আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার দ্রুত ন্যায় বিচার ও মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে প্রতিবাদ আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা।

Junior Doctors: ‘এবার শাসক ভয় পাবে!’ সোমবার রাত থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা? তুমুল শোরগোল

কলকাতা: হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে, তা দেখার পরই ফের সোমবার বিকেল থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। অন্যদিকে, সাগর দত্ত মেডিক‍্যাল কলেজে যেমন কর্মবিরতি চলছে তেমনটাও চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

শনিবার জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে রাজ্যকে, সেটাও মানা হচ্ছে না।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটে যুক্ত জুনিয়র ডাক্তাররাও? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

জুনিয়র ডাক্তারদের দাবি, সাগর দত্তের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা এখনও নেই। তাঁদের কথায়, ”আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আমাদের শুনতে হল আবার অভয়া করে দেব। থ্রেট কালচারকে উপড়ে ফেলার জন্য আমরা দাবি তুলেছিলাম। কিন্তু দিকেদিকে শাসক দলের নেতা, স্বাস্থ্য সিন্ডিকেটের নানা মাথার হুঁশিয়ারি দিচ্ছে, এই সব সাহস কোথা থেকে পাচ্ছে?”

জুনিয়র চিকিৎসকরা বলেন, ”রবিবার রিলে মশাল মিছিল হবে। আরজি করের চিকিৎসক খুন, সাগর দত্তের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করা হবে। আর মহালয়াতে হবে মহামিছিল। আমাদের আন্দোলন যা হবে এবার শাসক এবার ভয় পাবে।”