মৃত্য়ুর মুখ থেকে ফিরেছিলেন, সেই ক্রিকেটার ধোনির বোলারদের সর্ষে ফুল দেখালেন!

বিশাখাপত্তনম: দেড় বছর মাঠের বাইরে। মৃত্য়ুর মুখ থেকে ফিরেছিলেন। ক্রিকেটে যে তিনি ফিরতে পারবেন, সেটাই আশা করেননি অনেকে। তবে তিনি ফিরেছেন। সবাইকে অবাক করে ফিরেই ব্যাট হাতে ঝড়ও তুলছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ এবার আলাদা আকর্ষণ। এদিন সেই পন্থ দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক দুর্দান্ত ব্যাটিং করলেন। দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তিনি। প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও পন্থের অর্ধশতকের সুবাদে দিল্লি ৫ উইকেটে ১৯১ রান করে।

আরও পড়ুন- GT vs SRH: এক ম্যাচ দাপটের পরই ‘অস্তমিত’ সানরাইজার্স! ৭ উইকেটে সহজ জয় পেল গুজরাত

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর কঠোর পরিশ্রম করে মাঠে ফিরে এসেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর থেকে ফিরে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। তার পর মাঠে ফেরার কিঠন লড়াই।

রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। পৃথ্বী শ-কে সঙ্গে নিয়ে ডেভিড ওয়ার্নার দুর্দান্ত শুরু করেন। প্রথম উইকেটের পতনের পর মাঠে নামেন ঋষভ। ধীর গতিতে শুরু করেন। এর পর ৩২ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ ৯ বলে ২৮ রান করেন তিনি।

আরও পড়ুন- কেকেআরের নায়ক, ১২ বছর আগে কলকাতাকে চ্যাম্পিয়ন করা ক্রিকেটার ‘উধাও’!

ঋষভ পন্থের ব্যাটিং এবং উইকেটকিপিং তাঁকে এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফেরার রাস্তা করে দিতে পারে। অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের উপর যদিও অনেক কিছু নির্ভর করছে। তবে পন্থ যেভাবে পারফর্ম করছেন তাতে তাঁকে বিশ্বকাপের দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।