Assembly Elections 2024 Dates: অবশেষে ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে, দিল্লি থেকে দিন ঘোষণা কমিশনের, ভোট হরিয়াণাতেও

নয়াদিল্লি: ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে এই প্রথম বিধানসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে ২০২৪ এ দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ জানানো হল জম্মু ও কাশ্মীরে তিন দফায় এবং হরিয়াণায় এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভোট৷ ফলপ্রকাশ ৪ অক্টোবর৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘‘২০২৪ এর লোকসভা নির্বাচন বিশ্বস্তরে আয়োজিত নির্বাচনের অনুরূপ৷ এটি সফল এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ কোনও রকম হিংসাত্মক ঘটনা ছাড়াই গণতান্ত্রিক ভাবে বিশ্বস্তরে আদৃত হয়েছে গণতন্ত্র৷’’

এরপরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনের আয়োজন নিয়ে কথা বলতে শুরু করেন রাজীব কুমার৷ জানান, নির্বাচনের আগেই সে জম্মু ও কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন৷ তারা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব নির্বাচন করানোর ইচ্ছাপ্রকাশ করেছে৷

আরও পড়ুন: পিএইচডি করেও এ কী করছেন কাশ্মীরের যুবক! শিক্ষা দফতরের কর্মীকে দেখে চোখে জল সকলের

জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় ভোট হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ১ অক্টোবর৷ এই তিন দফায় মোট ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে৷ তার মধ্যে ৭৪টি জেনারেল, তফশিলি জাতি সংরক্ষিত ৭টি আসন এবং তফশিলি উপজাতি সংরক্ষিত ৯টি আসনে ভোট হবে৷

জম্মু ও কাশ্মীরে মোট ভোটার সংখ্যা ৮৭.০৯ লক্ষ৷ তার মধ্যে ৪৪.৪৬ লক্ষ পুরুষ, ৪২.৬২ লক্ষ মহিলা৷ ৩.৭১ লক্ষ প্রথম ভোটার৷ নবীন ভোটারের সংখ্যা ২০.৭ লক্ষ৷

আগামী ১৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ অগাস্ট৷

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

অন্যদিকে, হরিয়াণায় এক দফাতেই বিধানসভার ভোটগ্রহণ পর্বের সমাধা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ ৯০ আসনের হরিয়াণায় ভোট হবে ১ অক্টোবর৷ উভয় জায়গাতেই ফল ঘোষণা ৪ অক্টোবর৷

জম্মু ও কাশ্মীরের ভোট এক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখছে অবশ্যই৷ কেন্দ্র কতটা সুষ্ঠু ভাবে এই ভোটপর্ব সমাধা করতে পারে, সেটাই একটা চ্যালেঞ্জ৷ অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ভোটের তারিখ ঘোষণার পরে বলেন, ‘‘আমি নির্বাচনে লড়তে চাই না৷ তবে দল চাইছে৷ আমরা কথা বলে বিষয়টিতে সিদ্ধান্ত নেব৷’’

চলতি বছরেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷