সুজয় ঘোষ, দার্জিলিং: নতুন জামাকাপড় পরে রাস্তায় ঠাকুর দেখতে বহু মানুষের ভিড়। কিন্তু ঠাকুর দেখা হবে আর খাওয়া দাওয়া হবে না, তা তো হয় না। সেই জন্য এই দুর্গাপুজোয় খাওয়া-দাওয়ায় থাকছে বিশেষ ধামাকা। জানলে চমকে যাবেন আপনি।
বাঙালি মানেই ভোজনরসিক। এবার দুর্গাপুজোয় দার্জিলিং জেলার শিব মন্দিরের কম্বো নিয়ে এসেছে নতুন ধামাকা। জানলে চমকে যাবেন আপনি। এক প্লেট ফ্রায়েড রাইস কিনলেই সঙ্গে চিলি চিকেন ফ্রি। এছাড়াও রয়েছে কাস্টমাইজ করার সুযোগ। নিজের পছন্দমতো নিজেই নিজের খাবারকে সাজিয়ে নিতে পারেন।
আরও পড়ুন : নিবেদন করা হয় মাংস, পোড়া মাছ, পান্তা ভাত! জঙ্গলে ৫০০ বছরের প্রাচীন কনকদুর্গার মন্দিরে শারদোৎসব
এই প্রসঙ্গে খাবার বিক্রেতা শংকর সরকার বলেন ‘‘একদম স্বল্প খরচে দুর্গাপূজায় পেট পুজো। সকলের জন্য একদম সাধ্যের মধ্যে মাত্র ষাট টাকায় মিলে যাবে চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস। সব মিলিয়ে দুর্গাপুজোয় ঘোরার পাশাপাশি জমজমাটি খাওয়া-দাওয়া।’’