আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইতিহাস আইরিশদের

Ireland vs South Africa: ইতিহাস আয়ারল্যান্ডের, ফের নিজেদের চোকার্স তকমা বজায় রাখল দক্ষিণ আফ্রিকা, অ্যাডেয়ার ভাইদের দারুণ পারফরম্যান্স

আবুধাবি: আয়ারল্যান্ড ক্রিকেট দল ইতিহাস তৈরি করে ফেলল৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের  দ্বিতীয় খেলায় রোমাঞ্চকর জয় পেল তারা৷ ভারতের বিরুদ্ধে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেও ভুল করেছিল প্রোটিয়া টিম৷ এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সেইরকমই ছড়িয়ে ফেলল তারা৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয়ের জন্য তাদের ১২ বলে ২৩ রান দরকার ছিল, ১০ বলে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট খুইয়ে ফেলে এরই সঙ্গে সঙ্গে ম্যাচও হাতের বাইরে চলে যায়৷

দক্ষিণ আফ্রিকার বারবার কোনও চাপের পরিস্থিতি তাড়া করতে গেলেই কেমন দিশেহারা হয়ে যায় এবং তাদের পক্ষে থাকা পরিস্থিতিও হাতছাড়া করে ফেলে৷ যেমন তারা নিজেদের শেষ কয়েকটি ম্যাচেই করেছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও করল৷

এই ম্যাচে পল স্টার্লিং এন্ড কোং রবিবার ২৯ সেপ্টেম্বর আবুধাবিতে রোমাঞ্চক জয় হাসিল করেছিল৷ এদিনের ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে৷ আয়ারল্যান্ডের হয়ে রস অ্যাডেয়ার শতরানের ইনিংস খেলেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল পাঁচটি ৪ ও নয়টি ৬ দিয়ে৷

আরও পড়ুন – Fairly Widespread Rain: ৪৮ ঘণ্টা প্যাচপ্যাচে গরমে ঘামে ভেজা উত্তর থেকে দক্ষিণ, বিদায়ী মৌসুমী বায়ু ফের দেবে ছোবল, রইল ওয়েদার আপডেট

প্রোটিয়াসের হয়ে উইয়ান মালডার ২ টি উইকেট নেন এনগিডি, উইলিয়ামস, কারগের একটি করে উইকেট নেন৷

—- Polls module would be displayed here —-

এই টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল টিম সাউথ আফ্রিকা৷ রিকেলটন ২২ বলে ৩৬ করে আউট হন অন্য ওপেনার ও তিন নম্বরে ব্যাট করতে নামা হেনড্রিক্স ও ব্রিৎজে ৫১ , ৫১ রান করেন৷ এরপরেই পরপর উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা৷

শেষ বারো বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১২ বলে ২৩ রান৷ কিন্তু সেই সময়েই বড় ভুল করে ফেলে তারা৷ শেষ দু ওভারে ৬ উইকেটের পাঁচটি খোয়ায় তারা৷ আর এরই ফলে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ টি টোয়েন্টি ম্যাচ খেলা আয়ারল্যান্ড প্রথমবার কোনও ম্যাচ জিতল৷

এই মুহূর্তে সিরিজ ১-১ ৷ ব্যাট হাতে শতরান করে রস অ্যাডেয়ারের বল হাতে মার্ক অ্যাডেয়ার ৪ উইকেট নিয়ে কামাল করে দেন৷ এছাড়ও আইরিশদের হয়ে গ্রাহাম হিউম ৩ উইকেট নেন৷