ব্যবধান মাত্র এক সপ্তাহের! ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Japan Earthquake: ব্যবধান মাত্র এক সপ্তাহের! ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপান:  ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের একাধিক অংশ। রিখটার স্কেলে এর তীব্রতা ৬.০। এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। জানা গিয়েছে, জাপানের হোনশুর পশ্চিম উপকূলবর্তী অঞ্চল কেঁপে উঠেছে ভূমিকম্পে।

প্রসঙ্গত, ১ জানুয়ারিও জাপান ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৬। সেই ভূমিকম্প অবশ‍্য সুনামির আকার নেয়। প্রায় ১২ জনের মৃত‍্যুর খবর পাওয়া গিয়েছিল৷ ক্ষয়ক্ষতির মাত্রাও ছিল প্রবল।

আরও পড়ুন:  নৃশংস মা! ৪ বছরের ছেলেকে খুন করে ব‍্যাগে ভরে…মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল দেশ

উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও তারপর সুনামি আছড়ে পড়ে জাপানে। ২০১১ সালের ১১ মার্চ জাপানের হোনশু দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে ৯.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷

জাপানে সেই সময় সবচেয়ে বড় বিধ্বংসী সুনামি ধেয়ে আসে৷ ভয়ঙ্কর সুনামিতে ১৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়৷ বছরের পয়লা দিনের বিপর্যয়ে সেই স্মৃতি মনে পড়তেই বাড়ছে বিরাট আতঙ্ক৷