পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মধ্যে অন্যতম একটি বড় পুজো হল, কাটোয়া শহর সংলগ্ন যাজিগ্রাম নবোদয় সংঘের দুর্গা পুজো। প্রত্যেক বছর এই ক্লাবের তরফ থেকে অভিনব আকর্ষণ থাকে দর্শনার্থীদের জন্য। সেরকমই এবছরও রয়েছে নতুন চমক। চিনের টেম্পেল অফ হেভেন এর আদলে তৈরি হয়েছে পুজোর প্যান্ডেল। প্লাস্টিকের বোতল এবং তার ঢাকনা দিয়ে তৈরি করা হয়েছে এই পুজো প্যান্ডেলটি। প্লাস্টিকের বোতল এবং তার ঢাকনা ব্যবহার করে এত সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে, যা দেখলে রীতিমত তাক লেগে যাবে।
যাজিগ্রাম নবোদয় সংঘের সদস্য অশোক কুমার হালদার জানিয়েছেন, “চিনের টেম্পল অফ হেভেন এর আদলে তৈরি হয়েছে এই প্যান্ডেল। প্লাস্টিকের বোতল এবং ঢাকনা ব্যবহার করা হয়েছে। প্লাস্টিকের পুনর্ব্যবহার করে, পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।” কাটোয়া শহরের কাছেই রয়েছে এই নবোদয় সংঘ। পুজোর কয়েকটা দিন সবমিলিয়ে লক্ষাধিক মানুষ ভিড় জমান এই জায়গায়। প্রতিমা দর্শনের জন্য দিতে হয় লম্বা লাইন।
আরও পড়ুন : মিঠুন থেকে কাজলও এসেছেন এই রাজবাড়িতে, পুজোতেও কিন্তু রয়েছে বিরাট আকর্ষণ, না গেলে আপনিও মিস করবেন…
এবারেও এই প্যান্ডেল দেখে সাধারণ মানুষ আনন্দিত হবেন বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। সারা বছর বহু মানুষ অপেক্ষায় থাকেন নবোদয় সংঘের এই পুজো দেখার জন্য। একইসঙ্গে যথেষ্ট ব্যস্ততার সঙ্গে দিন কাটে পুজো উদ্যোক্তাদেরও। যাজিগ্রাম নবোদয় সংঘের সদস্য অশোক কুমার হালদার আরও জানিয়েছেন, “সবাই খুব পরিশ্রম করে। পূজো কয়েকটা দিন চরম ব্যস্ততার সঙ্গে এবং আনন্দের সঙ্গে আমরা দিন কাটাই।”
আরও পড়ুন : একই উঠানে হয় সাত দুর্গা প্রতিমার পুজো, আধুনিকতার জৌলুসেও উজ্জ্বল সাবেকিয়ানা
২২ লক্ষ টাকা বাজেটের এই পুজো প্যান্ডেল দেখলে রীতিমত তাক লেগে যাবে। যেমন রয়েছে লাইটিং, ঠিক ততটাই সুন্দর দুর্গা প্রতিমা।পরিবেশের কথা ভেবে, প্লাস্টিক পুনর্ব্যবহার করে প্যান্ডেল তৈরির এই চিন্তা ভাবনা সত্যিই অভিনব।
বনোয়ারীলাল চৌধুরী