এরপর আরসিবি ও দিল্লি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। রানরেটে এগিয়ে আরসিবি। আরসিবি শেষ ম্যাচে সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর রান তাড়া করলে ১৮.১ ওভারে ম্যাচ শেষ করতে হবে। দিল্লিকে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।

RCB vs DC: দিল্লিকে উড়িয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল আরসিবি, রাস্তা কঠিন হল সৌরভদের

পরপর ৬ ম্যাচ হারের পর টানা পাঁচ ম্যাচ জয়। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। দিল্লিকে ৪৭ রানে হারাল আরসিবি। অপরদিকে, আরসিবির বিরুদ্ধে হেরে ১৬ পয়েন্ট পৌছানোর লক্ষ্য হাতছাড়া করল দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই এখন প্লেঅফে পৌছতে হলে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির হয়ে রজত পাতিদার ঝোড়ো ৩২ বলে ৫২, উইল জ্যাকসের ২৯ বলে ৪১ ও বিরাট কোহলির ১৩ বলে ২৭ রান করেন। ফাফ ডুপ্লেসি, মাহিপাল লোমরর, দীনে কার্তিকরা রান না পাওয়া ২০০-র নীচে থামতে হয় আরসিবিকে। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন খালিল আহমেদ, রাশিখ সালাম।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 Prize Money: ভারত টি-২০ বিশ্বকাপ জিতলে কত কোটি টাকা পাবে? টাকার অঙ্ক ভেঙে দেবে অতীতের সব রেকর্ড

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল ৫৭ রানের লড়াকু ইনিংস না খেললে আরও শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হত দিল্লি ক্যাপিটালসকে। মাঝে সাই হোপস ও অক্ষর প্যাটেলের ৫৬ রানের পার্টনারশিপ ছাড়া কোনও জুটি গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। সহজ জয় পায় আরসিবি।