Italy vs Spain: টাইব্রেকারে জিতে ইউরোর ফাইনালে ইতালি, স্পেনের খেলার প্রশংসা কোচ মানচিনির

লন্ডন: ইউরোপের দুই বিশ্বজয়ী ফুটবল শক্তির মধ্যে ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ মঙ্গলবার রাতে ম্যাচটাও হল তেমনই দুর্দান্ত ৷ নির্ধারিত সময়ে ফলাফল ১-১ থাকার পর ম্যাচের নিষ্পত্তি হল টাইব্রেকারে ৷ আক্রমণ ও ডিফেন্সে দুর্দান্ত ভারসাম্য ও নাছোড় মনোভাব দেখিয়ে ইতালি যেমন ছবির মতো ফুটবল খেলে ফুটবলপ্রেমীদের হৃদয় জিতেছে, তেমনই স্পেন শুরুটা ভাল না করলেও চাপ সামলে কী ভাবে ছন্দে ফিরতে হয়, তা দেখিয়েছে। শেষপর্যন্ত অবশ্য টাইব্রেকারে হার মানতে বাধ্য হন স্প্যানিশরা ৷

টানা ৩৩ ম্যাচ অপরাজিত ইতালি ৷ নিঃসন্দেহে একটা দারুণ রেকর্ড ৷ স্পেনের মতো টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদারদের হারিয়ে ফাইনালে ওঠার পর প্রতিপক্ষের প্রশংসাই শোনা গিয়েছে ইতালির কোচ রবার্তো মানচিনির গলায় ৷ এদিন ম্যাচ শেষে ইতালির কোচ জানান, ‘‘ আমার বিশ্বাস ছিল ইতালিই জিতবে  ৷ কিন্তু এটাও জানতাম যে কাজটা আদৌ সহজ হবে না ৷ জানতাম, স্পেনকে হারাতে হলে আমাদের দারুণ কিছু একটা করতে হবে ৷ কারণ স্পেন এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ৷ ওদের দলে এবার অনেক তরুণ ফুটবলার থাকলেও স্পেন দুর্দান্ত দল ৷ ওদের কোচও খুব ভাল ৷ তাই ম্যাচটা যে কঠিন হতে চলেছে জানতাম ৷ স্পেনকে ‘হ্যাটস অফ’ ! খুব ভাল টিম ওরা ৷ এখন এই জয়ের পর আমাদের সামনে আরও একটা ম্যাচ বাকি ৷ আর ওই ম্যাচেও সেরাটাই দিতে চাই আমরা ৷ ’’