মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। কালীপুজোর আগে সেজে উঠছে বিভিন্ন প্রাচীন মন্দির। মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত প্রাচীন মন্দির কিরীটেশ্বরী। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী রূপে পুজিতা। ইতি মধ্যেই এই গ্রামকে পর্যটন গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছিল গতবছর।
আসন্ন দীপাবলিতেও হবে মায়ের আরাধনা। মন্দিরের সেবাইতরা জানাচ্ছেন, কিরীট কথাটি এসেছে করোটি বা মাথার খুলি থেকে। আর সেই করোটির টুকরো আছে বলেই নাম হয়েছে কিরীটী। সেখান থেকে নামকরণ কিরীটেশ্বরী।
আরও পড়ুন: নয়া সাজে সাজছে জঙ্গিপুর রোড স্টেশন! থাকছে চোখ ধাঁধানো টেরাকোটার কাজ
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার দম! পাঁচ বছর পর বাড়ি ফিরলেন বিহারের এক মানসিক ভারসাম্যহীন মহিলা
মন্দিরের প্রতিষ্ঠা ও পরবর্তী সময়ে সংস্কারের বিষয়েও নানা তথ্য উঠে এল দিলীপবাবুর কথা থেকে। তিনি জানান, ১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী। পরবর্তী সময়ে মহারাজারাও যোগেন্দ্রনারায়ণ রাই ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন।শিলামূর্তিকেই দেবী রূপে পুজো করা হয়। এই শিলাটির রঙ লাল এবং শিলাটি একটি আবরণে ঢাকা থাকে।
কৌশিক অধিকারী