জলপাইগুড়ি: এবার জলপাইগুড়ির অলিতে-গলিতে দেখা মিলছে বড়বড় পাহাড়ের! চোখ ধাঁধানো অপরুপ দৃশ্য এখন জলপাইগুড়ি শহর জুড়ে। শহরের গলিগুলিতে এখন আর শুধু গলি নয়, উঁচু নিচু পাহাড়! জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডের কচিকাঁচারা নিজেদের হাতে তৈরি করেছে বিশাল বিশাল পাহাড়। কেন এই পাহাড়? কীভাবে? এবং কেন এত উৎসাহ? কালী পূজার আরাধনা ও ঐতিহ্যের সংরক্ষণ এই পাহাড়গুলি মূলত কালী পুজোর আরাধনার সঙ্গে জড়িত।
আরও পড়ুনঃ নৈহাটিতে বড়মার পুজো দেবেন? সঠিক সময়সূচি-অঞ্জলির নির্ঘণ্ট আগেই জেনে রাখুন
জলপাইগুড়ির মানুষ কালী পুজোয় এই পাহাড়ের মধ্যেই শ্যামাকে আরাধনা করে আসছে। কচিকাঁচারা নিজেদের সৃষ্টিশীলতা দিয়ে এই পাহাড়গুলিকে বিভিন্ন জীবজন্তু, গাড়ি এবং অন্যান্য সাজসজ্জা দিয়ে সাজিয়ে তোলে। এতে একদিকে যেমন ঐতিহ্য বজায় থাকে, অন্যদিকে কচিকাঁচারা পরিবেশের সঙ্গে মিশে উঠতে পারে।
তবে, প্রতিযোগিতা ও পুরস্কার এই পাহাড় তৈরির পিছনে আরেকটি বড় কারণ বটে! জলপাইগুড়ির ২০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর এই পাহাড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। সেরা পাহাড় তৈরি করা কচিকাঁচাদের পুরস্কৃত করা হবে। এই পুরস্কার কচিকাঁচারাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তুলেছে এবং তাঁদের সৃষ্টিশীলতাকে আরও বাড়িয়েছে বলেই মনে করছেন অভিভাবকদের একাংশ। কাউন্সিলরের এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
সুরজিৎ দে