চলছে যাত্রাপালা নটী বিনোদিনী 

South 24 Parganas News : ‌যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে মঞ্চে নামলেন পুরসভার ভাইস চেয়ারম্যান

জয়নগর: হারিয়ে ‌যাওয়া যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখা চেষ্টা জয়নগরে।জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে যাত্রা শিল্পী সমন্বয়ের পরিচালনায় হয়ে গেল নটী বিনোদিনী যাত্রা পালার মধ্য দিয়ে। এদিনের যাত্রাপালার শুভ সূচনা করেন জয়নগরের স্থানীয় বিধায়ক।

সারা রাজ্যেই লোক শিল্পীদের উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ তারই রেশ ধরে রাখতে যাতে যাত্রাপালা হারিয়ে না যায় সেই কথা মাথায় রেখে জয়নগর যাত্রাশিল্পী সমন্বয় এবার মঞ্চস্থ করল নটী বিনোদিনী যাত্রা পালা। জয়নগর এলাকার শিল্পীদের নিয়ে এই নটী বিনোদিনী যাত্রা পালা মঞ্চস্থ হল জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে।

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা, জেলেই থাকছেন কেজরিওয়াল! রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও খারিজ

বহুকাল পর এলাকার মানুষ ভাল একটি যাত্রাপালা উপভোগ করলেন। তার উপর এলাকার ভাইস চেয়ারম্যান অভিনয় দেখে সকলেই মুগ্ধ হয়ে যান। এই যাত্রাপালাটি পরিচালনা করেন বিপুল বরণ হালদার। নটী বিনোদিনী যাত্রা পালা ঠাকুর রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন শেখর চক্রবর্তী৷

এই যাত্রাপালায় কুমার বাহাদুরের চরিত্রে অভিনয় করছেন জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথিন মণ্ডল । জয়নগর যাত্রা শিল্পী সমন্বয়কে সাধুবাদ জানিয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন , যাত্রাশিল্প প্রায় অবলুপ্তির পথে৷ তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে সেখানে। জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের এই অভিনব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।প্রতিবেশী শিল্পীদের অভিনয় দেখতে এদিন শিবনাথ শাস্ত্রী সদনে দর্শক আসন সংখ্যা ছিল পরিপূর্ণ।

সুমন সাহা