ছোট ছোট রকেট তৈরি করেছে শিশুরা 

Murshidabad News: খুদে বিজ্ঞানীদের কেরামতি! চন্দ্রযান ৩ মডেল নির্মাণ করে চমক

মুর্শিদাবাদ: খুদে পঞ্চাশজন বিজ্ঞানীর হাতে তৈরি হল চন্দ্রযান ৩। তার মধ্যে কোনওটা আবার অভিনব কৌশলে নিচে থেকে উপরে উঠে যাচ্ছে। কোনওটা আবার বিদ্যালয়ের ছাদ ছুঁয়ে যাওয়ার উপক্রম। এমন অভিনব কর্মযজ্ঞ বেলডাঙা চক্রের প্রত্যন্ত গ্রামের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের। ভারতের চন্দ্রযান ৩,সফল অবতরণ একবছর পূর্ণ হয়েছে ইতি মধ্যেই।

এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তের তত্ত্বাবধানে শিশুদের চন্দ্রযান ৩ মডেল তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এবাং ৫০ টির বেশি মডেল তৈরি করে শিশুরা। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানালেন, সফল উৎক্ষেপণের পিছনে রয়েছে ২৫ জন বঙ্গ সন্তানের অদম্য কৃতিত্ব। তারমধ্যে চন্দ্রযান প্রজেক্টের ডেপুটি ডাইরেক্টর তুষার কান্তি দাস আমাদের বেলডাঙার সন্তান।

আরও পড়ুন:অরিজিৎ-এর লেখা গান ঘুরছে মুখে মুখে, জিয়াগঞ্জে তাঁর বাড়ির সামনে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে যুব সমাজ

২০২৩ সালে ১৪ জুলাই শুক্রবার নির্ধারিত সময় দুপুর দুটা বেজে ৩৫ মিনিটে এল ভি এম থ্রি রকেট কমলা সাদা ধোঁয়ার মধ্য দিয়ে চাঁদের মাটির স্পর্শের লক্ষ্যে রওনা দেয়। চন্দ্র অবতরণের ক্ষেত্রে আমেরিকা রাশিয়া চীনের পর চতুর্থ দেশ হিসাবে ভারত সফলভাবে চাঁদের মাটিতে পা রেখেছে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠানো আর আমাদের নতুন প্রজন্মের কাছে মহাকাশ গবেষণার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয়ের এমন উদ্যোগে শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বেই বলে মনে করছেন অভিভাবকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী