপনি 8287930922 / 8287930902 নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন।
IRCTC-এর এই প্যাকেজটি বুক করার জন্য আপনাকে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। বা প্যাকেজ সম্পর্কিত তথ্যের জন্য, আপনি 8287930922 / 8287930902 নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন।

IRCTC Rules: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায়? জানুন রেলের নিয়ম

ট্রেনে টিকিট কাটতে চেয়েও বহু মানুষই কনফার্ম টিকিট পান না৷ বিশেষত উৎসব অথবা ছুটির মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে ওঠে৷
ট্রেনে টিকিট কাটতে চেয়েও বহু মানুষই কনফার্ম টিকিট পান না৷ বিশেষত উৎসব অথবা ছুটির মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে ওঠে৷
কিন্তু অনেক সময়ই জরুরি কোনও কারণ অথবা পরিস্থিতিতে কনফার্ম টিকিট কেটেও বাতিল করতে হয় যাত্রীদের৷ কিন্তু অনেকেই জানেন না, কনফার্ম টিকিট বাতিল করলে ঠিক কতটা টাকা ফেরত পাওয়া যাবে৷
কিন্তু অনেক সময়ই জরুরি কোনও কারণ অথবা পরিস্থিতিতে কনফার্ম টিকিট কেটেও বাতিল করতে হয় যাত্রীদের৷ কিন্তু অনেকেই জানেন না, কনফার্ম টিকিট বাতিল করলে ঠিক কতটা টাকা ফেরত পাওয়া যাবে৷
যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে যদি কেউ ফার্স্ট এসি-র টিকিট বাতিল করেন তাহলে টিকিট পিছু ২৪০ টাকা করে কেটে নেওয়া হয়৷
যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে যদি কেউ ফার্স্ট এসি-র টিকিট বাতিল করেন তাহলে টিকিট পিছু ২৪০ টাকা করে কেটে নেওয়া হয়৷
যাত্রার ৪৮ ঘণ্টা আগে সেকেন্ড এসির ক্ষেত্রে ২০০ টাকা এবং থার্ড এসির ক্ষেত্রে ১৮০ টাকা করে কেটে নেওয়া হয়৷ তা বাদেও টিকিটের দাম বাবদ জিএসটি-র টাকাও কাটা হয়৷
যাত্রার ৪৮ ঘণ্টা আগে সেকেন্ড এসির ক্ষেত্রে ২০০ টাকা এবং থার্ড এসির ক্ষেত্রে ১৮০ টাকা করে কেটে নেওয়া হয়৷ তা বাদেও টিকিটের দাম বাবদ জিএসটি-র টাকাও কাটা হয়৷
স্লিপার ক্লাসের টিকিটের ক্ষেত্রে যাত্রার ৪৮ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে টিকিট পিছু ১২০ টাকা করে ফেরত দেওয়া হয়৷ এর নিচু স্তরের কামরার ক্ষেত্রে ৬০ টাকা করে পাওয়া যায়৷
স্লিপার ক্লাসের টিকিটের ক্ষেত্রে যাত্রার ৪৮ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে টিকিট পিছু ১২০ টাকা করে ফেরত দেওয়া হয়৷ এর নিচু স্তরের কামরার ক্ষেত্রে ৬০ টাকা করে পাওয়া যায়৷
আবার যদি কেউ যাত্রা শুরুর চার ঘণ্টা আগে টিকিট বাতিল করেন তাহলে টিকিটের দামের অর্ধেক টাকা কেটে নেওয়া হয়৷
আবার যদি কেউ যাত্রা শুরুর চার ঘণ্টা আগে টিকিট বাতিল করেন তাহলে টিকিটের দামের অর্ধেক টাকা কেটে নেওয়া হয়৷
কিন্তু যদি টিকিট কনফার্ম না হয় এবং যাত্রা শুরুর ৩০ মিনিট আগে কেউ তা বাতিল করে তাহলে টিকিটের পুরো টাকাই ফেরত পাওয়া যায়৷
কিন্তু যদি টিকিট কনফার্ম না হয় এবং যাত্রা শুরুর ৩০ মিনিট আগে কেউ তা বাতিল করে তাহলে টিকিটের পুরো টাকাই ফেরত পাওয়া যায়৷

Rail Ticket: তিন মাস আগে নয় ! ট্রেনে ওঠার কয়েক ঘণ্টা আগেই এই উপায়ে কেটে নিতে পারবেন কনফার্ম টিকিট!

এবার থেকে কোথাও যেতে গেলে তিন মাস আগে নয়, দিনের দিনই নিজের মোবাইল থেকে কেটে ফেলুন রিজার্ভেশন টিকিট অতি সহজেই।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
এবার থেকে কোথাও যেতে গেলে তিন মাস আগে নয়, দিনের দিনই নিজের মোবাইল থেকে কেটে ফেলুন রিজার্ভেশন টিকিট অতি সহজেই।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
ট্রেনে কোথাও যেতে গেলে আমাদের আগে থেকে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট কেটে রাখতে হয়, যাকে বলা হয় রিজার্ভেশন টিকিট
ট্রেনে কোথাও যেতে গেলে আমাদের আগে থেকে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট কেটে রাখতে হয়, যাকে বলা হয় রিজার্ভেশন টিকিট
তবে তিন মাস আগে প্ল্যান করে রিজার্ভেশন টিকিট কাটা অনেক সময় হয়ে ওঠেনা আমাদের। তখন ভরসা করতে হয় তৎকাল টিকিটের ওপর।
তবে তিন মাস আগে প্ল্যান করে রিজার্ভেশন টিকিট কাটা অনেক সময় হয়ে ওঠেনা আমাদের। তখন ভরসা করতে হয় তৎকাল টিকিটের ওপর।
তৎকাল টিকিট অনেক সময় পাওয়া যায় না, কারণে বাধ্য হয়েই আমাদের অতিরিক্ত ভাড়া দিয়ে ফ্লাইটে যাতায়াত করতে হয়। কিংবা প্ল্যান ক্যানসেল করতে হয়।
তৎকাল টিকিট অনেক সময় পাওয়া যায় না, কারণে বাধ্য হয়েই আমাদের অতিরিক্ত ভাড়া দিয়ে ফ্লাইটে যাতায়াত করতে হয়। কিংবা প্ল্যান ক্যানসেল করতে হয়।
তবে দূরপাল্লার বেশ কিছু এক্সপ্রেস ট্রেনে আইআরসিটিসি থেকে ট্রেন ছাড়ার আগে কারেন্ট রিজার্ভেশন বলে বেশ কিছু টিকিট দেওয়া হয় যা অনেকেই জানেন না।
তবে দূরপাল্লার বেশ কিছু এক্সপ্রেস ট্রেনে আইআরসিটিসি থেকে ট্রেন ছাড়ার আগে কারেন্ট রিজার্ভেশন বলে বেশ কিছু টিকিট দেওয়া হয় যা অনেকেই জানেন না।
এই টিকিট একমাত্র আপনারা আইআরসিটিসির মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেন ছাড়ার তিন থেকে চার ঘন্টা আগে থেকে পেতে পারেন।
এই টিকিট একমাত্র আপনারা আইআরসিটিসির মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেন ছাড়ার তিন থেকে চার ঘন্টা আগে থেকে পেতে পারেন।
তবে সব ট্রেনের ক্ষেত্রে কারেন্ট রিজার্ভেশন দেওয়া হয় না কিন্তু বেশ কিছু ট্রেনে এই কারেন্ট রিজার্ভেশন টিকিটের সুবিধা পাওয়া যায়। যা নিজের মোবাইল দিয়ে অতি সহজেই কাটতে পারবেন আপনিও।
তবে সব ট্রেনের ক্ষেত্রে কারেন্ট রিজার্ভেশন দেওয়া হয় না কিন্তু বেশ কিছু ট্রেনে এই কারেন্ট রিজার্ভেশন টিকিটের সুবিধা পাওয়া যায়। যা নিজের মোবাইল দিয়ে অতি সহজেই কাটতে পারবেন আপনিও।

Swiggy: ট্রেনের খাবার না-পসন্দ? IRCTC-র সঙ্গে গাঁটছড়া, এবার ট্রেনের সিটে খাবার পৌঁছে দেবে Swiggy

কথাতেই বলে, আপ রুচি খানা। ফলে, IRCTC যত সুস্বাদু এবং উন্নতমানের খাবারই দিক না কেন, যাত্রীদের যে তা পছন্দ হবেই, এমনটা জোর দিয়ে বলা যায় না। সব দূরপাল্লার যাত্রী যে IRCTC-র খাবার খেয়ে থাকেন, এমনটাও নয়। তাঁরা নিজেদের মতো খাবার সঙ্গে নিয়ে ট্রেনে ওঠেন। তবে, এবার IRCTC এক স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে উল্লেখ করেছে যে যাত্রীদের অধিক পরিতৃপ্ত করতে বান্ডল টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করা হচ্ছে, ফলে, সরাসরি সিটে খাবার পৌঁছে দেবে Swiggy।

সন্দেহ নেই, এই পরিষেবা ভারতীয় রেলের যাত্রীদের সফর আরও সুহানা করে তুলবে। তবে, আক্ষেপের বিষয় এই যে সারা ভারত জুড়ে এখনই এই সুবিধা পাওয়া যাবে না। প্রাথমিক পর্যায়ে বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর আর বিজয়ওয়াড়া স্টেশনেই কেবল এই পরিষেবা লাভ করবেন যাত্রীরা। তাঁদের আগে থেকে অর্ডার করা পছন্দের খাবার আপাতত কেবল এই ৪ স্টেশনেই ট্রেনের কামরায় ডেলিভার করা হবে।

তবে, IRCTC যে প্রথমবার এমন অভিনব পরিষেবা চালু করল, তা কিন্তু বলা যাবে না। ইতিপূর্বে, এই একই লক্ষ্যে Zomato-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল সংস্থা। আর ঠিক একই ভাবে পাঁচটি স্টেশন দিয়ে এই পরিষেবা শুরু হয়েছিল। তারা হল- নয়াদিল্লি, বারাণসী, প্রয়াগরাজ, কানপুর আর লখনউ। Zomato-র পরে এবার Swiggy-র সঙ্গে অংশীদারিত্বের পালা, এই যা তফাত।

এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে যাত্রীরা সরাসরি Swiggy-র অ্যাপ মারফত খাবার অর্ডার করার সুবিধা পাবেন না, তা করতে হবে IRCTC মারফত। IRCTC ই-ক্যাটারিং পোর্টালে গিয়ে পিএনআর নম্বর এন্টার করে খাবার অর্ডার করা যাবে, চাইলে আগে থেকে তার পেমেন্ট করে দেওয়া যাবে, চাইলে ক্যাশ অন ডেলিভারির সুবিধাও নেওয়া যাবে। এর পর নির্দিষ্ট স্টেশনে নির্ধারিত সময়ের মধ্যে সেই যাত্রীর সিটে সরাসরি তাঁর অর্ডার রা পছন্দের খাবার পৌঁছে দেওয়া হবে।

IRCTC: তীর্থযাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ; সস্তায় বৈষ্ণোদেবী দর্শনের জন্য দুর্দান্ত প্যাকেজ চালু করছে আইআরসিটিসি

কলকাতা: যাঁরা বৈষ্ণোদেবী দর্শনে যেতে চান, তাঁদের জন্য বড়সড় সুখবর। আসলে অনেক সময় বৈষ্ণোদেবী যাওয়ার ইচ্ছা থাকলেও কনফার্মড ট্রেনের টিকিট কিংবা সেখানে পৌঁছে উপযুক্ত থাকার জায়গা পাওয়া যায় না। ফলে তীর্থযাত্রীদের জন্য ভারতীয় রেল এখন নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। আর তার অংশ হিসেবেই বৈষ্ণোদেবীর একটা দুর্দান্ত প্যাকেজ নিয়ে আসছে তারা। তবে সবথেকে বড় কথা হল, এই প্যাকেট অত্যন্ত সস্তা। প্রতিদিন মাত্র ১৭০০ টাকা করে খরচ করলেই মিলবে বৈষ্ণোদেবী দর্শনের সুযোগ। এই প্যাকেজের আওতায় এসি-তে আরামে ভ্রমণ করতে পারবেন তীর্থযাত্রীরা এবং সেই সঙ্গে পাঁচতারা হোটেলেই থাকার সুযোগ মিলবে।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) ‘মাতা বৈষ্ণো দেবী’ নামে একটি নতুন প্যাকেজ চালু করেছে। এর আওতায় আগামী ১০ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে দিল্লি থেকে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে পাড়ি দিতে শুরু করবে ট্রেন। যদিও শুধুমাত্র সপ্তাহের ওয়ার্কিং দিনগুলোর জন্যই প্যাকেজটি চালু করা হচ্ছে। ফলে ছুটির দিনগুলিতে করা যাবে না বুকিং। আইআরসিটিসি ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুক করা যাবে টিকিট। এই ট্যুর প্যাকেজ হতে চলেছে তিন রাত চার দিনের। আর যাত্রীরা এই প্যাকেজের আওতায় থার্ড এসি কামরায় চেপে ভ্রমণ করতে পারবেন।

আরও পড়ুন– তিন হাজার বছর পরে এ কী অবস্থা হবে পৃথিবীর…. ‘প্রমাণ’ দেখিয়ে সকলকে সাবধান করছেন টাইম ট্রাভেলার

এর পাশাপাশি এই প্যাকেজের অধীনে আর কী কী থাকছে, সেটাই দেখে নেওয়া যাক। সূত্রের খবর, মাত্র ৬৭৯৫ টাকা খরচ করে হোটেলের একটি ঘরে তিন জন করে থাকতে পারবেন। তবে ২ জন একটি ঘরে থাকতে চাইলে দিতে হবে ১০৩৯৫ টাকা। আর কোনও ঘরে একা থাকতে চাইলে দিতে হবে ১০৩৯৫ টাকা। তবে ধরা যাক, কারও সঙ্গে যদি তাঁদের ৫ থেকে ১১ বছর বয়সী বাচ্চা থাকে, তার জন্য আলাদা বিছানা পেতে মোট খরচ হবে ৬১৬০ টাকা। তবে যদি বাচ্চার জন্য আলাদা করে বিছানার প্রয়োজন না হয়, তাহলে মোট খরচ পড়বে ৫১৪৫ টাকা।

আরও পড়ুন- সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে ভাগ্নির সঙ্গেই বিয়ের পিঁড়িতে; এই পরিচালকের কাণ্ডে বি-টাউনে সমালোচনার ঝড় উঠেছিল

প্রতিদিন নয়াদিল্লি থেকে রাত ১০টা ৪০ মিনিট নাগাদ রওনা দেবে ট্রেনটি। আর তা পরের দিন ভোরবেলা ৫টা নাাগাদ গন্তব্যে পৌঁছে যাবে। এরপরে গাড়িতে কাটরায় পৌঁছবেন যাত্রীরা। আর সেখান থেকেই সরস্বতী ভবনে যাওয়ার জন্য ট্রাভেল স্লিপ নেওয়া হবে। এরপর হোটেলে পৌঁছেই চেক-ইন করতে হবে। সেখানেই প্রাতরাশ সারার পরে গাড়ি নিয়ে যাবে ওয়ানগঙ্গায়। এখান থেকেই উপরে উঠে দর্শন করানো হবে। তারপর রাতে হোটেলে ফেরানো হবে তীর্থযাত্রীদের। সেখানেই রাতের খাবার খাওয়া হবে। এর পরের দিন দুপুর ১২টায় হোটেল থেকে চেক-আউট করে বাসে জম্মুতে নিয়ে যাওয়া হবে তীর্থযাত্রীদের। এই প্যাকেজের আওতায় বৈষ্ণোদেবী দর্শনের পাশাপাশি জম্মুতেও কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হবে। ঘোরা হয়ে গেলে সন্ধ্যাবেলায় তীর্থযাত্রীদের জম্মু স্টেশনে নামিয়ে দেওয়া হবে। সেখান থেকে রাজধানী ধরে তাঁরা দিল্লি ফিরে যেতে পারবেন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট….

#নয়াদিল্লি: লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল ৷ বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ৷

সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে ৷ রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ৷ রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ৷

যাত্রা করার ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ অর্থাৎ ৩০ তারিখ যাত্রা করার থাকলে ২৯ জুন ১০টা থেকে ১১ টার মধ্যে লগইন করতে হবে ৷ মাথায় রাখুন, কয়েক মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায় ৷  যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক ৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না কোনও রিফান্ড ৷