কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জের, রাজধানী থেকে পদাতিক, একাধিক ট্রেনের রুট বদল! বাড়ি থেকে বেরোনোর আগে অবশ‍্যই জানুন

Indian Railway: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জের, রাজধানী থেকে পদাতিক, একাধিক ট্রেনের রুট বদল! বাড়ি থেকে বেরোনোর আগে অবশ‍্যই জানুন

শিলিগুড়ি: সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। জেনে নিন কোন কোন ট্রেনের রুট বদল করা হয়েছে। সেইসঙ্গে জানা গিয়েছে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্থ এক্সপ্রেস।

সূত্রের খবর অনুযায়ী, ঘুরপথে চলবে রাজধানী, বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেসের মত বিভিন্ন ট্রেন। জানা গিয়েছে, আলুয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি পথে চলবে রাজধানী, বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেন।

আরও পড়ুন: রাস্তার ধারে সিগারেট বিক্রি করতেন, হ‍ঠাত্‍ চোখে পড়েন এক অভিনেতার তারপর…এক ঘটনায় পুরো পাল্টে গেল জীবন! জানেন কে এই সুপারস্টার

সূত্রের খবর অনুযায়ী, সকাল ন’টা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনায় বেলাইন হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু-দুটি কামরা।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে রেলসূত্রে জানা যাচ্ছে। আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রেলসূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

শিয়ালদহ হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / ০৩৩২৩৮৩৩৩২৬ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বা সহায়তা চাইলে যাত্রীরা এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।