বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে ব্যস্ত বিরাট-বুমরারা

India vs Bangladesh Test : দারুণ সুবিধা পাবে ভারতের বোলিং বিভাগ! বুমরাদের জন্য চেন্নাই-তে থাকছে ‘এই’ মাটির উইকেট

চেন্নাই : হাতে আর মাত্র কয়েকটা দিন। আর তারপরেই বাংলাদেশের বিরুদ্ধে হাই ভােল্টেজ টেস্ট সিরিজে নামতে চলেছেন বিরাট-রোহিতরা। ভারতীয় দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই-তে৷ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই টেস্ট সিরিজ৷ অনুশীলনে বিরাট-রোহিতদের প্রস্তুতিতে একটা ব্যাপার পরিষ্কার, প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না তাঁরা৷

পরিসংখ্যান বলে লাল বলের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে কখনও জিততে পারেনি বাংলাদেশ৷ তবে ক্রিকেট বিশেষজ্ঞরা অন্য কথা বলছেন৷ তাঁদের মতে, এই বাংলাদেশ আগের দলগুলির থেকে অনেক বেশি শক্তিশালী৷ তার উপর শাকিবরা সদ্যই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়েছে৷ ভারতের বিরুদ্ধে তারা যে মরন কামড় দেবেই সেটা পরিষ্কার৷

আরও পড়ুন : চার দিন বাকি বড় ম্যাচের, আচ্ছা বলুন তো, বাংলাদেশ কি কখনও ভারতকে টেস্টে হারিয়েছে?

তবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আলোচনার কেন্দ্রে আরও একটা বিষয়৷ বাইশ গজ৷ যার চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে৷ এক সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, চেন্নাইয়ে প্রথম টেস্টে লাল মাটির বাইশ গজ হতে চলেছে৷

চেন্নাই মানে ঘূর্ণির উইকেট৷ সেখানে লাল মাটির বাইশ গজ কেন? আসলে ভারতীয় দল হোম অ্যাডভান্টেজকে কাজে লাগাতে চাইছে৷

আরও পড়ুন : ক্লোজড ডোর অনুশীলনে তৈরি হচ্ছে বাংলাদেশ হারানোর ছক! প্রস্তুতিতে চমক টিম ইন্ডিয়ার

বাংলাদেশ সাধারণত কালো মাটির উইকেটে খেলতে অভ্যস্ত৷ পাকিস্তানেও তারা এমন কোনও কঠিন উইকেটে খেলেননি৷ বরং তাদের পাটা উইকেট উপহার দেওয়া হয়েছিল৷ ভারতে সেটা হচ্ছে না৷ লাল মাটির উইকেট মানে বাংলাদেশকে জোড়া ফলায় ভারতীয় বোলিং বিভাগ আক্রমণ করবে৷ লাল মাটির বাউন্সকে শুরুতে কাজে লাগাবেন বুমরারা, পরে পিচ ভাঙলে তার ফায়দা নেবেন কুলদীপ, অশ্বিনরা৷

প্র্যাকটিসে ভারতের বোলিং কোচ মরকেলকে বেশিরভাগ সময় ফাস্ট-বোলিং ইউনিটের সাথে কাটাতে দেখা গেছে৷ বাংলাদেশকে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি কি শুরু করে দিয়েছেন আফ্রিকার প্রাক্তন তারকা পেসার? বুমরা-বিরাটরা কি পারবেন জিতে চেন্নাই ছাড়তে? তারই অপেক্ষায় ভারতীয় ক্রিকেট ভক্তেরা৷