হাতির আক্রমণে মৃত্যু

Jalpaiguri News: গরু চড়াতে গিয়েছিলেন…বাড়ি ফেরা হল না যুবতীর! জঙ্গলের ভিতরে চরম সর্বনাশ

জলপাইগুড়ি: গরু চড়াতে গিয়ে বাড়ি ফেরা হল না এক যুবতীর! হাতির আক্রমণে মৃত্যুর মুখে ঢলে পড়ল জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সি এক যুবতী। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। ঠিক কী হয়েছিল?

জানা গিয়েছে, এদিন গরু চড়াতে বাইরে যেতেই ঘটে বিপত্তি। ২৪ বছর বয়সি বিউটি রায় নামের ওই যুবতী গরু নিয়ে চড়াতে যাওয়ার সময় আচমকাই পেছনে দিক দিয়ে আঘাত হাতে পূর্ণবয়স্ক একটি জংলি হাতি। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয় বিউটির। ঘটনাটি ঘটে জলপাইগুড়ির বৈকন্ঠপুর বনবিভাগের অন্তর্গত নৌধাবাড়ি এলাকায়।

আরও পড়ুন: ছাতু দিয়েও করা যায় বাস্তু প্রতিকার! জানতেন? কাটে যাবতীয় গ্রহদোষ..আসে শান্তি, টাকা! বলছেন জ্যোতিষাচার্য

একেই বন্য প্রাণীদের অহরহ আক্রমণে আতঙ্কেই দিন কাটাতে হয় জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। যখন তখন লোকালয়ে চিতাবাঘ, হাতির মত বন্য প্রাণীর আনাগোনা লেগেই থাকে। বাসস্থানের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে ফসলের ক্ষেতের ক্ষয়ক্ষতি, এমনকি মৃত্যু ভয় নিয়ে দিন কাটাতে হয় এলাকাবাসীদের।

বন দফতরের কাছে বারংবার আবেদন জানানোর পরেও এবং বনদফতরের নজরদারির পরেও বন্য প্রাণীর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না এলাকার মানুষেরা। ক’দিন পরপরই বন্যপ্রাণীর হানায় প্রাণহানির খবর উঠে আসে সংবাদের শিরোনামে।

আরও পড়ুন: কোনটা হিমসাগর, কোনটা ল্যাংড়া, কোনটাই বা ফজলি! আম দেখে কী ভাবে চিনবেন কোনটা কোন জাতের? ঠকবেন না, জেনে নিন সহজ টিপস

এদিনের হঠাৎ ঘটা এই অপ্রীতিকর ঘটনায় বনকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। খানিকক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ শুরু হয় এলাকা জুড়ে। এলাকাবাসীদের অভিযোগ বনদফতরের কাছে বারংবার অভিযোগ জানানোর পরেও হাতির আক্রমণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে এলাকায়।

সুরজিৎ দে