আজ সুপ্রিম কোর্টে উঠবে আরজি কর মামলা৷

RG Kar case in Supreme court: শুনানি পিছিয়ে দিলেন প্রধান বিচারপতি, কখন আরজি কর মামলা শুনবে সুপ্রিম কোর্ট?

নয়াদিল্লি: বেলা দুটোর পর সুুপ্রিম কোর্টে শুরু হবে আরজি কর মামলার শুনানি৷ এমনই জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ প্রধান বিচারপতি জানিয়েছেন,তালিকায় থাকা অন্যান্য মামলার শুনানির পর বেলা দুটোর পর থেকে আরজি কর মামলাটি শুনবেন তাঁরা৷

এর আগে যে কদিন আরজি কর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, প্রত্যেকবারই সকালের দিকে মামলাটি শুনেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ গত ২৭ অগাস্ট মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল৷ কিন্তু রাজ্য সরকারের আবেদনে মামলাটি আজ শোনা হবে বলে জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

আরও পড়ুন: দলের চাপেই পিছু হঠবেন রাজন্যা-প্রান্তিক? ‘তিলোত্তমার গল্প’ রিলিজ কি পিছিয়ে যাবে

সুপ্রিম কোর্টে আজকের শুনানিতেই নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ এতদিন নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলায় সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ কিন্তু কয়েকদিন আগেই বিকাশরঞ্জনকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিযুক্ত করেছে নির্যাতিতার পরিবার৷

অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, আজকের শুনানিতে সুপ্রিম কোর্টে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সদর্থক কোনও আশ্বাস বা নির্দেশ না পেলে তারা ফের কর্মবিরতি শুরু করবেন৷ সবমিলিয়ে সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবপক্ষই৷