ওয়ারশ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷ হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন৷ (Image: PTI)

Modi On Russia-Ukraine Conflict: ‘‘এটা যুদ্ধের সময় নয়’’, ইউক্রেন সফরের আগেই পোল্যান্ড থেকে বার্তা মোদীর

ওয়ারশ: ইউরোপে যুদ্ধের আবহের মধ্যেই পোল্যান্ডে সরকারি সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝেই শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷

তিনি মনে করিয়ে দেন, ‘‘এটা যুদ্ধের যুগ নয়’’৷ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে দু’দিনের ইউক্রেনে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷ তার আগেই এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জারি হল ‘Full Emergency’

প্রায় ৪৫ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে গিয়েছেন৷ ওয়ারশ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷

হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন৷ সেখানেও তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন৷ এই আতিথেয়তার জন্য তিনি পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন৷

আরও পড়ুন: ত্রিপুরায় বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শনে মাণিক সাহা, খতিয়ে দেখলেন ত্রাণের ব্যবস্থা 

সামনেই তাঁর ইউক্রেন সফর৷ তাঁর ঠিক আগে পড়শি দেশে দাঁড়িয়ে তিনি শান্তির বার্তা দিয়েছেন৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেছেন ভারত মনে করে না যুদ্ধের মাধ্যমে কিছু সমাধান সম্ভব৷ আলোচনা ও কুটনীতির মাধ্যমে যুদ্ধের আবহে শান্তি স্থাপন সম্ভব৷

তিনি পোল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে এই প্রসঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন, ‘‘আমাদের অবস্থান খুব স্পষ্ট৷ আমরা কখনওই যুদ্ধকে সমর্থন করি না৷ যুদ্ধ সবসময়ই মানবতার পরিপন্থী আমরা পৃথিবীতে শান্তি-মানবতা স্থাপনে বিশ্বাসী৷ পৃথিবী জুড়ে সংঘাতের আবহে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একজোট হয়ে লড়াই করা জরুরি৷’’