জলকষ্ট

Jalpaiguri News: ঠান্ডা পানীয়র কারখানা নিয়ে নিচ্ছে জল! জলকষ্টে ভুগছে বাসিন্দারা! তুমুল বিক্ষোভ এলাকায়

জলপাইগুড়ি: মেঘলা আকাশের সঙ্গে ঝোরো হাওয়া থাকলেও বৃষ্টির দেখা নেই জলপাইগুড়িতে। আর যার ফলেই জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় দেখা গিয়েছে তীব্র জলসংকট। ঠিক তেমনি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বাসিন্দারা ভুগছেন পানীয় জলের সমস্যায়। তবে প্রাকৃতিক কারনে নয়, বাসিন্দাদের অনুমান বেলাকোবার রানীনগর শিল্প তালুকে একাধিক ঠান্ডা পানীয় কোম্পানি থাকার দরুণ এই সমস্যা সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, একাধিক কোম্পানির প্রোডাক্ট তৈরিতে ভূগর্ভস্থের প্রচুর নিচ থেকে প্রচুর জল তোলা হচ্ছে। আর যার ফলে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের রানীনগর, চেওড়াপাড়া, বামন পাড়ার মতো একাধিক গ্রামের কুয়োর অবস্থা কাঠ। সোমবার তাই রানীনগর পানীয় কোম্পানির সামনে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামের বাসিন্দারা। দাবি একটাই, পানীয় জলের ব‍্যবস্থা করতে হবে।

আরও পড়ুন:বাইরে হলুদ ভেতরে লাল, চেনা এই ফল যেন অচেনা! স্বাস্থ্যগুণে ঠাসা, দৃষ্টিশক্তি মজবুত করে, বলুন তো কোন ফল?

এই মর্মে কোম্পানিতে একটি ডেপুটেশন দিয়েছেন বলেও গ্রামবাসিদের দাবি। এদিকে সমস্যার বিষয়টি স্বীকার করে নেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানও। তিনিও প্রতিবাদে শামিল হয়েছেন। তাঁর বক্তব্য, এই পানীয় কোম্পানির জন্য জলের সমস্যা সৃষ্টি হয়েছে। তবে তিনি এ বিষয়ে জেলা শাসক এবং পানীয় কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন দেখার আদৌও জলের সমস্যা সমাধান হয় কিনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে