কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শিশুর মৃত্যু, রাঙাপানি স্টেশনে এই মুহূর্তে কী চলছে? মৃতের সংখ্যা বেড়ে ১০

*সোমবার সকাল পৌনে ন'টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ফাঁসিদেওয়ার কাছে৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই সারাদিন ধরে চলে উদ্ধারকাজ৷ রাতে আপ লাইনে মালগাড়ির ট্রায়াল রান করা হয়। তা সম্পন্ন হওয়ার পর সোমবার রাত ১২'টার পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে৷ ডাউন লাইনের মেরামতির কাজ চলছে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি। 
*সোমবার সকাল পৌনে ন’টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ফাঁসিদেওয়ার কাছে৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই সারাদিন ধরে চলে উদ্ধারকাজ৷ রাতে আপ লাইনে মালগাড়ির ট্রায়াল রান করা হয়। তা সম্পন্ন হওয়ার পর সোমবার রাত ১২’টার পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে৷ ডাউন লাইনের মেরামতির কাজ চলছে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি।
*রেল দূর্ঘটনায় মৃত বেড়ে ১১। মৃত শিবা মণ্ডল (৬) পিকু ওয়ার্ডে ভর্তি ছিল। বাবা ও মায়ের সঙ্গে মালদহে ফিরছিল গোটা পরিবার। মৃত মালদহের কালিয়াগঞ্জের সামসীতে বাড়ি। মৃতের বাবা ও মা চিকিৎসাধীন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ফাইল ছবি। 
*রেল দূর্ঘটনায় মৃত বেড়ে ১১। মৃত শিবা মণ্ডল (৬) পিকু ওয়ার্ডে ভর্তি ছিল। বাবা ও মায়ের সঙ্গে মালদহে ফিরছিল গোটা পরিবার। মৃত মালদহের কালিয়াগঞ্জের সামসীতে বাড়ি। মৃতের বাবা ও মা চিকিৎসাধীন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ফাইল ছবি।
*রেলের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই ডাউন লাইনেও ট্রেন চলাচল শুরু হয় যাবে। তবে ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ায় এখন শুরু মাত্র ডিজেল ইঞ্জিন চালানো হচ্ছে। সবমিলিয়ে সোমবার শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৷ ফাইল ছবি। 
*রেলের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই ডাউন লাইনেও ট্রেন চলাচল শুরু হয় যাবে। তবে ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ায় এখন শুরু মাত্র ডিজেল ইঞ্জিন চালানো হচ্ছে। সবমিলিয়ে সোমবার শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৷ ফাইল ছবি।
*সকাল থেকে দু'জনের ছুটি হয়েছে ইতিমধ্যেই। এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন ৩৬। তার মধ্যে এক শিশু ভর্তি রয়েছে পিকু ওয়ার্ডে। বাকিদের আলাদা ওয়ার্ড করে চিকিৎসা চলছে। গতকাল দুর্ঘটনায় মৃত কলকাতার সোদপুরের ব্যবসায়ী শুভজিৎ মালির পরিবার আজ মৃতদেহ নিয়ে ফিরবে। এ দিন আত্মীয়রা জানান, গুয়াহাটি থেকে কলকাতা থেকে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়। কিছু আইনি কাজ শেষ হলে মৃতদেহ নিয়ে ফিরব। ফাইল ছবি। 
*সকাল থেকে দু’জনের ছুটি হয়েছে ইতিমধ্যেই। এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন ৩৬। তার মধ্যে এক শিশু ভর্তি রয়েছে পিকু ওয়ার্ডে। বাকিদের আলাদা ওয়ার্ড করে চিকিৎসা চলছে। গতকাল দুর্ঘটনায় মৃত কলকাতার সোদপুরের ব্যবসায়ী শুভজিৎ মালির পরিবার আজ মৃতদেহ নিয়ে ফিরবে। এ দিন আত্মীয়রা জানান, গুয়াহাটি থেকে কলকাতা থেকে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়। কিছু আইনি কাজ শেষ হলে মৃতদেহ নিয়ে ফিরব। ফাইল ছবি।
*উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। ইতিমধ্যেই মৃতদের নামের তালিকা প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেল সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ৯ জনের দেহ উদ্ধার হলেও এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা গিয়েছেন। ফাইল ছবি। 
*উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। ইতিমধ্যেই মৃতদের নামের তালিকা প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেল সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ৯ জনের দেহ উদ্ধার হলেও এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা গিয়েছেন। ফাইল ছবি।
*আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ৭ জনকে শনাক্ত করা গিয়েছে। বাকি ৩ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃতরা হলেন শুভজিৎ মালি (৩২), সেলেব সুব্বা (৩৬), আশিষ দে (৪৭)। এ ছাড়া মৃত্যু হয়েছে বিউটি বেগমের (৪১), মালগাড়ির চালক অনিল কুমারের। মৃত্যু হয়েছে শঙ্কর মোহন দাসের (৬৩)। মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃ্ত্যু হয়েছে বিজয় কুমার। ফাইল ছবি। 
*আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ৭ জনকে শনাক্ত করা গিয়েছে। বাকি ৩ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃতরা হলেন শুভজিৎ মালি (৩২), সেলেব সুব্বা (৩৬), আশিষ দে (৪৭)। এ ছাড়া মৃত্যু হয়েছে বিউটি বেগমের (৪১), মালগাড়ির চালক অনিল কুমারের। মৃত্যু হয়েছে শঙ্কর মোহন দাসের (৬৩)। মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃ্ত্যু হয়েছে বিজয় কুমার। ফাইল ছবি।
*রেলের তরফ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৩১৭৪ ডাউন আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন, যার মধ্যে ২৩ জন পশ্চিমবঙ্গের৷ ৫ জন ঝাড়খণ্ড, অসম ও ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। ৪৪ জনের মধ্যে ৭ জন মহিলা এবং ৩৭ জন পুরুষ যাত্রী রয়েছেন। ফাইল ছবি।
*রেলের তরফ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৩১৭৪ ডাউন আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন, যার মধ্যে ২৩ জন পশ্চিমবঙ্গের৷ ৫ জন ঝাড়খণ্ড, অসম ও ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। ৪৪ জনের মধ্যে ৭ জন মহিলা এবং ৩৭ জন পুরুষ যাত্রী রয়েছেন। ফাইল ছবি।