কলকাতা: আবার ডার্বি! আবার লড়াই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের। একদিকে চার ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ জিতে লিগ টেবিলে চার নম্বরে থাকা মোহনবাগান, অন্য দিকে চার ম্যাচের সবক’টি হেরে সবার নীচে থাকা ইস্টবেঙ্গল। তবুও ডার্বি মানে ডার্বি যে লড়াইতে কেউ আগেই বা কেউ পরে থাকে না, লড়াই হয় সমানে সমানে।
ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর লড়াই। সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের ভরসা সল ক্রেসপো বললেন, “আগের ম্যাচগুলোই কী হয়েছে সত্যিই মাথায় রাখতে চাই না। ডার্বির জন্য পুরোপুরি ফোকাস রয়েছে, ৩ পয়েন্ট পেতেই হবে”। অর্থাৎ ডার্বি থেকে যে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল শিবির তা অনেকটা স্পষ্ট।
ইস্টবেঙ্গল প্রসঙ্গে মোহনবাগান কোচ মলিনা বলেন, “আমি জানি ইস্টবেঙ্গল শুরুর দিকে ভাল খেলেনি, কিন্তু ডার্বি ডার্বিই। দুটো দলই জিততে নামবে তাই আমাদের পক্ষে কাজটা মোটেও সহজ নয়”।
পাশাপাশি যেই আনোয়ারকে নিয়ে লড়াই চলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে সেই আনোয়ারও ডার্বিতে নায়ক হতে চাইবেন। জবাব দিতে চাইবেন তাকে ঘিরে সমালোচনার।
এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় মোহনবাগান দু’নম্বরে উঠে আসতে পারে, আর ইস্টবেঙ্গলও একেবারে দু’ধাপ এগিয়ে চলে আসতে পারে ১১ নম্বরে। মোহনবাগান কোচ কিন্তু শেষ হাসিতে কে হাসবে মোহনবাগান চার ম্যাচ বাদে লাখ টাকার প্রশ্ন