Tag Archives: derby match

Derby: জোড়া অসির ছোবলে যুবভারতীর রং সবুজ মেরুন! প্রথম ডার্বিতেই দিল জিতলেন ম্যাকলারেন

কলকাতা: দল পালটায়, কোচ বদলায়, ইস্টবেঙ্গলের ভাগ্য আর বদলায় না৷ ফের একটা ডার্বি, এবং সেখানে মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে৷ তবে একই দিনে কার্যত সবুজ-মেরুন সমর্থকদের হৃদয় জিতে নিলেন অসি স্ট্রাইকার ম্যাকলারেন৷

নতুন মরশুম অনেক আশা নিয়ে শুরু করেছিল লাল-হলুদ৷ কোচ কুয়াদ্রাতকে ঘরে স্বপ্ন দেখাও শুরু হয়েছিল৷ কিন্তু আইএসএল শুরু হতেই যে কে সেই৷ ইস্টবেঙ্গল ফের সেই হারের সারণীতে৷ কবে ঘুরে দাঁড়াবে তারা? ঈশ্বরও হয়তো জানেন না৷ ঠিক উল্টো ছবি মোহনবাগানে৷ পালে হাওয়া পেতেই অপ্রতিরোধ্য মোহনবাগান৷ তাদের দুই অস্ট্রেলিয়ান ফুটবলারই লাল-হলুদের কফিনে পেরেক পুঁতে দিলেন শনিবার৷

আরও পড়ুন : ডার্বি মোহনবাগানের, শেষ ৯ টি বড় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল

শনিবারের সন্ধ্যায় ডার্বিতে নামার আগেই অবশ্য সবুজ-মেরুন ব্রিগেডের থেকে মানসিক দিক থেকে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল৷ আর সেটা তাদের খেলাতেও পরিষ্কার৷ মোহনবাগানের লিস্টন, মনবীররা সমুদ্রের ঢেউয়ের মতো আক্রমণ করে যাচ্ছিল একের পর এক৷ কপাল সঙ্গে থাকলে মোহনবাগান আজ আরও বড় ব্যবধানে জিততে পারত৷

অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলেরেন-এর এটাই প্রথম ডার্বি৷ হাই প্রোফাইল প্লেয়ার৷ সুযোগ পেলে চোখ বন্ধ করে গোল করে দিতে পারেন৷ গোটা ম্যাচে সবমিলিয়ে দুটো সুযোগ পেলেন, ঈগলের মতো ছোঁ মেরে একটা গোল করে দিয়ে গেলেন৷ লাল-হলুদের গিল প্রথম পোস্টে দেখে গেলেন৷ তাঁর গোলেই বিরতির আগে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট৷ ম্যাকলারেনের নামের পাশে গোল সংখ্যা দুইও লেখা হতে পারত৷ একটি সুযোগ নষ্ট করলেন৷ ফাঁকায় বল পেলেও লাল-হলুদের গোলকিপার গিলের গায়ে মারলেন তিনি৷

আরও পড়ুন : বিশ্বকাপ ফাইনাল রবিবার! দুই দলের নাম পাকা, ক্রিকেটবিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন

আশা করা হয়েছিল খোঁচা খাওয়া বাঘের মতোই বিরতির পর ফিরবে ইস্টবেঙ্গল৷ তালাল, ক্রেসপো, সৌভিকরা চেষ্টা করলেন৷ কিন্তু গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলল লাল-হলুদ আক্রমণ৷ তালাল টানা চেষ্টা করে গেলন, কিন্তু মোহন প্রাচীরকে টপকাতে পারলেন না৷

মোহনবাগানের দ্বিতীয় গোল দিমি পেত্রাতোসের৷ পেনাল্টি থেকে৷ তবে এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে অবাক হবার থাকবে না৷ প্রথমার্ধের মতোই, সেকেন্ড হাফে একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করলেন কোলাসো এবং মনবীর৷ গোলগুলি হলে আরও লজ্জায় পড়তে হত ইস্টবেঙ্গলের ফুটবলারদের৷

Derby 2024: ডার্বি মোহনবাগানের, শেষ ৯ টি বড় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল

কলকাতা : আইএসএলের প্রথম ডার্বিতে জয় মোহনবাগানের। এদিন আইএসএল এর বড় ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।

এ বারের প্রতিযোগিতায় চারটি ম্যাচ খেলেছে দু’দলই। ইস্টবেঙ্গল এখনও কোনও পয়েন্ট পায়নি। মোহনবাগানের ঘরে ৭ পয়েন্ট।

শেষমেষ এবারের ডার্বি বাগানের, আইএসএলে শেষ ন’টি বড় ম্যাচে জয়ের মুখ দেখল না ইস্টবেঙ্গল।

সবুজ-মেরুন ব্রিগেড আগের ম্যাচেই মহামেডানকে উড়িয়ে উজ্জীবিত ছিল। অন্যদিকে, আইএসএলে টানা চার ম্যাচ হেরে চাপে ছিল লাল-হলুদ। তবে ময়দানে বলা হয়, ডার্বি সবসময়ই সমান-সমান। যুবভারতীতে শেষ পর্যন্ত উৎসব করল মোহনবাগান। মোলিনার মোহনবাগান এদিন পুরো পয়েন্ট তুলল ঘরে। নতুন কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে নেমে ইস্টবেঙ্গললের ডার্বি হার।

এদিন ২-০ গোলে ডার্বি জয় মোহনবাগানের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করলেন ম্যাকলারেন ও দিমিত্রি।

মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, আশিস রাই, শুভাশিস বোস (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন।

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, নন্দ কুমার, ক্লেটন সিলভা (অধিনায়ক), মাদিহ তালাল, ডেভিড।

East Bengal vs Mohun Bagan: শনিবার মেগা ডার্বি! ইস্টবেঙ্গলের কাছে অস্তিত্বরক্ষার লড়াই, মোহনবাগানের কাছে এগিয়ে চলার

কলকাতা: আবার ডার্বি! আবার লড়াই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের। একদিকে চার ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ জিতে লিগ টেবিলে চার নম্বরে থাকা মোহনবাগান, অন্য দিকে চার ম্যাচের সবক’টি হেরে সবার নীচে থাকা ইস্টবেঙ্গল। তবুও ডার্বি মানে ডার্বি যে লড়াইতে কেউ আগেই বা কেউ পরে থাকে না, লড়াই হয় সমানে সমানে।

ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর লড়াই। সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের ভরসা সল ক্রেসপো বললেন, “আগের ম্যাচগুলোই কী হয়েছে সত্যিই মাথায় রাখতে চাই না। ডার্বির জন্য পুরোপুরি ফোকাস রয়েছে, ৩ পয়েন্ট পেতেই হবে”। অর্থাৎ ডার্বি থেকে যে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল শিবির তা অনেকটা স্পষ্ট।

আরও পড়ুন: ইলিশ ধরতে গিয়ে বিপদ! বাংলাদেশে ট্রলার-সহ ধৃত ৪৮ জন ভারতীয় মৎস্যজীবী, বেহাত লাখ লাখ টাকার মাছ

ইস্টবেঙ্গল প্রসঙ্গে মোহনবাগান কোচ মলিনা বলেন, “আমি জানি ইস্টবেঙ্গল শুরুর দিকে ভাল খেলেনি, কিন্তু ডার্বি ডার্বিই। দুটো দলই জিততে নামবে তাই আমাদের পক্ষে কাজটা মোটেও সহজ নয়”।
পাশাপাশি যেই আনোয়ারকে নিয়ে লড়াই চলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে সেই আনোয়ারও ডার্বিতে নায়ক হতে চাইবেন। জবাব দিতে চাইবেন তাকে ঘিরে সমালোচনার।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের নার্কো এবং পলিগ্রাফ নিয়ে বড় সিদ্ধান্ত

এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় মোহনবাগান দু’নম্বরে উঠে আসতে পারে, আর ইস্টবেঙ্গলও একেবারে দু’ধাপ এগিয়ে চলে আসতে পারে ১১ নম্বরে। মোহনবাগান কোচ কিন্তু শেষ হাসিতে কে হাসবে মোহনবাগান চার ম্যাচ বাদে লাখ টাকার প্রশ্ন