দিঘায় পর্যটকদের সমুদ্র স্নান

Digha Tourism: দিঘায় কাতারে কাতারে লোকজন, ভোটের আবহে হোটেল উপচে পড়ছে, তারপর

দিঘা: ভোট উৎসবের মাঝেও দিঘায় পর্যটকের ঢল। দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। কিন্তু এই লোকসভা নির্বাচন পর্বে দিঘায় পর্যটকের কার্যত ঢল নেমেছে। সপ্তাহের মাঝামাঝিতেও বহু সংখ্যক মানুষ ভিড় করেছে দিঘায়। চলতি বছর গ্রীষ্মকালীন দিঘায় পর্যটকের রেকর্ড।

খুশির হাওয়া হোটেল ব্যবসায়ী থেকে দিঘার দোকানদারদের মধ্যে। বাংলার ঋতুচক্রে এমন কোনও ঋতুকাল নেই যে সময়ে দিঘায় পর্যটকের দেখা মেলে না। প্রতিটি রীতিতে দিঘায় পর্যটকের ভিড় দেখা যায়। চলতি বছর গ্রীষ্মকালে দিঘায় রীতিমতপর্যটকের ঢল নেমেছে। যা বিগত কয়েক বছরের গ্রীষ্মকালে দিঘায় আসা পর্যটকের সংখ্যার কয়েক গুণ বেশি।

আরও পড়ুন – Histtorical Tourist Spot: পাথরের উপর পাথর দিয়ে তৈরি, যেন ইতিহাস বই উঠে এল, জানেন কোথায় আছে এই বিশেষ ইমারত?

বঙ্গ জুড়ে তীব্র গরম। আর গরম থেকে স্বস্তি পেতে বহু মানুষ পাড়ি জমিয়েছে দিঘা সমুদ্র সৈকতে। সাধারণত দিঘায় প্রতি ছুটির দিন বা সপ্তাহের শেষে শনি রবিবার পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু চলতি বছর গ্রীষ্মকালে সপ্তাহের সব দিনেই পর্যটকের ভিড় করার মতদিঘা সমুদ্র সৈকতে। সপ্তাহ শুরুর দিন কিংবা সপ্তাহের মাঝামাঝি সব দিনই সমুদ্রস্নানে পর্যটকদের ভিড় চোখে পড়ার মত।

১৭ মে শুক্রবার দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় ছিল উপচে পড়া। মূলত কোন বছরই দিঘায় গ্রীষ্মকালে এরকম পর্যটকদের ভিড় দেখানো যায় না বলে জানায় হোটেল ব্যবসায়ী থেকে দিঘার দোকানদারেরা। কিন্তু এবছর যেন উল্টো পুরাণ সোমবার থেকে রবিবার কোনওদিনই দিঘায় পর্যটকের ছাড় নেই। এ বিষয়ে দিঘা শংকরপুর হোটেল ইয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, চলতি বছর গ্রীষ্মে দিঘায় রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়। অন্যান্য বছর গ্রীষ্মকালে দিঘায় পর্যটক এলেও এত মানুষের ঢল নামে না। এবছর ভোট থাকা এর সত্ত্বেও দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে গ্রীষ্মে।

দিঘার দোকানদাররা মনে করছেন গরমের কারণে স্কুল-কলেজ ছুটি রয়েছে। আর তীব্র গরমের দক্ষিণবঙ্গবাসী নাজেহাল তাই মুক্তি পেতে দিঘা সমুদ্র সৈকতে ছুটে আসছেন বহু সংখ্যক মানুষ। এর ফলে তাদের ব্যবসা-বাণিজ্য ভালো হচ্ছে। সব মিলিয়ে ভোটের বাজারে দিঘায় পর্যটকের জোয়ার নামায় খুশি হোটেল ব্যবসায়ী থেকে দিঘার দোকানদারেরা।

Saikat Shee