ঝলঝলিয়া যুবক বৃন্দের কালী পুজো মন্ডপ

Kali Puja 2024: কালী পুজোয় ফিরে এলো ‘কুমোর পাড়া’! সত্যি বলতে দেখলেই মন জুড়িয়ে যাবে

মালদহ: হারিয়ে যাওয়া কুমোরপাড়া তুলে ধরা হয়েছে মন্ডপ তৈরিতে। মাটির বিভিন্ন পাত্র থেকে মাটির পুতুল দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। কাল্পনিক রাজবাড়ীর আদলে তৈরি মালদহের ঝলঝলিয়া যুবক বৃন্দের কালী পুজোর মন্ডপ। পুজোর থিম লাল মাটির দেশে।

পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে গ্রাম বাংলার চিত্র। সেই সময়ের কুমোর পাড়ায় তৈরি মাটির বিভিন্ন ছোট বড় আকারের পাত্র দিয়ে মন্ডপসজ্জা করা হয়েছে। মাটির কলসি, ঘট,গ্লাস ও ঘন্টা সহ বিভিন্ন মাটির তৈরি পাত্র ব্যবহার করা হয়েছে মন্ডপ তৈরিতে। এছাড়াও মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন আকারের ছোট বড় মাটির পুতুল দেব-দেবীর মূর্তি। শুধু তাই নয় মন্ডপের দেওয়ালে মাটি দিয়ে তৈরি গ্রাম বাংলার বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

আরও পড়ুন: ৫৫ ফিট উঁচু মূর্তি! উত্তরবঙ্গের বৃহত্তম কালীর মূর্তি দেখতে উপচে পড়ে ভিড়

প্রতিবছরের মত এবারও মালদহ শহরের ঝলঝলিয়া যুবক বৃন্দের কালী পুজো মন্ডপ আকর্ষণীয় হবে দর্শনার্থীদের কাছে। পুজো উদ্যোক্তা দুলাল সরকার বলেন, এই বছর আমাদের পুজো ৬১ বছরে পড়ল। পুজা উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কাল্পনিক রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে মন্ডপ। গ্রাম বাংলার ছবি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: গান তো অনেকই গায়, কিন্তু মালদহের এই যুবক যা গান, পেয়ে গেলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড! শুনেছেন?

মালদহ শহরে বিগ বাজেটের কালী পুজোগুলোর মধ্যে অন্যতম ঝালঝালিয়া যুবকবৃন্দের পুজো। প্রতিবছর নিত্যনতুন টিমের পুজো করে থাকেন উদ্যোক্তারা। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আছেন এই পুজোয়। গোটা ঝলঝলিয়া চত্বর সাজিয়ে তোলা হয় আলো দিয়ে কালী পুজা উপলক্ষে। এই বছরের ব্যাপক উদ্দীপনা উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে যুবক বৃন্দের কালীপুজো। এই বছর ৬১ তম বর্ষ। কালীপুজো উপলক্ষে চারদিন ব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা ও জেলার বাইরের খ্যাতনামা শিল্পী সমন্বয় নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে এই কালীপুজোর মূল আকর্ষণ পুজো মন্ডপ। এই বছর মাটির বিভিন্ন পাত্র দিয়ে তৈরি মন্ডপ এখন থেকেই আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। পুজোর একদিন আগে বিশিষ্ট অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রী এই পুজোর উদ্বোধন করেন। অভিনেত্রী কে দেখতে বহু মানুষ ভিড় করেন। আগামী দিনেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই পুজো উপলক্ষে।

হরষিত সিংহ