RR vs KKR, Jos Buttler : জস দ্য বস! বিধ্বংসী বাটলারে প্রথম ইনিংসের শেষেই হারের ভ্রুকুটি নাইটদের

মুম্বই: টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু প্রথম থেকেই ব্রেবর্ণের পিচে নাইট বোলারদের বিরুদ্ধে ঝড়ের গতিতে শুরু করলেন জস বাটলার এবং দেবদত্ত পাড়িকাল। বাটলার মাভি, উমেশ যাদব, প্যাট কামিন্সদের বিরুদ্ধে খুনে মেজাজে মারতে থাকলেন। কেকেআর বোলাররা বুঝতে পারছিলেন না কোথায় বল ফেলবেন।

পেসার, স্পিনার কেউ রেহাই পেলেন না। ক্লাব স্তরে নামিয়ে আনলেন কামিন্সদের। ছক্কা যেন মেরিন ড্রাইভে গিয়ে পড়ছিল। মুম্বই ইন্ডিয়ান্সর বিরুদ্ধে এবারের আইপিএলে শতরান করেছিলেন বাটলার। মনে হচ্ছিল কেকেআরের বিরুদ্ধে আবার শতরান করা সময়ের অপেক্ষা। সেটাই করলেন। ৫৯ বলে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় শতরান ইংরেজ তারকার। শেষ পর্যন্ত প্যাট কামিন্স ফিরিয়ে দিলেন বাটলারকে। কিন্তু ততক্ষণে রানের পাহাড় তৈরি করেছে রাজস্থান।

দেবদত্ত (২৪) বোল্ড হলেন নারিনের বলে। ১৯ বলে ৩৮ করে আউট হলেন সঞ্জু স্যামসন। উইকেট নিলেন রাসেল। হতে পারত জয়ের হ্যাটট্রিক। সে জায়গায় হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে নাইটরা। দলের এই পদস্খলনে হিসেব কিছুতেই মেলাতে পারছেন না কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। একটা সময় মনে হচ্ছিল, অ্যারন ফিঞ্চ দলে যোগ দিলে নাইট রাইডার্সের ব্যাটিং মজবুত হবে। মিটবে ওপেনিং জুটির সমস্যা।

কিন্তু গত ম্যাচে অজি তারকাটি খেললেও বড় রান পাননি। ফলে সমস্যা থেকেই গিয়েছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে না পারলে, সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও বিপদে পড়বে নাইট রাইডার্স, জানা ছিল। একটা সময় পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল নাইট রাইডার্স। নামতে নামতে শ্রেয়সরা এখন ষষ্ঠ স্থানে। সেই তুলনায় বেশ ভালে জায়গায় রাজস্থান রয়্যালস।

বিগত কয়েক বছরের ব্যর্থতা ভুলে সঞ্জু স্যামসনরা এবার খেতাবি লড়াইয়ে দারুণভাবে রয়েছেন। পাঁচটি খেলে তিনটিতে জিতে রাজস্থান রয়েছে চতুর্থ স্থানে। নাইটদের হারাতে পারলে আরও উত্থান ঘটবে তাদের। শেষ পর্যন্ত হেটমায়ার, অশ্বিন, করুন নাযার মিলে স্কোরবোর্ডে ২১৭ রান তুললেন। এবারের আইপিএলে এটাই সর্বোচ্চ রান।