এরকমই অবস্থা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের৷

Kanchanjunga Express Accident update: কীভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে চলে এল মালগাড়ি, কারণ জানাল রেল? দেখুন ভিডিও

শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে সরাসরি ধাক্কা মারল মালগাড়ি৷  এ দিন সকালে এনজেপি স্টেশনের থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে রাঙাপানির কাছে এই দুর্ঘটনা ঘটে৷ যার জেরে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ট্রেনের লাগেজ ভ্যান৷ এই দুর্ঘটনায় ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ওই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ প্রাথমিক ভাবে রেলের পক্ষ থেকে জানান হয়েছে, মালগাড়ির চালকই সিগন্যাল ভেঙে এগিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটেছে৷ এই দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ রেলের পক্ষ থেকে অবশ্য দু জনের মৃত্যুর কথা জানান হয়েছে৷