Kaushiki Amavasya at Tarapith: কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল, সোমবার কত ক্ষণ খোলা থাকবে তারাপীঠ মন্দির? জানুন এখনই

জাগ্রত তিথি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে৷ প্রতি বছরের মতো এ বারও পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে এই তীর্থক্ষেত্রে৷ (প্রতিবেদন:অক্ষয় ধীবর)
জাগ্রত তিথি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে৷ প্রতি বছরের মতো এ বারও পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে এই তীর্থক্ষেত্রে৷ (প্রতিবেদন:অক্ষয় ধীবর)

 

 সোমবার ভোরে রাজবেশে সাজানো হয় তারা মাকে৷ করা হয় মঙ্গলারতি৷ এদিন খুব ভোরে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের দ্বার৷
সোমবার ভোরে রাজবেশে সাজানো হয় তারা মাকে৷ করা হয় মঙ্গলারতি৷ এদিন খুব ভোরে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের দ্বার৷

 

দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন তারাপীঠে৷ তাঁদের বিশ্বাস, এই পুণ্যতিথিতে দেবীর কাছে প্রার্থনা পূর্ণ হবেই৷
দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন তারাপীঠে৷ তাঁদের বিশ্বাস, এই পুণ্যতিথিতে দেবীর কাছে প্রার্থনা পূর্ণ হবেই৷

 

কৌশিকী অমাবস্যা উপলক্ষে সোমবার রাতভর খোলা থাকবে তারাপীঠ মন্দির৷
কৌশিকী অমাবস্যা উপলক্ষে সোমবার রাতভর খোলা থাকবে তারাপীঠ মন্দির৷

 

এই পুণ্যতিথিতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ মন্দির ও সংলগ্ন অঞ্চল৷ (ছবি :সোশ্যাল মিডিয়া)
এই পুণ্যতিথিতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ মন্দির ও সংলগ্ন অঞ্চল৷ (ছবি :সোশ্যাল মিডিয়া)