মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ‘কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই’ ইন্ডিয়া জোট নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা

দক্ষিণবঙ্গ: ভোটপর্বে এই প্রথম৷ ‘অধিকারী গড়’কাঁথিতে প্রচারসভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বুধবার চুঁচুড়ার সভা থেকে মমতাকে বলতে শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনে জিতে যদি শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে, তাহলেও সরকারে থাকবে না তৃণমূল কংগ্রেস৷ শুধুমাত্র সরকার গঠনে সাহায্য করতে বাইরে থেকেই নতুন সরকারকে সমর্থন করবে তৃণমূল৷ কিন্তু, আজ তাঁর মুখে শোনা গেল একটু অন্য কথা৷ এদিন কাঁথির সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোট নিয়ে কাটাকুটি করবেন না। কংগ্রেস,সিপিআইএম বিজেপি-র টাকায় ভোট দাড়িয়ে যদি ভোট কেটে দেন, তাহলে বিজেপি-এর লাভ হবে। ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছি।’’ এরপরেই জোর গলায় মমতা বলেন, ‘‘আমি জোটে আছি,থাকব৷ অনেকে ভুল বুঝেছে। ইন্ডিয়া জোটে আমরা থাকব। কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।’’