কুলতলীর নির্যাতিতার পরিবার নবান্নে

Jaynagar Incident: ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ, কুলতলির কন্যাহারা পরিবার এবার নবান্নে

জয়নগর: কুলতলীর নির্যাতিতার পরিবার এবার নবান্নে। ৯ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে। তা নিয়ে গত কয়েকদিন যাবৎ রাজ্য রাজনীতি সরগরম। আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সেই পরিবারই এসে পৌঁছল নবান্নে। কুলতলির বিধায়কের সঙ্গেই তাঁরা নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।

প্রসঙ্গত, ৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের শিশুর দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় স্থানীয় এক যুবককে। শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা জয়নগর-কুলতলী এলাকা। পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। সবমিলিয়ে চরম উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: বিশ্বের ‘কোন’ ৩ জনের কখনও ‘পাসপোর্ট’ লাগে না বলুন তো…? উত্তর শুনলেই চমকাবেন, শিওর!

আরজিকর কাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে তুমুল প্রতিবাদ আন্দোলের মধ্যেই পুজোর মুখে নতুন করে ঝড় তুলেছে এই জয়নগর কাণ্ড। ঘটনার পরে, বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা নিশ্চিত করা হবে। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির সাজা হয়েছে। আমি চাই জয়নগরের ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে আদালত ফাঁসির অর্ডার দিক।”