করম পরম

Purulia News: করম উৎসবের সুচনা জেলায় জেলায়, আনন্দে মেতেছে জঙ্গলমহলবাসী

পুরুলিয়া: জঙ্গলমহলের অন্যতম প্রধান উৎসব করম। নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়। এই পুজোর সূচনার সঙ্গে সঙ্গে গ্রামের মহিলারা মেতে ওঠেন জাওয়া গানে। এ বিষয়ে ব্রতীরা বলেন , প্রতিবছর ভাদ্র মাসের একাদশীর দিন থেকে শুরু হয় এই করম পরব। জঙ্গলমহল বাসীদের কাছে অন্যতম পরব এটি। কেউ তিন দিন কেউ বা পাঁচদিন ধরে এই পরব পালন করে থাকে। এটা মূলত কৃষি সম্প্রদায়ের পরম্পরাগত ও ঐতিহ্যবাহী পুজো। জমিতে ভালো ফসল ও পরিবারের মঙ্গল কামনায় এই পুজো করেন তারা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস

এই করমের দিন থেকে গ্রামের মহিলারা সংলগ্ন নদীর থেকে বালি তুলে এনে বাড়ি তুলসী মঞ্চে প্রতিষ্ঠা করেন। সেখানে করম গান গেয়ে পুজোকরেন ব্রতীরা। পাতা ও ফুল দিয়ে সাজানো হয়পুজোর স্থানগুলি। যে সমস্ত ভক্ত পুজোয় অংশগ্রহণ করেন, তাঁরা স্নান করেন, সন্ধ্যায় নতুন পোশাক পরে পুজোয় যোগ দেন। যুবকরা করম ডাল কেটে সন্ধ্যায় নিয়ে আসেন। তিন দিন বা পাঁচ দিন ব্যাপী চলে এই পুজো।

আরও পড়ুন: ৭০ কিমি বেগে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টিতে উত্তাল হবে গোটা দক্ষিণবঙ্গ! রেহাই নেই উত্তরবঙ্গেরও

পরিবারের আয় উন্নতির কথা ভেবেই ব্রতীরা এই পুজো করে থাকেন। ‌ এই করমপুজো বংশ পরম্পরায় পালন করে আসছেন পুরুলিয়া জেলার মানুষ।করম পুজো হলসৃষ্টির উৎসব। সারা বছর এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ভালো ফলনের আশায় এই পুজো করে থাকেন।

গ্রাম বাংলার প্রচলিত পার্বণ হলকরম পরব বা করমপুজো। ২০২৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করম উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তারপর থেকেই এই দিনে পূর্ণাঙ্গ ছুটি থাকে রাজ্যে।