ইউসুফের সমর্থনে প্রচারের ময়দানে ইরফান

Irfan Pathan In Poll Campaign: ‘আমি ইমোশনাল হয়ে গিয়েছি’, বহরমপুরে প্রচারে এসে কথা দিয়ে গেলেন ইরফান পাঠান

বহরমপুর: দাদার হয়ে বহরমপুরের প্রচারে ইরফান পাঠান৷ বৃহস্পতিবার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে এলেন ভাই ইরফান পাঠান৷ আর জনসমুদ্রের রোড শো-ও করলেন তিনি৷ আর সেখান থেকে বেরিয়েই বহরমপুরের তৃণমূল প্রার্থীর হয়ে বেশ কয়েকটি কথা বললেন তিনি৷ বললেন, ‘আমি নিজে আসবো দাদা কেমন কাজ করছে তা দেখার জন্য। আমি এখানে এসে খুব ইমোশনাল হয়ে গিয়েছি।’ সিএএ এনআরসি নিয়ে প্রসঙ্গ এড়ালেন ইরফান পাঠান। তিনি বললেন, ‘আমি দাদাকে সাপোর্ট দিতে এসেছি। বহরমপুর অনেক ভালবাসা দিচ্ছে দাদাকে।’

এ দিন বহরমপুর লোকসভার বেলডাঙা থেকে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন ইরফান ও ইউসুফ। ফ্যানেদের আবদারও রাখতে দেখা গেল তাঁকে। হুডখোলা গাড়িতে করে দাদার হয়ে প্রচার করেন দুই ভাই৷ ফ্যানেদের আবদার রেখে ব্যাটে অটোগ্রাফও দিলেন তিনি। ইরফান পাঠানকে দেখে অনেকেই ব্যাট বাড়িয়ে দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য। তাঁদের আবদার রাখার পাশাপাশি শুভেচ্ছা ও বিনিময় করলেন দুই ভাই।

৬ কিলোমিটার রোড শো করতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে দুই পাঠান ভাইয়ের। রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় করেন দুই পাঠান ভাইকে দেখতে। আগামী ১৩ মে বহরমপুর কেন্দ্রের লোকসভা ভোট। পাঠানকে নিয়ে এসে কার্যত বহরমপুর কেন্দ্রে চমক দিতে যায় তৃণমূল।