গত দুই মাস ধরে তীব্র তাপপ্রবাহের শেষে রবিবার বিকেলে রাজধানীর কিছু অংশে নতুন করে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিছুটা স্বস্তি মিলেছে দিল্লিবাসীদের জন্য।

Kalbaishakhi Death: ভয়ঙ্কর ঝড়-বৃষ্টির তাণ্ডব! মালদহ থেকে মুর্শিদাবাদ বাজ পড়ে মৃত একাধিক

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে প্রবল কালবৈশাখী তাণ্ডব ও বজ্রপাতে প্রাণ গেল একজন কৃষকের। বজ্রাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যু হল নবগ্রাম থানার পাঁচ গ্রামের এক ব্যক্তির। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্রীমন্ত ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতোই বৃহস্পতিবার বিকেলে গরু ও মহিষ নিয়ে বিল বসিয়া এলাকায় গিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। সেই সময় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি শুরু হলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় শ্রীমন্ত ঘোষ নামে পাঁচগ্রামের ঘোষ পাড়ার এক ব্যক্তির। মালদহে বজ্রপাতে মৃত্যু ঘটেছে ১১ জনের। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু হয়েছে। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ওই তিন জনের। মৃতদের নাম চন্দন সাহানি(৪০), রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মণ্ডল(২১)। মৃতদের মধ্যে তিন নাবালক, দুই যুবক ও এক প্রৌঢ়াও রয়েছেন। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।