লাগবে মাত্র ৭টা ইট, তাহলেই ঘর হবে বরফের মতো ঠান্ডা; নেটিজেনরাও বলছেন, ‘গরীবের এসি’ (Image- Social Media)

লাগবে মাত্র ৭টা ইট, তাহলেই ঘর হবে বরফের মতো ঠান্ডা ! নেটিজেনরাও এর প্রশংসা করেছেন

জয়পুর: কথায় আছে, ‘প্রয়োজনীয়তাই হল উদ্ভাবনের জননী’। আসলে যখনই মানুষের কিছু প্রয়োজন হয়েছে, তখন তাঁরা সেই জিনিসটা আবিষ্কার করে নিয়েছেন। রান্নাবান্নার জন্য আগুন জ্বালাতে যখনই সমস্যা হয়েছে, তখনই গ্যাস সিলিন্ডার এবং স্টোভ তৈরি করা হয়েছে। ঠিক তেমন ভাবেই সারা বিশ্বে উষ্ণতার মাত্রা যে হারে বেড়েছে, তাতে জীবনযাপন করাই দায়। ফলে বাজারে এসেছে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র।

আরও পড়ুন– কেটে গিয়েছে ১৮ বছর, অথচ এই রোম্যান্টিক থ্রিলারটি এখনও রাজত্ব করছে ভক্তদের মনে; দেখতে হলে ঢুঁ মারতে হবে ওটিটি-তে

আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব উষ্ণায়নের জেরে তেতেপুড়ে ওঠা গরম অসহনীয় হয়ে উঠছে। ফ্যানের হাওয়াতেও মিলছে না কোনওরকম স্বস্তি। অনেকেরই এসি কেনার ক্ষমতা রয়েছে, তো আবার দরিদ্রদের এসি কেনার ক্ষমতাই নেই। ফলে গরমটা তাঁদের জন্য বড় সমস্যা ডেকে আনছে। তো এই পরিস্থিতিতে কী করণীয়? যাঁদের এসি কেনার ক্ষমতা নেই, তাঁরা জুগাড় বা অস্থায়ী উপায় অবলম্বন করছেন গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় এমনই এক জুগাড়ু এসি-র ভিডিও ভাইরাল হয়েছে।এখনও পর্যন্ত এসি-র ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য একাধিক রকম জুগাড়ের কথা হয়তো আমরা শুনেছি। তবে এখন যেটা বলতে চলেছি, সেটা সবার সেরা। আর এটা বেশ সহজও বটে! নেটিজেনরাও এই আইডিয়া বেশ পছন্দ করেছেন।

আরও পড়ুন-রাজনৈতিক অস্থিরতা থেকে অমানবিক যুদ্ধে সব শেষ, রইল বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা

 

View this post on Instagram

 

A post shared by Akshay Deshpande (@adpdeshpande)

আর এই জুগাড়ু এসি তৈরি করার জন্য লাগবে একটি টেবিল ফ্যান এবং সাতটি ইট। এ আবার কেমন এসি? হ্যাঁ ঠিকই শুনেছেন! মাটির তৈরি ইটই এই অস্থায়ী এসি-র প্রধান উপকরণ। এটি তৈরি করার জন্য একটি টেবিল ফ্যানের সামনে সাতটি ইট সাজিয়ে রাখতে হবে। আর তার উপরে জল ছিটিয়ে দিতে হবে। এবার ভেজা ইটের উপর দিয়ে যখন হাওয়া চলাচল করবে, তখন গোটা ঘরটাই পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় এহেন জুগাড়ের ভিডিও শেয়ার করা হয়েছে। যাঁরা প্রচুর খরচের ভয়ে এসি নিতে পারছেন না, তাঁদের জন্য এটা দুর্দান্ত বিকল্প। ঘরটা সম্পূর্ণ রূপে ঠান্ডা হয়ে যাবে। আর এই উপায়ের জন্য বিশেষ কাঠখড়ও পোড়াতে হবে না। এই জুগাড়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেটিজেনরা। প্রচুর নেটিজেন লিখেছেন যে, “প্রখর তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য এটাই একমাত্র বিকল্প।”