দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে! শিয়ালদহে কখন ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? স্টেশনে মেয়র ও পরিবহন মন্ত্রী

Kanchanjunga Express Accident: দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে! শিয়ালদহ থেকে ছাড়ল দুর্ঘটনাগ্রস্থ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

কলকাতা: সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা স্মৃতি এখনও তাজা। সোমবার সকাল ন’টা নাগাদ মালগাড়ি এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মারাত্মক দুর্ঘটনার পর শিয়ালদহ ফিরে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভোর তিনটের পর শিয়ালদহে ঢোকে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। মঙ্গলবার ফের রওনা দেবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

শিয়ালদহ স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢোকার আগেই সেখানে উপস্থিত হয়ে যান মেয়র ও পরিবহন মন্ত্রী। চলে আসেন ডিআরএম-সহ রেলের আধিকারিকরা। যাত্রীরা যাতে দ্রুত বাড়ি পৌঁছাতে পারে তার জন্য আগে থেকেই বাস ও ছোট গাড়ি আনা হয়। আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থাও করা হয় প্রশাসনের তরফে।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

১৪ নম্বর প্লাটফর্মে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মঙ্গলবার সকাল সাড়ে ন’টার সময় ট্রেনটি ছাড়ল, অপেক্ষারত রয়েছেন যাত্রীরা। জেনারেল কম্পার্টমেন্টের সামনে ছিল উপচে পড়ার ভিড়। যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: পৃথিবীর অভ‍্যন্তরে চলছে ভয়ানক কাণ্ড! কোন ‘মহাপ্রলয়’ ঘনিয়ে আসছে? নতুন গবেষণায় চাঞ্চল‍্যকর তথ‍্য

সূত্রের খবর অনুযায়ী ট্রেন যাত্রীরা রেলের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে ওই ট্রেনে করে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়াটা রেলের ভাল উদ্যোগ বলে জানিয়েছেন যাত্রীরা। রেল দুর্ঘটনা নিয়ে এদিন কেন্দ্রকে একহাত নেন মেয়র ফিরহাদ হাকিম।