ষষ্ঠীর ভিড় তারাপীঠ মন্দিরে

Birbhum News: ষষ্ঠীতে ফলের ডালা সাজিয়ে মেয়ে-জামাই নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো! উপচে পড়া ভিড়

বীরভূম: বাঙালির নানা পার্বণের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হল জামাইষষ্ঠী। এটি বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। এই দিনে বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়।জামাইষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার-অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই উৎসব পালন করেন শাশুড়িরা।শুধুমাত্র জামাইদের জন্যই যে ষষ্ঠী হয়ে থাকে সেটা কিন্তু নয়। বাড়ির মায়েরা তার ছেলের মঙ্গল কামনাই এই ষষ্ঠী পালন করে থাকেন।

জামাইষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি। এরপর মঙ্গল কামনায় তেল-হলুদের ফোঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে বলতে হয় ‘ষাট-ষাট-ষাট’। এরপর জামাইকে মাথায় ধান- দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা। সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল। যদিও বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তরাঁতে আয়োজন হচ্ছে, বিশেষ জামাইষষ্ঠী। আর সকলে সেখানেই আদরে- যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে।বাঙালি সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের। ভিন্ন ধরনের মরসুমি ফল, মিষ্টি সহযোগে জামাইভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে।

আরও পড়ুন: কাশিমবাজার রাজবাড়িতে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের গাড়ি! কোন অতিথির পদার্পণ

আরও পড়ুন: মাত্র ১ মিনিটে ২.৫ হাজার রসগোল্লা! জামাইষষ্ঠীর জন্য হাবড়ার এই দোকানে মোট কটা মিষ্টি বানানো হল জানেন!

আর ঠিক সেই মতোই আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পাশেই অবস্থিত ষষ্ঠী তলায় মা ষষ্ঠীর কাছে উপস্থিত হচ্ছেন মেয়ে-জামাই এবং মেয়ের মা। তেল হলুদের ফোঁটা সহযোগে ডালি সাজিয়ে ফল নিয়ে মেয়ের বৈবাহিক জীবনের সুখ শান্তির কামনায় মা ষষ্ঠীর পাশাপাশি মা তারার মন্দিরে পুজো দিচ্ছে সকলে। ষষ্ঠী উপলক্ষে পর্যটকদের সংখ্যা কম থাকলেও স্থানীয় এলাকার বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

একদিকে যখন ষষ্ঠী তলায় চলছে ষষ্ঠী পুজো, অন্য দিকে মা তারার মন্দিরও সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তারাপীঠ এলাকার স্থানীয় বাসিন্দা সুজাতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, প্রত্যেক বছর তিনি তাঁর মেয়ের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর কাছে পুজো দিতে আসেন। তবে গত বছর ডিসেম্বর মাসে তার মেয়ের বিয়ে হয়েছে তাই প্রথম নতুন জামাইকে নিয়ে ফল সাজিয়ে সকালবেলাতে মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন।

সৌভিক রায়