Tag Archives: Award

Starlight Award 2024: এ যেন তারকাদের চাঁদের হাট, এক সুতোয় গাঁথার অভিনব প্রয়াস ‘স্টারলাইট অনন্য সম্মান’

কলকাতা: শহরের বুকে অনুষ্ঠিত হয়ে গেল স্টারলাইট অনন্য সম্মান অ্যাওয়ার্ডঅনুষ্ঠান। এক মঞ্চে, এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাননীয় রাজ্যপাল ‘সি ভি আনন্দ বোস’এর পাঠানো বার্তা পাঠের মাধ্যমে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষন কেড়েছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা টেলি অভিনেত্রী পায়েল সরকার। এক সুতোয় গাঁথার অভিনব প্রয়াস স্টারলাইট অনন্য সম্মান। আর, তাঁর সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন’ সেই ভাবনাকে বাস্তব রুপ দিয়েছে। তুলে ধরেছেন এমন সব অসামান্য প্রতিভাদের, যাদের কথা অধিকাংশ ক্ষেত্রেই অজানা থেকে যায়। লোকচক্ষুর অন্তরালে থাকা সেই ব্যক্তিত্বদের উৎসাহ দেওয়া ছিল ‘স্টারলাইট‌ অনন্য সম্মান’ এর মূল উদ্দেশ্য।

রাজনৈতিক ও বিনোদনের আলোর ভিড়ে সাধারণ মানুষের অসাধারন গল্প তুলে ধরেছে পায়েল সরকার অর্গানাইজেশন। তাঁর ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকারা। তালিকায় ছিলেন মমতা শঙ্কর, গৌতম ঘোষ, অনামিকা সাহা, ঋষি কৌশিক, সোমা ব্যানার্জী, সুমিত গাঙ্গুলি, নয়না গাঙ্গুলি, তৃণা সাহা, সোমা ব্যানার্জি, অন্বেষা হাজরা সহ প্রমুখরা। এছাড়া, সোহম চক্রবর্তীর তরফ থেকে ছিল শুভেচ্ছা বার্তা। অতিথি তালিকার মতো এদিনের অনুষ্ঠানের তালিকাতেও ছিল চমক।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

তারকাদের পাশাপাশি সম্মান জানান হয় সেই অসাধারন প্রতিভাদের। তাদের প্রত্যেককে বিশিষ্ট সম্মানে সম্মানিত করা হয়। তাদের নানা রকম আর্থিক এবং জরুরী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী পায়েল ও তাঁর সংস্থা। তাঁর এই উদ্যোগ একটি দৃষ্টান্ত মূলক প্রয়াস। রাজনৈতিক মহল থেকে বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সকলেই সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

অভিনেত্রী পায়েল সরকার জানিয়েছেন, তিনি ‘স্টার লাইট অন্যন্য সম্মান’ এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করতে পেরে উচ্ছসিত। আগামিতেও এই উদ্যোগ নিতে চান অভিনেত্রী। এই বিশেষ প্রয়াস সম্পর্কে জানতে চাইলে পায়েল জানান ‘ সেই সব মানুষদের সামনে আনতে চাই। তাঁরা বাস্তব জীবনে আদতেই হিরো। এই পুরস্কারের যোগ্য অধিকারী তাঁরা। তাদের মঞ্চে সম্মান জ্ঞাপনের উদ্যোগের নাম স্টার লাইট অনন্য সম্মান।’

PC Chandra Group Award Ceremony: ৮৫তম প্রতিষ্ঠা দিবস, চন্দ্রযান-৩ মিশনের নায়ক ISRO প্রধান বিজ্ঞানী এস সোমনাথকে পুরস্কারে ভূষিত করল পিসি চন্দ্র গ্রুপ

কলকাতা: সম্প্রতি পিসি চন্দ্র গ্রুপের বার্ষিক জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। একত্রিশতম বর্ষে পড়ল এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই বছরের পিসি চন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ড. এস সোমনাথ।
ভারতের চন্দ্রযান-৩ মিশনের পিছনে বিশেষ কৃতিত্ব রয়েছে তাঁর। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পিসি চন্দ্র জুয়েলার্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  অমিতাভ চন্দ্র, পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র, পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী এ.কে চন্দ্র, বিশিষ্ট বিজ্ঞানী শ্রী সোমনাথ এস এবং পিসি চন্দ্র জুয়েলার্সের ডিরেক্টর উদীপ্ত চন্দ্র এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
ডঃ এস সোমনাথ একজন বিশিষ্ট বিজ্ঞানী (এপেক্স গ্রেড) এবং ইসরো-এর মহাকাশ বিভাগের চেয়ারম্যান। তাঁর ৩৮ বছরের কর্মজীবনে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে অনন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মহাকাশবিজ্ঞানী। সোমনাথ চন্দ্রায়ন লঞ্চ এর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের ভূমিকা পালন করেছেন। সচিব হিসাবে, তিনি জাতীয় মহাকাশ নীতির পরিচালনা করেছিলেন। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে  প্রথম সৌরযান আদিত্য এল-১ মিশনের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সাফল্য অর্জন করেন। তাঁর নেতৃত্বে দুটি নতুন উৎক্ষেপণ যান – স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এবং টেস্ট ভেহিকল ভারতে চালু করা হয়েছিল এবং মিশনগুলি সফলভাবে সম্পন্ন হয়েছিল।
এস সোমনাথের নেতৃত্বে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিক্যালের সফল অবতরণ পরীক্ষাটি ভারতের জন্য নিঃসন্দেহে আরেকটি বড় মাইলস্টোন ছিল। এই পুনঃপ্রবেশকৃত উইংড বডির স্বায়ত্তশাসিত অবতরণ প্রদর্শন বিশ্বের খুব কম দেশই সম্পন্ন করেছে।
২০১৮ সালের গোড়া থেকেই বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালক, এবং ইসরো -এর প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন সোমনাথ।  তাঁর নেতৃত্ব ভিএসএসসি প্যাড অ্যাবর্ট টেস্ট অর্থাৎ প্যাট, জিএসএলভি এম কে-৩ / চন্দ্রায়ন ৩  এর উৎক্ষেপণের মতোই উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছে।
এর আগে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার-এর পরিচালক ছিলেন এই মহাকাশবিজ্ঞানী।  যেখানে তিনি সিএ ২০ ক্রায়োজেনিক ইঞ্জিন এবং সি২৫ এর নেতৃত্ব দিয়েছিলেন যার তত্ত্বাবধানে জিএসএলভি এমকে-৩ ডি-১ ফ্লাইটে সফলভাবে উৎক্ষেপণ করানো হয়েছিল। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এবং ভারতের অ্যারোনটিক্যাল সোসাইটি, অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস, ইন্ডিয়ার ফেলো এবং ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাস্ট্রোনটিক্স এর একজন সদস্য  ছিলেন এস সোমনাথ।
পিসি চন্দ্র গ্রুপ ১৯৯৩ সাল থেকে এই বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করে চলেছে। পিসি চন্দ্র গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত পূর্ণচন্দ্র চন্দ্রর স্মৃতিতে এই বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে আসছে গত ত্রিশ বছর ধরে। বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বদের এই পুরস্কার দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে মান্না দে (১৯৯৩) এর পরে প্রফেসর ইউ আর রাও (১৯৯৪), শ্রী সুনীল এম গাভাস্কার (১৯৯৫), শ্রীমতি পি.টি.  উষা (২০০৪), শ্রী মৃণাল সেন (২০০৪), গুলজার সাব (১৯৯৭), ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব (২০০২), শ্রীমতি  অঞ্জু ববি জর্জ (২০০৭), শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায় (২০১১), শ্রীমতি হেমা মালিনী (২০১৩), পণ্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া (২০১৪), ড. কে. রাধাকৃষ্ণান (২০১৫), গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ (২০১৬), নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী  (২০১৭), ড. দেবী শেঠি (২০১৯), শ্রী কপিল দেব (২০২১), ওস্তাদ আমজাদ আলী খান (২০২২), ম্যারি কম (২০২৩)।
 উক্ত অনুষ্ঠানে পি.সি.  চন্দ্র জুয়েলার্স-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, শ্রী অমিতাভ চন্দ্র বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা পিতা প্রয়াত শ্রী পূর্ণ চন্দ্র চন্দ্রের স্মরণে আমাদের বার্ষিক পুরষ্কার অনুষ্ঠান পালন করে থাকি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের প্রবীণ এবং বহুমুখী কিংবদন্তিদের সম্মান করার সুযোগ পেয়ে থাকি আমরা।  এই বছর আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি ভারতের একজন সেরা বিজ্ঞানীকে অভিনন্দন জানাতে পেরে।  ডক্টর, এস সোমনাথ ভারতের মহাকাশ অভিযানকে গৌরবের শিখরে নিয়ে গিয়েছেন। আমরা নিশ্চিত যে ইসরো তার তত্ত্বাবধানে সাফল্যের শিখরে পৌঁছে যাবে।  আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকল উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিদেরও যাঁরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।’

Filmfare Awards Bangla 2024 :জোর টক্কর অরিজিৎ-অনুপমের, ফিল্মফেয়ারে মনোনীত সৌমিতৃষাও! দেখে নিন ফিল্মফেয়ারে মনোনয়নের চমক লাগানো তালিকা

কলকাতা: ভাল কাজের জন্য পুরস্কার পেতে কার না ভাল লাগে। আর অভিনয়ের ক্ষেত্রে যে সব পুরস্কারের নাম মাথায় আসে তার মধ্যে অন্যতম হল ‘ফিল্মফেয়ার’। বলিউডের সেরা পুরস্কারগুলির মধ্যে অন্যতম ফিল্মফেয়ার। তবে কয়েক বছর হল বাংলার ছবির কলাকুশলীদের জন্য এই জন্যও এই পুরস্কারে আয়োজন করা হয়।

এবছরও তার ব্যতিক্রম নয়, চলতি মাসের ২৯ তারিখ ‘ফিল্মফেয়ার বাংলার’ আসর বসবে শহরের এক পাঁচতারা হোটেলে। তবে তার আগে প্রকাশ্যে এল নমিনেশনের তালিকা।

নমিনেশনের তালিকায় দেবের সিনেমা প্রধান ও বাঘাযতীন তো রয়েছেই। পাশাপাশি তিনিও নিজেও আছেন তালিকায়। তবে এখানেই শেষ নয়, আসল চমক হল সেরা নবাগতা অভিনেত্রীর তালিকায় রয়েছেন দেবের ‘প্রধান’-এর সহ-অভিনেত্রী সৌমিতৃষা ও দেবের ‘বাঘাযতীন’-এর নায়িকা সৃজা দত্তও। সেরা গায়ক হিসেবে টক্কর দিচ্ছেন অরিজিৎ-অনুপমের। সব মিলিয়ে তালিকাতে রয়েছে বিরাট চমক। বাংলা বিনোদন জগতের সব তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী থেকে গায়ক গায়িকা কারা কারা রয়েছেন তালিকায় দেখে নিন।

সেরা ছবি
কাবুলিওয়ালা
প্রধান
বাঘাযতীন
রক্তবীজ
অর্ধাঙ্গিনী
দশম অবতার

সেরা পরিচালক
অরুণ রায় (বাঘাযতীন)
অতনু ঘোষ (শেষ পাতা)
অভিজিৎ সেন (প্রধান)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধ্বাঙ্গিনী)
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ)
সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
সুমন ঘোষ (কাবুলিওয়ালা)

সেরা ছবি (সমালোচকদের মতে)
মায়ার জঞ্জাল
নীহারিকা
পালান
শেষপাতা
শহরের উষ্ণতম দিনে

সেরা অভিনেতা
অনির্বাণ চক্রবর্তী
দেব
জিৎ
মিঠুন চক্রবর্তী
পরমব্রত চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সেরা অভিনেতা (সমালোচকদের মতে)
অঞ্জন দত্ত
মিঠুন চক্রবর্তী
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ঋত্বিক চক্রবর্তী
শিলাজিৎ মজুমদার
সুব্রত দত্ত

সেরা অভিনেত্রী
চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
জয়া আহসান (দশম অবতার)
কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি)
ঋতাভরী চক্রবর্তী(ফাটাফাটি)
শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা অভিনেত্রী (সমালোচকদের মতে)
অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা)
অপি করিম (মায়ার জঞ্জাল)
গার্গী রায়চৌধুরী (শেষ পাতা)
মমতা শঙ্কর (পালান)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

সেরা সহ-অভিনেতা
অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী)
অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার)
অনির্বাণ চক্রবর্তী (প্রধান)
যিশু সেনগুপ্ত (দশম অবতার)
কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা)

সেরা সহ-অভিনেত্রী
অনসূয়া মজুমদার (রক্তবীজ)
অপরাজিতা আঢ্য (চিনি ২)
জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
মল্লিকা মজুমদার (নীহারিকা)
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)

সেরা অ্যালবাম
অর্ধাঙ্গিনী (অনুপম রায়)
দশম অবতার (অনুপম রায়)
কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত)
মায়াকুমারী (বিক্রম ঘোষ)
মিথ্যে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য ঋত)
শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী)

সেরা গান
অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার)
অনুপম রায়- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান)
কৌশিক গঙ্গোপাধ্যায়- আমি আর ও (পালন)
ঋতম সেন- জানি অকারণ (ফাটাফাটি)

সেরা পার্শ্ব গায়ক
অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার)
অনুপম রায়- ফিরে এসো (প্রধান)
অরিজিৎ সিং- ভাব যদি (কাবুলিওয়ালা)
অরিজিৎ সিং- জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট)
ইশান মিত্র ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান)
মাহতিম সাকিব- তুমি জানতেই পারো না (চিনি ২)
রূপম ইসলাম- শেষ বলে কিছু আসে কি (শেষ পাতা)

সেরা পার্শ্ব গায়িকা
অবর্ণা রায়- মলয় বাতাসে (নীহারিকা)
অন্তরা মিত্র- জানি অকারণ (ফাটাফাটি)
অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী- নাক্কু নাকুর না যাও ঠাকুর (রক্তবীজ)
ইমন চক্রবর্তী- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)

সেরা অরিজিনাল গল্প
অতনু ঘোষ (শেষ পাতা)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
কৌশিক গঙ্গোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)
নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন (রক্তবীজ)

সেরা চিত্রনাট্য

অতনু ঘোষ (শেষ পাতা)
ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা (মায়ার জঞ্জাল)
সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)

সেরা নতুন অভিনেত্রী
সৌমিতৃষা কুণ্ডু (প্রধান)
শ্রীজা দত্ত (বাঘা যতীন)
তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

সেরা নতুন পরিচালক
অরিত্র সেন (ঘরে ফেরার গান)
পরমা নেওটিয়া (মিথ্যে প্রেমের গান)
শ্রীজাত (মানবজমিন)
সুমন্ত্র রায় (ঘাসজমি)।

Grammy Awards 2024: জাকির হুসেন, শঙ্কর মহাদেবন…! গ্র্যামি পুরস্কারের মঞ্চে ভারতেরই জয়গান, ঘরে এল ৩টি গ্র্যামি

কলকাতাঃ সম্প্রতি অনুষ্ঠিত হল ৬৬-তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেন ভারতেরই জয়গান হল। কারণ ভারতের ঝুলিতে এল তিনটি গ্র্য়ামি। ভারতের ফিউশন ব্যান্ড শক্তি পুরস্কার জিতল ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য। আর এর জন্য একসঙ্গে কাজ করেছেন জন ম্যাকলাফলিন, জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, ভি সেলভাগণেশ এবং গণেশ রাজাগোপালন। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে সেটি। শক্তি ছাড়াও ভারতের রাকেশ চৌরাসিয়া দু’টি পুরস্কার জিতেছেন — গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এবং কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম। গ্র্যামি ২০২৪-এ ভারতের তো জয়জয়কার হয়েছেই, তবে বড় পুরস্কার জয় করেছেন মাইলি সাইরাস এবং টেলর স্যুইফট।

গ্র্যামি ২০২৪-এর সম্পূর্ণ বিজয়ীর তালিকা:
রেকর্ড অফ দ্য ইয়ার
“ওয়ারশিপ”, জন বাতিস্ত
“নট স্ট্রং এনাফ”, বয়জিনিয়াস
“ফ্লাওয়ার্স”, মাইলি সাইরাস — বিজয়ী
“হোয়াট ওয়াজ আই মেড ফর?”, বিলি আইলিশ
“অন মাই মামা”, ভিক্টোরিয়া মোনে
“ভ্যাম্পায়ার”, অলিভিয়া রডরিগো
“অ্যান্টি-হিরো”, টেলর স্যুইফট
“কিল বিল”, এসজেডএ

আরও পড়ুনঃ এই প্রথমবার! বিধবা পাচারের মতো বিষয় নিয়ে আসছে ‘সাদা রঙের পৃথিবী’, রয়েছে বিরাট চমক

অ্যালবাম অফ দ্য ইয়ার:
ওয়ার্ল্ড মিউজিক রেডিও, জন বাতিস্ত
দ্য রেকর্ড, বয়জিনিয়াস
এন্ডলেস সামার ভেকেশন, মাইলি সাইরাস
ডিড ইউ নো দ্যাট দেয়ার’জ আ টানেল আন্ডার ওশান ব্যুলভার্ড, লানা দেল রে
দ্য এজ অফ প্লেজার, জ্যানেল মোনেই
গাটস, অলিভিয়া রডরিগো
মিডনাইটস, টেলর স্যুইফট
এসওএস, এসজেডএ

সং অফ দ্য ইয়ার:
“এঅ্যান্ডডব্লিউ”, জ্যাক অ্যান্তোনফ, লানা দেল রে এবং স্যাম ডিউ, গীতিকার (লানা দেল রে)
“অ্যান্টি-হিরো”, জ্যাক অ্যান্তোনফ এবং টেলর স্যুইফট, গীতিকার (টেলর স্যুইফট)
“বাটারফ্লাই”, জন বাতিস্ত এবং ড্যান উইলসন, গীতিকার (ড্যান উইলসন)
“ডান্স দ্য নাইট”, ক্যারোলিন এইলিন, ডুয়া লিপা, মার্ক রনসন এবং অ্যান্ড্রিউ ওয়ায়েট, গীতিকার (ডুয়া লিপা)
“ফ্লাওয়ার্স”, মাইলি সাইরাস, গ্রেগরি অলডি হাইন এবং মাইকেল পোলক, গীতিকার (মাইলি সাইরাস)
“কিল বিল”, রব বিজেল, কার্টার ল্যাং এবং সোলানা রোয়ি, গীতিকার (এসজেডএ)
“ভ্যাম্পায়ার”, ড্যান নিগ্রো এবং অলিভিয়া রডরিগো, গীতিকার (অলিভিয়া রডরিগো)
“হোয়াট ওয়াজ আই মেড ফর?”, বিলি আইলিশ ও’কনেল এবং ফিনিয়াস ও’কনেল গীতিকার (বিলি আইলিশ) — বিজয়ী

বেস্ট নিউ আর্টিস্ট:
গ্রেসি আব্রামস
ফ্রেড এগেইন
আইস স্পাইস
জেলি রোল
কোকো জোনস
নোয়া কাহান
ভিক্টোরিয়া মোনে — বিজয়ী
দ্য ওয়ার অ্য়ান্ড ট্রিটি

বেস্ট পপ ভোকাল অ্যালবাম:
কেমিস্ট্রি, কেলি ক্লার্কসন
এন্ডলেস সামার ভেকেশন, মাইলি সাইরাস
গাটস, অলিভিয়া রডরিগো
– (সাবট্র্য়াক্ট), এড শিরান
মিডনাইটস, টেলর স্যুইফট — বিজয়ী

বেস্ট আরঅ্যান্ডবি সং:
হ্যালে – এঞ্জেল
রবার্ট গ্ল্য়াসপার ফিচারিং স্যর অ্য়ান্ড আইসলে – ব্যাক টু লাভ
কোকো জোনস – আইসিইউ
ভিক্টোরিয়া মোনে – অন মাই মামা
এসজেডএ – স্নুজ — বিজয়ী

বেস্ট কান্ট্রি অ্যালবাম:
কেলসি ব্যালেরিনি — রোলিং আপ দ্য ওয়েলকাম ম্যাট
ব্রাদার্স অসবোর্ন — ব্রাদার্স অসবোর্ন
জ্যাক ব্রায়ান — জ্যাক ব্রায়ান
টাইলার চিল্ডার্স — রাস্টিন’ ইন দ্য রেন
লেইনি উইলসন — বেল বটম কান্ট্রি — বিজয়ী

বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম:
রাউ অ্যালেহান্দ্রো — স্যাটার্নো
ক্যারোল জি — মানানা সেরা বোনিতো — বিজয়ী
টেইনি — ডেটা

বেস্ট পপ সোলো পারফরম্যান্স:
মাইলি সাইরাস — ফ্লাওয়ার্স — বিজয়ী
দোজা ক্যাট — পেইন্ট দ্য টাউন রেড
বিলি আইলিশ — হোয়াট ওয়াজ আই মেড ফর? বার্বি
অলিভিয়া রডরিগো — ভ্যাম্পায়ার
টেলর স্যুইফট — অ্যান্টি-হিরো

বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম:
৬ল্যাক — সিন্স আই হ্যাভ আ লাভার
ডিডি — দ্য লাভ অ্যালবাম: অফ দ্য গ্রিড
টেরাস মার্টিন অ্যান্ড জেমস ফন্টলেরয় — নোভা
জ্যানেল মোনে — দ্য এজ অফ প্লেজার
এসজেডএ — এসওএস — বিজয়ী

বেস্ট আরঅ্যান্ডবি পারফরম্যান্স
ক্রিস ব্রাউন — সামার টু হ
রবার্ট গ্ল্য়াসপার ফিচারিং স্যর অ্য়ান্ড আইসলে – ব্যাক টু লাভ
কোকো জোনস — আইসিইউ — বিজয়ী
ভিক্টোরিয়া মোনে — হাও ডাজ ইট মেক ইউ ফিল
এসজেডএ — কিল বিল

বেস্ট ফোক অ্যালবাম:
ডম ফ্লেমনস —ট্রাভেলিং ওয়াইল্ডফায়ার
দ্য মিল্ক কার্টন কিডস — আই অনলি সি দ্য মুন
জনি মিচেল — জনি মিচেল অ্যাট নিউপোর্ট (লাইভ) — বিজয়ী
নিকেল ক্রিক — সেলিব্র্যান্টস
ওল্ড ক্রো মেডিসিন শো — জুবিলি
পল সাইমন — সেভেন সামস
রুফাস ওয়েনরাইট — ফোকোক্রেসি

প্রোডিউসার অফ দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল:
জ্যাক অ্যান্তোনফ — বিজয়ী
ডার্নস্ট “ডি’মাইল” এমিলি ২
হিট-বয়
মেট্রো বুমিন
ড্যানিয়েল নিগ্রো

সংরাইটার অফ দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল:
এডগার ব্যারেরা
জেসি জো ডিলন
শেন ম্যাকঅ্যানালি
থেরন থমাস — বিজয়ী
জাস্টিন ট্র্যান্টার

বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স:
মাইলি সাইরাস ফিচারিং ব্র্যান্ডি কার্লিলি — থাউজ্যান্ড মাইলস
লানা দেল রে ফিচারিং জন বাতিস্ত — ক্যান্ডি নেকলেস
ল্যাবরিন্থ ফিচারিং বিলি আইলিশ — নেভার ফেল্ট সো অ্যালোন
টেলর স্যুইফট ফিচারিং আইস স্পাইস — কর্মা
এসজেডএ ফিচারিং ফিবি ব্রিজার্স — ঘোস্ট ইন দ্য মেশিন — বিজয়ী

বেস্ট ডান্স/ইলেকট্রনিক রেকর্ডিং:
অ্যাপেক্স ট্য়ুইন — ব্ল্যাকবক্স লাইফ রেকর্ডার ২১এফ
জেমস ব্লেক — লোডিং
ডিসক্লোজার — হায়ার দ্যান এভার বিফোর
রোমি অ্যান্ড ফ্রেড এগেইন.. — স্ট্রং
স্ক্রিলেক্স, ফ্রেড এগেইন.. অ্যান্ড ফ্লোড্যান — রাম্বল — বিজয়ী

বেস্ট পপ ডান্স রেকর্ডিং:
ডেভিড গেটা, অ্যানি-মেরি এবং কোয় লেরে — বেবি ডোন্ট হার্ট মি
কেলভিন হ্যারিস ফিচারিং এলি গোল্ডিং — মিরাকল
কাইলি মিনোগ — পাডাম পাডাম — বিজয়ী
ট্রোয়ে সিভান — রাশ

বেস্ট ডান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম:
জেমস ব্লেক — প্লেয়িং রোবটস ইনটু হেভেন
দ্য কেমিক্যাল ব্রাদার্স — ফর দ্যাট বিউটিফুল ফিলিং
ফ্রেড এগেইন.. — অ্যাকচুয়াল লাইভ ৩ (জানুয়ারি ১ — সেপ্টেম্বর ৯ ২০২২) — বিজয়ী
কেএক্স৫ — কেএক্স৫
স্ক্রিলেক্স — কোয়েস্ট ফর ফায়ার

বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স:
বেবিফেস ফিচারিং কোকো জোনস — সিম্পল
কেনিয়ন ডিক্সন — লাকি
ভিক্টোরিয়া মোনে ফিচারিং আর্থ, উইন্ড অ্যান্ড ফায়ার এবং হেজেল মোনে — হলিউড
পিজে মর্টন ফিচারিং সুসান ক্যারল — গুড মর্নিং — বিজয়ী
এসজেডএ — লাভ ল্যাঙ্গুয়েজ

বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম:
বেবিফেস — গার্লস নাইট আউট
কোকো জোনস — হোয়াট আই ডিডন্ট টেল ইউ (ডিলাক্স)
এমিলি কিং — স্পেশাল অকেশন
ভিক্টোরিয়া মোনে — জাগুয়ার ২ — বিজয়ী
সামার ওয়াকার — ক্লিয়ার ২: সফট লাইফ ইপি

বেস্ট র‍্যাপ পারফরম্যান্স:
বেবি কিম ফিচারিং কেনড্রিক লামার — দ্য হিলবিলিজ
ব্ল্যাক থট — লাভ লেটার
ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ — রিচ ফ্লেক্স
কিলার মাইক ফিচারিং আন্দ্রো ৩০০০, ফিউচার অ্যান্ড এরিন অ্যালেন কেন — সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স — বিজয়ী
কয় লেরে — প্লেয়ার্স

বেস্ট মেলোডিক র‍্যাপ পারফরম্যান্স:
বার্না বয় ফিচারিং ২১ স্যাভেজ — সিটিন’ অন টপ অফ দ্য ওয়ার্ল্ড
দোজা ক্যাট — অ্যাটেনশন
ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ — স্পিন বাউট ইউ
লিল ডার্ক ফিচারিং জে কোল — অল মাই লাইফ — বিজয়ী
এসজেডএ — লো

বেস্ট র‍্যাপ সং:
দোজা ক্যাট — অ্যাটেনশন
নিকি মিনাজ অ্যান্ড আইস স্পাইস ফিচারিং অ্যাকোয়া — বার্বি ওয়ার্ল্ড ফ্রম বার্বি: দ্য অ্যালবাম
লিল উজি ভার্ট — জাস্ট ওয়ান্না রক
ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ — রিচ ফ্লেক্স
কিলার মাইক ফিচারিং আন্দ্রে ৩০০০, ফিউচার অ্যান্ড এরিন অ্যালেন কেন — সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স — বিজয়ী

বেস্ট র‍্যাপ অ্যালবাম:
ড্রেক অ্যান্ড ২১ স্যাভেজ — হার লস
কিলার মাইক — মাইকেল — বিজয়ী
মেট্রো বুমিন — হিরোজ অ্যান্ড ভিলেনস
নাস — কিংস ডিজিজ ৩
ট্রাভিস স্কট — ইউটোপিয়া

বেস্ট কান্ট্রি সোলো পারফরম্যান্স:
টাইলার চিল্ডার্স — ইন ইওর লাভ
ব্র্যান্ডি ক্লার্ক — বারিড
লিউক কোম্বস — ফাস্ট কার
ডলি পার্টন — দ্য লাস্ট থিং অন মাই মাইন্ড
ক্রিস স্টেপলটন — হোয়াইট হর্স — বিজয়ী

বেস্ট কান্ট্রি সং:
ব্র্যান্ডি ক্লার্ক — বারিড
জ্যাক ব্রায়ান ফিচারিং কেসি মাসগ্রেভস — আই রিমেম্বার এভরিথিং
টাইলার চিল্ডার্স — ইন ইওর লাভ
মর্গ্যান ওয়ালেন — লাস্ট নাইট
ক্রিস স্টেপলটন — হোয়াইট হর্স — বিজয়ী

বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া:
বার্বি ওয়ার্ল্ড (বার্বি দ্য অ্যালবাম), নাইজা গ্যাস্টন, ইফ্রেম ল্যুই লোপেজ জুনিয়র এবং অনিকা মারাজ, গীতিকার (নিকি মিনাজ এবং আইস স্পাইস ফিচারিং অ্যাকোয়া)
ডান্স দ্য নাইট (বার্বি দ্য অ্যালবাম), ক্যারোলিন আইলিন, ডুয়া লিপা, মার্ক রনসন এবং অ্যান্ড্রিউ ওয়েয়াট, গীতিকার (ডুয়া লিপা)
আয়্যাম জাস্ট কেন (বার্বি দ্য অ্যালবাম) মার্ক রনসন এবং অ্যান্ড্রিউ ওয়েয়াট, গীতিকার (রায়ান গসলিং)
লিফট মি আপ (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার — মিউজিক ফ্রম অ্যান্ড ইনস্পায়ার্ড বাই), রায়ান কুগলার, লুডউইগ গোরানসন, রবিন ফেন্টি এবং টেমিলেড ওপেনিয়ি, গীতিকার (রিহানা)
হোয়াট ওয়াজ আই মেড ফর? (বার্বি দ্য অ্যালবাম), বিলি আইলিশ ও’কনেল এবং ফিনিয়াস ও’কনেল, গীতিকার (বিলি আইলিশ) — বিজয়ী

বেস্ট কমেডি অ্যালবাম:
ট্রেভর নোয়া — আই উইশ ইউ উড
ওয়ান্ডা সাইকিজ — আয়্যাম অ্যান এন্টারটেনার
ক্রিস রক — সিলেক্টিভ আউটরেজ
সারাহ সিলভারম্যান — সামওয়ান ইউ লাভ
ডেভ চ্যাপেল — হোয়াটস ইন আ নেম? — বিজয়ী

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম:
সুজানা বাকা — এপিফানিয়াস
বোকান্তে — হিস্ট্রি
বার্না বয় — আই টোল্ড দেম…
ডেভিডো — টাইমলেস
শক্তি — দিস মোমেন্ট — বিজয়ী

বেস্ট আফ্রিকান মিউজিক পারফরম্যান্স:
আসাকে এবং ওলামাইড — অ্যামাপিয়ানো
বার্না বয়েজ — সিটি বয়েজ
ডেভিডো ফিচারিং মুসা কিজ — আনঅ্যাভেইলেবল
আয়রা স্টার — রাশ
টাইলা — ওয়াটার — বিজয়ী

বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম:
কিম্বারলে আকিম্বো
প্যারেড
শাকড
সাম লাইক ইট হট — বিজয়ী
স্য়ুইনি টড: দ্য ডিমন বার্বার অফ ফ্লিট স্ট্রিট

বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম:
আর্কটিক মাঙ্কিজ — দ্য কার
বয়জিনিয়াস — দ্য রেকর্ড — বিজয়ী
লানা দেল রে — ডিড ইউ নো দ্যাট দেয়ারজ আ টানেল আন্ডার ওশান ব্যুলভার্ড গোরিলাজ — ক্র্যাকার আইল্যান্ড
পিজে হার্ভে — আই ইনসাইড দ্য ওল্ড ইয়ার ডাইয়িং

বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স:
আলভেজ — বেলিন্ডা সেজ
আর্কটিক মাঙ্কিজ — বডি পেইন্ট
বয়জিনিয়াস — কুল অ্যাবাউট ইট
লানা দেল রে — এঅ্যান্ডডব্লিউ
প্যারামোর — দিস ইজ হোয়াই — বিজয়ী

বেস্ট রক অ্যালবাম:
ফু ফাইটার্স — বাট হিয়ার উই আর
গ্রেটা ভ্যান ফ্লিট — স্টারক্যাচার
মেটালিকা — ৭২ সিজনস
প্যারামোর — দিস ইজ হোয়াই — বিজয়ী
ক্যুইনস অফ দ্য স্টোন এজ — ইন টাইমস নিউ রোমান…

বেস্ট রক সং:
দ্য রোলিং স্টোনস — অ্যাংরি
অলিভিয়া রডরিগো — ব্যালাড অফ আ হোমস্কুলড গার্ল
ক্যুইনস অফ দ্য স্টোন এজ — ইমোশন সিকনেস
বয়জিনিয়াস — নট স্ট্রং এনাফ — বিজয়ী
ফু ফাইটার্স — রেসকিউড

বেস্ট মেটাল পারফরম্যান্স:
ডিস্টার্বড — ব্যাড ম্যান
ঘোস্ট — ফ্যান্টম অফ দ্য অপেরা
মেটালিকা — ৭১ সিজনস — বিজয়ী
স্লিপনট — হাইভ মাইন্ড
স্পিরিটবক্স — জেডেড

বেস্ট রক পারফরম্যান্স:
আর্কটিক মাঙ্কিজ — স্কাল্পচার্স অফ এনিথিং গোজ
ব্ল্যাক পুমাস — মোর দ্যান আ লাভ সং
বয়জিনিয়াস — নট স্ট্রং এনাফ — বিজয়ী
ফু ফাইটার্স — রেসকিউড
মেটালিকা — লাক্স অ্যাটের্না

বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্স:
ডায়ের্কস বেন্টলি ফিচারিং বিলি স্ট্রিংস — হাই নোট
ব্রাদার্স অসবোর্ন — নোবডিজ নোবডি
জ্যাক ব্রায়ান ফিচারিং কেসি মাসগ্রেভস — আই রিমেম্বার এভরিথিং — বিজয়ী
ভিন্স গিল এবং পল ফ্র্যাঙ্কলিন — কিসিং ইওর পিকচার (ইজ সো কোল্ড)
জেলি রোল উইথ লেইনি উইলসন — সেভ মি
কার্লি পিয়ার্স ফিচারিং ক্রিস স্টেপলটন — উই ডোন্ট ফাইট এনিমোর

Emmy Awards 2024: ওয়েব সিরিজ থেকে সিরিয়াল, কোনটা হল সেরা? কোন অভিনেতার মাথায় উঠল সেরার মুকুট? এমি অ‍্যাওয়ার্ডস জয়ীদের তালিকা দেখে নিন এক নজরে

টিভির অন‍্যতম বড় অ‍্যাওয়ার্ড শো হল এমি অ‍্যাওয়ার্ডস। এই বছরও অনুষ্ঠিত হল এমি অ‍্যাওয়ার্ডস ২০২৪। টিভি শো, লিমিটেড সিরিজ অথবা টিভি ফিল্মসের মধ‍্যে কারা পেল সেরার স্থান, দেখে নিন একনজরে।

দ্য হোয়াইট লোটাস, দ্য লাস্ট অফ আস, সেকসেশন, দ্য বিয়ার অ্যান্ড বিফ ছিল এই বছরের সেরার তালিকায় থাকা শো।

দেখে নিন এমি অ‍্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা

সেরা কমেডি সিরিজ- দ্য বিয়ার (FX)

কমেডি সিরিজে সেরা অভিনেতা- জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

কমেডি সিরিজে সেরা অভিনেত্রী- কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি)

কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা- ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)

আরও পড়ুন: প্রেম করে বিয়ে, বাবা হয়ে ভাঙে বিয়েও! প্রথম ছবি সুপারহিট দিয়েও কোথায় হারিয়ে গেলেন প্রাক্তন হার্টথ্রব?

কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী- আয়ো এদেবিরি (দ্য বিয়ার)

সেরা ড্রামা সিরিজ- সাকসেশন (HBO/ম্যাক্স)

ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী- সারাহ স্নুক (সাকসেশন)

ড্রামা সিরিজে সেরা অভিনেতা- কাইরান কালকিন (সাকসেশন)

ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা- ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)

ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী- জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)

ড্রামা সিরিজের জন্য সেরা গল্প- সাকসেশন

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেত্রী- আলি ওং (বিফ)

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেতা- স্টিভেন ইয়ুন (বিফ)

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেতা- পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড)

আরও পড়ুন: কার হাত ধরে ঘুরছেন কঙ্গনা? ‘রহস্যময় পুরুষ’কে নিয়ে এবার নিজেই মুখ খুললেন বলি ‘ক্যুইন’

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেত্রী- নিসি ন্যাশ-বেটস (ডাহমার – মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি)

লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি সিনেমার জন্য সেরা লেখা- বিফ

ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালনা- সাকসেশন (HBO/ম্যাক্স)- মার্ক মাইলড

কমেডি সিরিজের জন্য সেরা পরিচালনা- দ্য বিয়ার (এফএক্স) – ক্রিস্টোফার স্টোরার

সেরা টক সিরিজ- দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া (কমেডি সেন্ট্রাল)

লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি মুভির জন্য সেরা পরিচালনা- বিফ (নেটফ্লিক্স) – লি সুং জিন

সেরা টেলিভিশন মুভি- উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল)

সেরা গেম শো- জিওপার্ডি (ABC)

সেরা ডকুমেন্টারি বা ননফিকশন স্পেশাল- স্টিল: আ মাইকেল জে. ফক্স মুভি (অ্যাপল টিভি+)

সেরা ডকুমেন্টারি বা ননফিকশন সিরিজ- দ্য 1619 প্রোজেক্ট (হুলু)

সেরা হোস্টেড ননফিকশন সিরিজ বা বিশেষ- স্ট্যানলি টুকি: সার্চিং ফর ইতালি (সিএনএন)

বেস্ট ন্যারেটর- বারাক ওবামা, ওয়ার্ক: হোয়াট উই ডু টুডে