পরিপূরক বাদাম চাষ

East Bardhaman News: ধানের গোলা বর্ধমানে বাদাম চাষে ঝোঁক, পূর্বস্থলীর চাষিরা পাচ্ছেন বেশি মুনাফা 

পূর্ব বর্ধমান: এবার বাদাম চাষ করতে দেখা গেল পূর্বস্থলীর বেশ কিছু চাষিকে। পূর্ব বর্ধমান জেলা সাধারণত ধানের গোলা নামে পরিচিত। জেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষ হয় ব্যাপক পরিমাণে। তবে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চাষিরা বেশিরভাগই সবজি চাষ করে থাকেন। পাশাপাশি পূর্বস্থলীতে পাট চাষও হয়ে থাকে। কিন্তু এবার পাট চাষ ছেড়ে বাদাম চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। চাষিদের কাছে জানা গিয়েছে , পাট চাষ করতে পর্যাপ্ত জলের প্রয়োজন। কিন্তু অধিক জল না থাকার জন্য এবং বৃষ্টি না হওয়ার কারণে সমস্যার মুখে পড়তে হয়েছে চাষিদের।

এছাড়াও পাটের ভালো দাম না পাওয়ার কারণে ক্ষতি হয়েছে অনেক চাষির। তাই এবার পাট চাষ ছেড়ে বাদাম চাষের দিকে ঝুঁকছেন পূর্বস্থলীর চাষিরা। এই প্রসঙ্গে অনিল দাস নামের এক বাদাম চাষি বলেন, “এই চাষ পরিশ্রম আছে, তবে বাজার ভাল থাকলে লাভও আছে। পাট চাষে সমস্যা হওয়ার জন্য এই চাষ শুরু করেছি। সবজি চাষের থেকে এই চাষে খরচ অনেক কম। তবে আশা করছি বাদাম চাষ থেকে লাভবান হতে পারবো।” এই প্রসঙ্গে কালনা মহকুমার সহকারী কৃষি আধিকারিক পার্থ ঘোষ জানান, “কৃষি দফতরের তরফেও তৈল বীজ চাষের জন্য বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়। পূর্বস্থলীর চাষিরা বাদাম চাষ করছে , এটা খুবই ভাল ব্যাপার। এই চাষ খরচ কম এবং অল্প দিনে ফলন পাওয়া যায়। এছাড়াও এই চাষ রোগ পোকার প্রাদূর্ভাব অনেক কম।”

আরও পড়ুন : আম চাষেই লাখপতি! নার্সারিতে হাজির অমূল্য মিয়াজাকি-সহ একাধিক বিদেশি আমগাছের চারা

পূর্বস্থলীর সবজির ভাল নাম রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এখানকার সবজি রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়। কিন্তু এবার বিকল্প চাষ হিসেবে অনেকেই বাদাম চাষ করছেন। চাষিদের কাছে জানা গিয়েছে, এক বিঘা জমিতে বাদাম চাষ করতে খরচ হতে পারে ১২ থেকে ১৫ হাজার টাকা। ঠিকঠাক ফলন হলে এক বিঘা জমি থেকে ৭ থেকে ৮ মণ পর্যন্ত বাদাম পাওয়া যেতে পারে। এবং বাজারে প্রতি মণ বাদাম সাড়ে ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হতে পারে।

আরও পড়ুন : ধানের জেলায় বিকল্প হিসেবে পেয়ারা চাষের কদর বাড়ছে

ভালো আয়ের আশায় তাই এবার বাদাম চাষের দিকেই ঝুঁকছেন চাষিরা। পাট চাষিরা পাট চাষ বন্ধ রেখে এখন অনেকেই লাভের আশায় বাদাম চাষ করছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিকল্প চাষ হিসেবে বাদাম চাষ করে ভাল টাকা আয় করতে পারবেন বলেই মনে করছেন চাষিরা।

বনোয়ারীলাল চৌধুরী