মন্ডপের সামনে দাঁড়িয়ে জীবন্ত উট

Durga Puja 2024: দোরগোড়ায় জীবন্ত উট! এই মণ্ডপ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সিন্ধু সভ্যতার হরপ্পা মহেঞ্জোদাড়োয়

রাহী হালদার, হুগলি: বৈদ্যবাটি নার্সারি রোডের দুর্গাপুজো দেখতে এলে ফিরে যেতে হবে ৫০০ বছর পিছনে। কারণ তাদের এই বছরের দুর্গা পুজোর থিম হরপ্পা মহেঞ্জোদাড়ো সভ্যতা। প্রাচীন সভ্যতাকে ফুটিয়ে তোলার জন্য নিপুণ শিল্পকলার ব্যবহার করা হয়েছে। দেশ-বিদেশ থেকে নানা শিল্পী এসে এই মণ্ডপ তৈরিতে হাত লাগিয়েছেন।মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে প্রাচীন কোনও সভ্যতায় চলে এসেছেন।

অবিকল হরপ্পা মহেঞ্জোদাডো় সভ্যতা যেমনটা ইতিহাসের পাতায় আমরা পড়েছি সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয়েছে। পুজো মণ্ডপ নয়, ঠিক যেন মিনিয়েচার হরপ্পা মহেঞ্জোদাড়ো সভ্যতা-দেখে এমনটাই মনে হবে দর্শকদের। মণ্ডপের সবচেয়ে বেশি আকর্ষণ জীবন্ত উট। মণ্ডপের ঢোকার মুখেই রাখা রয়েছে সেই জীবন্ত উটটিকে। প্রাচীন সভ্যতার প্রাগৈতিহাসিক নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী রঙ্গজীব রায়।

আরও পড়ুন : ‘শিব দুর্গা’ সেজেই কাটবে পুজো! পেটের টানে ‘ছিনাথ বহুরূপী’-দের পাড়ি ভিন রাজ্যে

এ বিষয়ে পুজোর উদ্যোক্তারা বলেন, তাঁদের মণ্ডপ তৈরি হয়েছে বালি, ইটের গুঁড়ো, সিমেন্ট দিয়ে। ঠিক যেমনটা হরপ্পা মহেঞ্জোদাড়ো ইতিহাসের ছবিতে দেখা গিয়েছে, তার সবই মিনিয়েচার ফর্মে করা হয়েছে মণ্ডপসজ্জায়। সেই সময় মানুষের যাতায়াতের জন্য বাহন হিসেবে ব্যবহার করতে উটকে। এই কথা মাথায় রেখে মণ্ডপের সামনে রাখা হয়েছে জীবন্ত উট। যা নজর কেড়েছে মণ্ডপে আগত দর্শনার্থীদের।