খোলা রেলগেট

Kanchankanya Express: বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল কাঞ্চনকন্যা এক্সপ্রেস! পুরো ঘটনা শুনলে গা শিউড়ে উঠবে

জলপাইগুড়ি: রেল কর্মীর গাফিলতিতে আবার হতেই পারত একটা বড় রেল দুর্ঘটনা। এমন‌ই অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চালসা-মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। ট্রেন থেকে হঠাৎ চালকের নজরে আসে রেল গেট নামানো নেই। অথচ সিগন্যাল সবুজ বাতি। রেল গেটের কর্মীকে দাঁড়িয়ে থাকতে না দেখে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে।

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে তিস্তার অতলে লাল টং বস্তির বাসিন্দারা! অস্তিত্বের সংকটে গ্রাম

গেট খোলা থাকার কারণে সাইকেল বাইকসহ এতে অনেক মানুষ পারাপার করছিল রেলগেট দিয়ে। আচমকা ট্রেনের হর্ণ এবং ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়ে সকলে, যার ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। অল্পেতে প্রাণ রক্ষা পেয়েছেন বহু মানুষ। চালক এবং অন্যান্য কর্মীরা ট্রেন থেকে নেমে এসে গেটম্যানের ঘরে ঢুকে দেখে ঘরেই রয়েছেন তিনি। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন এই রেলকর্মী।

কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে স্টেশন পর্যন্ত।কিন্তু কর্তব্যরত অবস্থায় গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত থাকা রেল কর্মীর কেন এই গাফিলতি উঠছে প্রশ্ন! তবে এবিষয়ে কোন রকম মন্তব্য করতে চায়নি রেল আধিকারিকরা।

সুরজিৎ দে