দক্ষিণবঙ্গ, নদিয়া Kali Puja 2024: পুজোর পরেরদিন ভোগের সম্ভার, শান্তিপুরের অন্যতম পুজো চাঁদুনী মায়ের, দেখুন ছবি Gallery November 1, 2024 Bangla Digital Desk *জনশ্রুতি রয়েছে শান্তিপুরের চাঁদনি বাড়ি যে ভোগ নিবেদন করা হয় মাকে সেই ভোগ দেখলে সব দুর্ভোগ কেটে যায়। সমস্ত রকমের ফল থেকে শুরু করে কাঁচা ভোগ, ক্ষীরের মিষ্টি, রকমারি সন্দেশ ইত্যাদি অর্পণ করা হয় মায়ের সামনে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ। *দেওয়া হয় ১০ কিলো চালের নৈবেদ্য। বট পাতার পুঁথিতে লেখা রয়েছে পুজোর নিয়মবিধি ও মন্ত্র। গতকাল নিশি রাতে পুজো শুরু হওয়ার পর ভোর আনুমানিক সাড়ে চার’টে নাগাদ ধুনো পুড়িয়ে পুজো সম্পন্ন হয়। প্রায় ৫০ রকমের ক্ষীরের মিষ্টি ও ১২ মাসের সমস্ত রকমের ফল ভোগ হিসেবে নিবেদন করা হয় মায়ের সামনে। যা একসঙ্গে দেখতে লাগে অপূর্ব। *মাকে যেই ভোগ নিবেদন করা হয় মায়ের সেই ভোগ রন্ধনের দায়িত্বে থাকেন সমস্তটাই বাড়ির বউরা। এই সমস্ত ভোগ পুজোর পরেরদিন ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। তার জন্য রয়েছে বিশেষ স্লিপের ব্যবস্থা, ভক্তরা একে একে স্লিপ নিয়ে এসে নিয়ে যান তাদের ভাগের প্রসাদ। *ভোগ বিতরণের পরেই বাড়ির বউরা মিলে মাকে সিঁদুর ডালা নিয়ে করেন বরণ। বরণ সম্পন্ন হওয়ার পরে মা পুনরায় চতুর্দলায় চেপে চলে যাবেন নিরঞ্জনের পথে।