উত্তরবঙ্গ উত্তরের পুজোয় বাড়ছে থিম-এর ঝলক, দেখার মতো মণ্ডপ চারপাশে Gallery October 9, 2024 Bangla Digital Desk পাটকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব কাল্পনিক মন্দির এবং কালচারাল ক্লাবের এবারকার থিম আদি যোগী। ময়নাগুড়ির ইয়ুথ ক্লাব ও পাঠাগারের এবারকার থিম” লৌকিকতা”সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তাদের এই মণ্ডপসজ্জা। ধুপগুড়ি র মিলন সংঘ ক্লাব ও পাঠাগারে এবার থিম মোবাইলে বিপন্ন শৈশব। নেতাজি মোহিতনগর ক্লাব ও পাঠাগার ক্লাব। এবারের থিম “বিশ্ব উষ্ণায়ন”। ময়নাগুড়ি র নতুন পাড়া সর্বজনীন দূর্গা পুজা কমিটির এবারের থিম জলই জীবন। জল কীভাবে অপচয় হচ্ছে বা কীভাবে সঞ্চয় করা যায় তা তুলে ধরেছে তারা। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী পূজার মধ্যে আরেকটি পুজো করে সেবা গ্রাম। তাদের এবার থিম “ইন্ডিয়া গেট”। জলপাইগুড়ির সেরা পুজোর আরেকটি পুজো হল আসাম মোর সর্বজনীন দূর্গা পূজা কমিটি তাদের এ বছর থিম হল “চাইনা হতে উমা”। নেতাজি মোহিতনগর ক্লাব ও পাঠাগার ক্লাব। এবারের থিম” বিশ্ব উষ্ণায়ন”। জলপাইগুড়ির আট দশটা বড় পুজোর মধ্যে অন্যতম পুজো হল জাগ্রত সংঘ ক্লাব ও পাঠাগার। তাদের এ বছর থিম- বিশ্ব শান্তি।