পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার। ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

Kalbaishakhi Alert: হাতে আর কিছুক্ষণ! ঝড়-বৃষ্টি-বজ্রপাত সতর্কতা জারি! Red Alert কোন কোন জেলায়? বড় আপডেট আলিপুরের

সোমবার ফের বৃষ্টি বঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও ঝড়-বৃষ্টির সতর্কতা বাংলায়। এখনই বদলাচ্ছে না আবহাওয়ার মুড। এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেটে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাল্লা দিয়ে ভিজবে দক্ষিণও। আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে বলেও আশঙ্কা প্রকাশ হাওয়া অফিসের। রিপোর্ট বলছে সর্বোচ্চ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে এলোপাথাড়ি হাওয়া।