দুর্গাপুজো শেষ হওয়া মানেই জগদ্ধাত্রীপুজোর কাউন্টডাউন শুরু। দুর্গাপুজোর ঠিক এক মাস পর শুরু এই পার্বণ ও পুজো।

Jagaddhatri Puja 2024 Date and Time: চলেই এল এ বছরের জগদ্ধাত্রী পুজো! পরের মাসে কবে এই উ‍ৎসব? জানুন দিনক্ষণ

দুর্গাপুজো শেষ হওয়া মানেই জগদ্ধাত্রীপুজোর কাউন্টডাউন শুরু। দুর্গাপুজোর ঠিক এক মাস পর শুরু এই পার্বণ ও পুজো।
দুর্গাপুজো শেষ হওয়া মানেই জগদ্ধাত্রীপুজোর কাউন্টডাউন শুরু। দুর্গাপুজোর ঠিক এক মাস পর শুরু এই পার্বণ ও পুজো।

 

আশ্বিনমাসের শুক্লাপক্ষে পালিত হয় দুর্গাপুজো। কার্তিক মাসের শুক্লাপক্ষে পূজিত হন দেবী জগদ্ধাত্রী।
আশ্বিনমাসের শুক্লাপক্ষে পালিত হয় দুর্গাপুজো। কার্তিক মাসের শুক্লাপক্ষে পূজিত হন দেবী জগদ্ধাত্রী।
চন্দননগর, ভদ্রেশ্বর, রিষড়া-সহ হুগলির নানা জায়গা এবং নদিয়ার কৃষ্ণনগরে খুবই জাঁকজমক-সহ জগদ্ধাত্রীদেবীর পুজো হয়।
চন্দননগর, ভদ্রেশ্বর, রিষড়া-সহ হুগলির নানা জায়গা এবং নদিয়ার কৃষ্ণনগরে খুবই জাঁকজমক-সহ জগদ্ধাত্রীদেবীর পুজো হয়।

 

এ বছর জগদ্ধাত্রীপুজোর ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর। সপ্তমী এবং অষ্টমী পালিত হবে যথাক্রমে ৮ এবং ৯ নভেম্বর।
এ বছর জগদ্ধাত্রীপুজোর ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর। সপ্তমী এবং অষ্টমী পালিত হবে যথাক্রমে ৮ এবং ৯ নভেম্বর।

 

জগদ্ধাত্রীপুজোর মূল পুজো অনুষ্ঠিত হয় নবমী তিথিতে। এ বছর জগদ্ধাত্রীপুজোর নবমী তিথি পড়েছে ১০ নভেম্বর।
জগদ্ধাত্রীপুজোর মূল পুজো অনুষ্ঠিত হয় নবমী তিথিতে। এ বছর জগদ্ধাত্রীপুজোর নবমী তিথি পড়েছে ১০ নভেম্বর।

 

জগদ্ধাত্রী পুজোর দশমী পড়েছে ১১ নভেম্বর। কিছু জায়গায় ষষ্ঠী থেকে শুরু করে তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজো হয়।
জগদ্ধাত্রী পুজোর দশমী পড়েছে ১১ নভেম্বর। কিছু জায়গায় ষষ্ঠী থেকে শুরু করে তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজো হয়।

 

আবার কিছু জায়গায় শুধুমাত্র নবমী তিথিতে বাকি সব তিথির পুজো একসঙ্গে পালিত হয়।
আবার কিছু জায়গায় শুধুমাত্র নবমী তিথিতে বাকি সব তিথির পুজো একসঙ্গে পালিত হয়।