কলাকৃতি অ্যাওয়ার্ডসের সিজন ১ এবং সিজন ২-এর তুমুল সাফল্যের পরে এবার কলাকৃতি অ্যাওয়ার্ডস সিজন ৩-এর পালা। থাকতে চলেছে আরও বড়সড় এবং জোরদার চমক।

Kalakriti Awards Season 3: সেপ্টেম্বরেই কলাকৃতি অ্যাওয়ার্ডস সিজন ৩; খ্যাতনামা ব্যক্তিত্ব আর তারকাদের হই-হুল্লোড়ে জমে গেল প্রি-লঞ্চ পার্টি

কলাকৃতি অ্যাওয়ার্ডসের সিজন ১ এবং সিজন ২-এর তুমুল সাফল্যের পরে এবার কলাকৃতি অ্যাওয়ার্ডস সিজন ৩-এর পালা। থাকতে চলেছে আরও বড়সড় এবং জোরদার চমক।
কলাকৃতি অ্যাওয়ার্ডসের সিজন ১ এবং সিজন ২-এর তুমুল সাফল্যের পরে এবার কলাকৃতি অ্যাওয়ার্ডস সিজন ৩-এর পালা। থাকতে চলেছে আরও বড়সড় এবং জোরদার চমক।
চলতি বছর সেপ্টেম্বর মাসে জয়পুরের এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এ বসতে চলেছে গ্র্যান্ড ফিনালে অ্যাওয়ার্ডস নাইট।
চলতি বছর সেপ্টেম্বর মাসে জয়পুরের এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এ বসতে চলেছে গ্র্যান্ড ফিনালে অ্যাওয়ার্ডস নাইট।
ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে কার্টেন রেজার পার্টি। দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে আয়োজন করা হয়েছিল জমকালো এই পার্টির। ছিল এলাহি ককটেল এবং ডিনারের আয়োজন।
ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে কার্টেন রেজার পার্টি। দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে আয়োজন করা হয়েছিল জমকালো এই পার্টির। ছিল এলাহি ককটেল এবং ডিনারের আয়োজন।
পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক তারকা। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেছেন কলাকৃতি অ্যাওয়ার্ডস প্রেজেন্টার ও কিউরেটর তথা উড়ান গ্রুপের সিইও রিঙ্কি অমর, এই ইভেন্টের প্রেজেন্টিং স্পনসর্স অজয় শর্মা, জিএসএম গ্রুপের মিস্টার ও মিসেস আগরওয়াল, স্বভূমি এন্টারটেনমেন্ট গ্রুপের বিখ্যাত চিকিৎসক ডা. প্রবীর ভৌমিক প্রমুখেরা।
পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক তারকা। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেছেন কলাকৃতি অ্যাওয়ার্ডস প্রেজেন্টার ও কিউরেটর তথা উড়ান গ্রুপের সিইও রিঙ্কি অমর, এই ইভেন্টের প্রেজেন্টিং স্পনসর্স অজয় শর্মা, জিএসএম গ্রুপের মিস্টার ও মিসেস আগরওয়াল, স্বভূমি এন্টারটেনমেন্ট গ্রুপের বিখ্যাত চিকিৎসক ডা. প্রবীর ভৌমিক প্রমুখেরা।
এর পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং টিনসেল টাউনের তারকারাও। যোগ দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজা চন্দ, শুভ্রজিৎ মিত্র, মানসী সিনহা, অনির্বাণ চক্রবর্তী, বাপ্পা, প্রযোজক ডা. প্রবীর ভৌমিক, নীরজ তাঁতিয়া, ফিরদৌসল হাসান, শুভঙ্কর মিত্র, অভিনেতা রিচা শর্মা, তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, রেজওয়ান, পায়েল মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, রানা বসু ঠাকুর এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সাররা।
এর পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং টিনসেল টাউনের তারকারাও। যোগ দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজা চন্দ, শুভ্রজিৎ মিত্র, মানসী সিনহা, অনির্বাণ চক্রবর্তী, বাপ্পা, প্রযোজক ডা. প্রবীর ভৌমিক, নীরজ তাঁতিয়া, ফিরদৌসল হাসান, শুভঙ্কর মিত্র, অভিনেতা রিচা শর্মা, তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, রেজওয়ান, পায়েল মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, রানা বসু ঠাকুর এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সাররা।
উড়ান গ্রুপের সিইও এবং এই অ্যাওয়ার্ডের কিউরেটর রিঙ্কি অমর জানিয়েছেন যে, তিনি উত্তরাধিকারকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এইভাবে জয়পুরের দ্য এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এর কলাকৃতি অ্যাওয়ার্ডসকে পরবর্তী উচ্চতর স্তরে নিয়ে যেতে আগ্রহী। সেই সঙ্গে সারা দেশ থেকে সকলের যোগদান এবং আন্তর্জাতিক পার্টনারদের অংশগ্রহণকে ঘিরে তিনি যথেষ্ট আশাবাদী।
উড়ান গ্রুপের সিইও এবং এই অ্যাওয়ার্ডের কিউরেটর রিঙ্কি অমর জানিয়েছেন যে, তিনি উত্তরাধিকারকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এইভাবে জয়পুরের দ্য এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এর কলাকৃতি অ্যাওয়ার্ডসকে পরবর্তী উচ্চতর স্তরে নিয়ে যেতে আগ্রহী। সেই সঙ্গে সারা দেশ থেকে সকলের যোগদান এবং আন্তর্জাতিক পার্টনারদের অংশগ্রহণকে ঘিরে তিনি যথেষ্ট আশাবাদী।
এমনকী, কলকাতার সমস্ত সাপোর্টিং পার্টনার এবং জয়পুরের স্পনসরদেরও ধন্যবাদ জানিয়েছেন। আর প্রি-লঞ্চ পার্টিতে খ্যাতনামা অতিথিরা উপস্থিত থাকার ফলে আপ্লুত বোধ করছেন বলেও জানান তিনি।
এমনকী, কলকাতার সমস্ত সাপোর্টিং পার্টনার এবং জয়পুরের স্পনসরদেরও ধন্যবাদ জানিয়েছেন। আর প্রি-লঞ্চ পার্টিতে খ্যাতনামা অতিথিরা উপস্থিত থাকার ফলে আপ্লুত বোধ করছেন বলেও জানান তিনি।
প্রি-লঞ্চ পার্টিতে যোগ দিতে উত্তর ভারত থেকে এসেছিলেন অজয় শর্মা।
প্রি-লঞ্চ পার্টিতে যোগ দিতে উত্তর ভারত থেকে এসেছিলেন অজয় শর্মা।
আর কলকাতার উষ্ণতা এবং আতিথেয়তা পেয়ে আপ্লুত তিনি। এমনকী কলাকৃতি অ্যাওয়ার্ডসের সঙ্গে যুক্ত থাকতে পেরেও গর্বিত অজয় শর্মা। আবার বিশ্ব চিকিৎসক দিবসের মতো একটা তাৎপর্যপূর্ণ দিনে প্রি-লঞ্চ অনুষ্ঠান উদযাপিত হওয়ায় নিজের আনন্দ প্রকাশ করেছেন ডা. প্রবীর ভৌমিক। সকলকে শুভেচ্ছা জানান এবং রিঙ্কি অমরকেও অভিনন্দন জানিয়েছেন।
আর কলকাতার উষ্ণতা এবং আতিথেয়তা পেয়ে আপ্লুত তিনি। এমনকী কলাকৃতি অ্যাওয়ার্ডসের সঙ্গে যুক্ত থাকতে পেরেও গর্বিত অজয় শর্মা। আবার বিশ্ব চিকিৎসক দিবসের মতো একটা তাৎপর্যপূর্ণ দিনে প্রি-লঞ্চ অনুষ্ঠান উদযাপিত হওয়ায় নিজের আনন্দ প্রকাশ করেছেন ডা. প্রবীর ভৌমিক। সকলকে শুভেচ্ছা জানান এবং রিঙ্কি অমরকেও অভিনন্দন জানিয়েছেন।
এই অনুষ্ঠান উদযাপন উপভোগ করেছেন সকল অতিথিই এবং জয়পুরে কলাকৃতি অ্যাওয়ার্ডসের গ্র্যান্ড ফিনালের জন্য আয়োজকদের শুভেচ্ছাও জানিয়েছেন।
এই অনুষ্ঠান উদযাপন উপভোগ করেছেন সকল অতিথিই এবং জয়পুরে কলাকৃতি অ্যাওয়ার্ডসের গ্র্যান্ড ফিনালের জন্য আয়োজকদের শুভেচ্ছাও জানিয়েছেন।