প্রচন্ড গরমে র‍্যাশ, চুলকানি, ঘামাচির সমস‍্যা! এক পাতাতেই হবে কামাল...জেনে নিন পদ্ধতি

Home Remedies: প্রচন্ড গরমে র‍্যাশ, চুলকানি, ঘামাচির সমস‍্যা! এক পাতাতেই হবে কামাল…জেনে নিন পদ্ধতি

দক্ষিণ ২৪ পরগনা: গরমে সাধারণ মানুষ যেভাবে নাজেহাল হয়ে পড়ছে তাদের সাধারণ মানুষ অতিষ্ঠ। গরমের জেরে বাড়ছে ত্বকের সমস‍্যা। গা-হাত-পা অসম্ভব চুলকানির অনুভব হচ্ছে। কখনও দেখা যাচ্ছে লাল হয়ে ঘামাচি হয়ে ‌যাচ্ছে। এই সমস‍্যার খুব সহজ সমাধান রয়েছে বাড়িতেই।

ঘামাচি-সহ ত্বকের সমস‍্যা থেকে সারাতে সেরা উপকরণ হল নিমপাতা। এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে বেশ কয়েকটি নিমপাতা। তারপর সেই নিমপাতা গুলি একটি ব্লেন্ডার মেশিনে দিয়ে ভাল করে পেস্ট করতে হবে এরপর পেস্ট হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ সরষের তেল দিতে হবে তারপর সেই পেস্ট করা নিম পাতা ও সরষের তেলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুুন: রাস্তার ধারে সিগারেট বিক্রি করতেন, হ‍ঠাত্‍ চোখে পড়েন এক অভিনেতার তারপর…এক ঘটনায় পুরো পাল্টে গেল জীবন! জানেন কে এই সুপারস্টার

তারপর সেই নিম পাতা ও সরষের তেল পেস্ট করা অবস্থায় আপনাকে আপনার শরীরে যেখানে যেখানে চুলকানি হচ্ছে সেখানে সেখানে ভাল করে লাগিয়ে দিন।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

তারপর বেশ কিছুক্ষণ পর পরিষ্কার ভাল জল দিয়ে সেই জায়গাটি ধুয়ে ফেলুন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার সেই জায়গায় আর সেভাবে চুলকাচ্ছে না। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আপনিও দেখতে পারেন কয়েক ঘণ্টার মধ্যে চুলকানি থেকে আরাম পাবেন।

সুমন সাহা